টুকরো খবর
মেলায় নেই বিড়ি-শ্রমিক
শ্রমিক মেলার দ্বিতীয় দিনেও তাঁদের দেখা যায়নি। মেলায় বিড়ি শ্রমিকদের জন্য বিড়ি শ্রমিক কল্যাণ পরিষদের স্টলটিও রবিবারও খালি পড়ে ছিল। অভিযোগ, মেলায় কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনকেই আমন্ত্রণ জানানো হয়েছে। বাকি শ্রমিক সংগঠন সিটু, আইএনটিইউসি, ইউটিইউসিকে রাজ্য শ্রম দফতরের তরফে আমন্ত্রণ করা হয়নি। এতে মালদহ শহরের রামকৃষ্ণপল্লির মাঠে শ্রমিক মেলায় হাতেগোনা শ্রমিকদের দেখা যাচ্ছে। যে সমস্ত শ্রমিকেরা সরকারি অনুদান পাবেন তাঁরা কেবল মেলায় এসেছেন বলে অভিযোগ। শ্রমিক সংগঠনকে শ্রমিক মেলায় আমন্ত্রণ না জানানোর ব্যাপারে শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, “বারোয়ারি পুজোয় কি কেউ কাউকে আমন্ত্রণ জানায়। নিজেরাই তাতে যোগ দেয়। শ্রমিক মেলা বারোয়ারি পুজো। কেন আমন্ত্রণ জানাতে হবে। যারা শ্রমিকদের স্বার্থে কাজ করে তাদের স্বেচ্ছায়ে এই মেলায় আসা উচিত।” এদিন শ্রমিক মেলার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শ্রমিক মেলায় ঘুরে দেখা গেল শুধুমাত্র বিড়ি শ্রমিক কল্যাণ পরিষদেরই স্টলই নয়, পাশের পশ্চিমবঙ্গ সরকারে শ্রমিক কল্যাণ পরিকল্পানার স্টল, জাতীয় শিশু শ্রমিক প্রকল্পের স্টল খোলেনি। সিটুর জেলার সহ-সভাপতি ইন্দ্রজিত্‌ মিত্র বলেন, “মালদহে শ্রমিক মেলা হচ্ছে কাগজে পড়ে তা জানতে পেরেছি। আমাদের আমন্ত্রণ জানানো হয়নি।” একই কথা বলেন আইএনটিইউসি জেলা সভাপতি কাজি নজরুল ইসলাম ও ইউটিইউসির জেলা সম্পাদক দুন্দুভী সাহাও।

অপহরণ করে গ্রেফতার চার
বিহারের শ্রমিক-ঠিকাদারকে অপহরণ করে টাকা আদায়ের চেষ্টায় ৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে। মালদহের রতুয়া থেকে শনিবার রাতে। উদ্ধার করা হয়েছে অপহৃত ঠিকাদারকেও। ধৃতরা হল শেখ টানু, শেখ কালা, অত্তি শেখ ও আরিফুল হক। আরিফুলের বাড়ি রতুয়ার বাহারালে ও বাকি তিন জন মাদিয়াঘাটের বাসিন্দা। অপহৃত ঠিকাদার শ্যাম সিংহ বিহারের বক্সার এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, অপহরণকারীরা ঠিকাদারদের পরিচিত। এই এলাকা থেকে হামেশাই শ্রমিক নিয়ে বিহারে গিয়ে বিভিন্ন প্রকল্পে কাজে লাগান তিনি। বৃহস্পতিবার তিনি মালদহে আসেন। কাজ সংক্রান্ত কথা বলে ডেকে নিয়ে অভিযুক্ত ৪ জন ঠিকাদারকে আটকে রেখে ৫ লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগ। পুলিশ জানায়, অপহৃতের পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ বাহারালে আরিফুলের বাড়ি থেকে শ্যাম সিংহকে উদ্ধার করে। ধৃতদের সঙ্গে টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে এই ঘটনা কী তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

