টুকরো খবর |
কংগ্রেসের থানা ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ছাত্র পরিষদ কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে পুলিশ মাঝরাতে হানা দিচ্ছে বলে অভিযোগ। এই অভিযোগে শিলিগুড়ি থানা ঘেরাও করল কংগ্রেস সমর্থকরা। রবিবার সন্ধ্যায় প্রায় আধ ঘণ্টা ধরে। পুলিশ অবশ্য জানিয়েছে, শিলিগুড়ি কলেজ অব কমার্সের নির্বাচনের সময়। গণ্ডগোল পাকানো ও মারামারি করার অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। শিলিগুড়ি থানার আইসি বিকাশ কান্তি দে বলেন, “প্রত্যেকের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ রয়েছে। তারই ভিত্তিতে তাঁদের খোঁজা হচ্ছে।” যদিও আইসির কথা মানতে নারাজ কংগ্রেস নেতৃত্ব। জেলা সাধারণ সম্পাদক বিকাশ সরকার বলেন, “এই নিয়ে আমরাও অভিযোগ করেছিলাম। আমাদের অভিযোগের কোনও গুরুত্ব দিচ্ছে না পুলিশ। উল্টে ওরা আমাদেরই ভয় দেখাচ্ছে। পুলিশ যদি আমাদের ছাত্রদের বাড়ি গিয়ে অভিযান চালানো বন্ধ না করে তাহলে আমরাও বৃহত্তর আন্দোলনে নামব।”
|
মমতাকে অভিনন্দন দিয়ে যুবদের মিছিল
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
ফুলবাড়ি চত্বরে মিনি সেক্রেটারিয়েট ‘উত্তরকন্যা’ নির্মাণ এবং জেলা শহরে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির উদ্যোগ গ্রহণের জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রবিবার মিছিল করলেন যুব তৃণমূলের সমর্থকেরা। সংগঠনের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় এই দিন দাবি করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলার হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য মাটিগাড়া থেকে ফুলবাড়িতে মিনি সেক্রেটারিয়েট সরিয়ে এনেছেন। আজ, সোমবার তা উদ্বোধনের পরে জলপাইগুড়ির গুরুত্ব বাড়বে। এ ছাড়াও এই শহরে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করার পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী।
|
বিজ্ঞপ্তির প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
রেলের জায়গায় দীর্ঘদিন ধরে বসবাসকারীদের উঠে যেতে নোটিশ দেওয়ায় প্রতিবাদ জানাল লোক জনশক্তি পার্টি। রবিবার সাংবাদিক বৈঠক করে তারা জানান, আগামী ২৮ জানুয়ারি ১ নম্বর ওয়ার্ডে রেলের জায়াগায় বসবাসকারীদের কাঠিহারে ডিআরএম অফিসে ডাকা হয়েছে। লোক জনশক্তি পার্টির দার্জিলিং জেলা সভাপতি মনোজ কুমার রায় বলেন, “৩০ বছর বা তার বেশি সময় ধরে যারা বসবাস করছেন তাঁদের বারবার নোটিশ পাঠানো হচ্ছে। উন্নয়নের স্বার্থে তাঁদের কাউকে উঠিয়ে দেওয়া হলে বিকল্প ব্যবস্থা করতে হবে। আমরা ডিআরএম-এর দফতরে গিয়ে সেই দাবি জানাব।”
|
ব্যাগ ঘিরে বোমাতঙ্ক
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ফের পরিত্যক্ত ব্যগকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল শিলিগুড়িতে। শিলিগুড়ির সেবক রোডে দুই মাইল এলাকার একটি শপিং মলের সামনে ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। একটি কাগজের ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে এলাকা থেকে লোকজন সরিয়ে দেয়। সিআইডির বম্ব স্কোয়াড এসে ব্যাগটিকে পরীক্ষা করে দেখেন তাতে কিছুই নেই। শিলিগুড়ি পুলিশের এডিসি অমিত সিংহ বলেন, “ব্যাগটি পরীক্ষা করে তাতে কিছুই পাওয়া যায়নি। তবু আমরা সমস্ত রকম সাবধানতা অবলম্বন করেছিলাম। ব্যগে কিছুই পাওয়া যায়নি।”