কালিম্পঙের দল জিতেছে
মালদহের হরিশ্চন্দ্রপুরে মোহিনী মোহন শিল্ড টুর্নামেন্ট ফুটবল প্রতিযোগিতায় রবিবারের খেলায় জয়ী হল কালিম্পং শেরি ক্লাব। মালদহ ডিএসএ-কে ট্রাই ব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে জয়ী হয়েছে ওই দল। আজ সোমবার প্রতিযোগিতার সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে মুখোমুখি শ্যামনগর তরুণ সঙ্ঘ এবং বালুরঘাট নেতাজি স্পোর্টিং ক্লাব। শনিবার কলকাতার প্রথম ডিভিশন ক্লাব ঐক্য সন্মিলনীকে সাডেন ডেথ-এ হারিয়ে জয়ী হয় বালুরঘাট নেতাজি স্পোর্টিং ক্লাব।

ঢিবি খুড়ে দেহ উদ্ধার
ক্যানেলের মাটি খুঁড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে রায়গঞ্জে। রবিবার রায়গঞ্জের ছটপড়ুয়ায় ঘটনাটি ঘটেছে। বয়স আনুমানিক ৪৫ বছর। শনিবার একটি জায়গায় মাটির ঢিপি দেখতে পেয়ে সন্দেহ হয়। রবিবার ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটি খুঁড়ে দেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, মৃতের পরিচয় জানার চেষ্টার পাশাপাশি তদন্ত শুরু হয়েছে।

অবাধ গাঁজার চাষ
আলিপুরদুয়ার ১ ব্লকের কোচবিহার লাগোয়া দক্ষিণ সোনাপুর, পাতলাখাওয়ায় প্রশাসনের নজর এড়িয়ে বাড়ি উঠোনে অবাধ গাঁজা চাষ চলছে বলে অভিযোগ। বাসিন্দারা জানান, গ্রামগুলিতে অধিকাংশ বাড়ির উঠোনে গাঁজা গাছ লাগানো হয়েছে। দরমার বেড়া দিয়ে আড়াল করে অনেকেই বিকল্প আয়ের জন্য ওই গাছ লাগিয়ে ব্যবসা করছেন।
বিকল্প আয়ে ব্যবসা।—নিজস্ব চিত্র।
আলিপুরদুয়ার জেলা আবগারি দফতরের সুপার মানিক সরকার বলেন, ‘গাঁজা চাষ বেআইনি। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।” গত বছর ডিসেম্বর মাসে আলিপুরদুয়ার ১ ব্লকে গাঁজা চাষ নিয়ে প্রচার চালানো হয়। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আলিপুরদুয়ার মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়াও। স্থানীয় বাসিন্দারা জানান, কোচবিহারের দিনহাটা থেকে গাঁজা ব্যবসায়ীরা এসে পাতা কিনে নিয়ে যায়। এতে বিক্রি নিয়ে মাথা ঘামাতে হয় না। একটি গাছ চার থেকে ছ’মাসের মধ্যে বড় হয়। বারোশো থেকে দেড় হাজার টাকা কেজি বিক্রি হয় পাতা।

তোলা আদায়
রাস্তায় মাল বোঝাই লরি আটকে তোলা আদায়ের অভিযোগে ফরাক্কা থানার চার পুলিশকর্মীকে রবিবার সাসপেন্ড করলেন জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই এই পদক্ষেপ করা হয়। চার পুলিশকর্মী হলেন এএসআই অরুণ কুমার সরকার, দুই কনস্টেবল সুব্রত দাস ও রবীন্দ্রনাথ নায়েক এবং মহম্মদ মহসিন নামে একজন হোমগার্ড। অরুণবাবু ২০১০ সালের ১০ ডিসেম্বরও রানিনগর থানায় ৩৫ লক্ষ টাকার ফেনসিডিল কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তৎকালীন পুলিশ সুপার ভরতলাল মিনার নির্দেশে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেল হেফাজতেও ছিলেন। পরে মুক্তি পেলে ফরাক্কায় এএসআই হিসেবে নিযুক্ত করা হয় তাঁকে।

বার্ষিক প্রতিযোগিতা
নিখিলবঙ্গ শিক্ষক সমিতির বার্ষিক ক্রীড়া হল কোচবিহার এমজেএন স্টেডিয়ামে। রবিবার উদ্বোধন করেন ক্রীড়াবিদ শম্ভুনাথ ঘোষ। বয়সভিত্তিক ৩০ ইভেন্টে মোট ১৫০ জন বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা প্রতিযোগিতায় যোগ দেন।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.