|
সেরা শিলিগুড়ির দল
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বাঘা যতীন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দিন রাতের ভলিবলে সেরা শিলিগুড়ি জেনেসিস ফাউন্ডেশন। রবিবার তারা নর্থ বেঙ্গল বিএসএফকে ৩-০ গেমে হারিয়েছে। সেমি ফাইনালে ৬ নম্বর গাড়োয়াল রাইফেলকে জেনেসিস ৩-০ হারায়। বিএসএফ ৩-০ শিলিগুড়ি ভলিবল অ্যাসোসিয়েশনকে হারিয়ে ফাইনালে ওঠে। ৬টি দল অংশ নেন। বাকি দুটি দল তিমিতুরকে সিকিম এবং শিবমন্দিরের সরোজিনী সঙ্ঘ।
|
কোর্টের নির্দেশ |
ঠিকাদারদের নাম নথিভূক্তর কাজে স্থগিতাদেশের নির্দেশ দিল আদালত। আলিপুরদুয়ার ২ পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে ঠিকাদারদের নাম নথিভূক্ত করার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠে। ঠিকাদারদের একটি অংশ আদালতের দারস্থ হন। ১৫ জানুয়ারি মহকুমা সিভিল জাজের সিনিয়র ডিভিশন ওই স্থগিতাদেশ দেন। অভিযোগ, টাকার বিনিময়ে যোগ্য নয় এমন ঠিকাদারদের নাম নথিভুক্ত হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি রিঙ্কু তরফদার। বিডিও সজল তামাঙ্গ বলেন, “অনিয়মের অভিযোগ সঠিক নয়।”
|
আগুনে আতঙ্ক |
আগুন লেগে আতঙ্ক ছড়াল শালুগাড়া এলাকায়। রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির শালুগাড়ার বিএসএফ রোডে। দমকল সূত্রের খবর, একটি কাঠের বাড়িতে প্রথমে আগুন লাগে। পাশাপাশি বেশ কয়েকটি কাঠের বাড়ি থাকায় তাতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করায় তাতে আগুন বাড়তে পারেনি। দমকলের তিনটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে। গ্যাস সিলিন্ডার থেকেই আগুন ছড়িয়েছে বলে দমকল থেকে মনে করা হচ্ছে।
|
বালক-দেহ উদ্ধার |
দু’দিন নিখোঁজ বালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার কোকরাঝাড় জেলার শালাকাঠি থানার আম্বারতল গ্রামের এক বাঁশবাগান থেকে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অঙ্কুর বর্মন (৮)। তার বাড়ি ওই গ্রামে। সে আম্বারতল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, গলা টিপে শ্বাসরুদ্ধ করে তাকে খুন করা হয়েছে।
|
মেলা শেষ হল |
আলিপুরদুয়ার ২ ব্লক মাটি, কৃষি উদ্যান পালন, মত্স ও প্রাণিসম্পদ মেলা শেষ হল। শনিবার শামুকতলার খাপসাডাঙ্গা ফুটবল খেলার মাঠে বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন অনগ্রসর শ্রেণি কল্যান দফতরের পরিষদীয় সচিব তথা ডুয়ার্স উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উইলসন চম্প্রামারি। শেষ দিন ব্লকের তিন কৃষককে ‘কৃতী কৃষকের সন্মান দেওয়া হয়। প্রদর্শনীতে অংশ নেওয়া ৯০ জন কৃষককে পুরস্কৃতও করা হয়।
|
দুর্ঘটনায় মৃত |
যাত্রিবাহী বাস উল্টে এক যাত্রীর মৃত্যু হয়েছে। জখম ৩৯ জন যাত্রী। রবিবার বঙ্গাইগাঁও থানার রাখালডুবি গ্রামের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম, মুনু কলিতা (৫০)। তিনি নলবাড়ির বাসিন্দা। |
|