সিমেন্ট কারখানার জমির নামজারি করতে পারেননি শিলিগুড়ির বাসিন্দা নরেশ অগ্রবাল এবং তাঁর অংশীদাররা। শিলিগুড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে অনেক পুরনো ইউনিটের সল্প সময়ের লিজের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় উদ্যোগীরা বিপাকে । কেউ পুরনো কারখানা কিনে কারবার শুরু করলেও তার লাইসেন্স নিজের নামে করতে পারেননি। জমি নিয়ে সমস্যা, বিদ্যুৎ সংযোগ না-মেলা, ব্যাঙ্ক ঋণ আটকে থাকা, কেউ বা পরিবেশ দফতর বা দমকলের শংসাপত্র পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এমন সব সমস্যা মিটিয়ে উত্তরবঙ্গে শিল্প গড়ার কাজে সুবিধা করে দিতে তৎপর হল রাজ্য সরকার। বস্তুত, উত্তরবঙ্গে শিল্পোদ্যোগীদের সহায়তা করতে এগিয়ে এল রাজ্য সরকারের ক্ষুদ্র কুটির শিল্প দফতর। আগামী ৩০ জানুয়ারি থেকে দুই দিন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগকে সামিল করে শিল্পোদ্যোগীদের ওই সমস্ত সমস্যা মেটাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহরের উপকন্ঠে দাগাপুরের প্রমোদ উদ্যানে ‘সাইনারজি শিলিগুড়ি’ নামে এক আসর বসছে। এসজেডিএ ও সিআইআই (কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি) সহযোগিতা করেছে। উত্তরবঙ্গে শিল্পোদ্যোগীদের যে সমস্যা রয়েছে বা শিল্প স্থাপনে উৎসাহীরা যে সব সুযোগ সুবিধা চাইছেন তাঁদের বিষয়গুলি মেটাতে উপস্থিত থাকবেন অন্তত ৩০ টি দফতরের আধিকারিকরা। উত্তরবঙ্গের আধিকারিকরাও থাকবেন।
ইতিমধ্যেই কলকাতায় এ ধরনের উদ্যোগ হয়েছে। তকার্যকারিতা দেখে এ বার সিআইআই কর্তারা উত্তরবঙ্গেও এমন ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেন। সিআইআই-এর উত্তরবঙ্গ জোনের চেয়ারম্যান প্রমোদ কুমার সাহা বলেন, “এ ধরনের উদ্যোগের ফলে উত্তরবঙ্গে শিল্পোদ্যোগীরা উপকৃত হবেন। শিল্প স্থাপনে সহযোগিতার অভাবের কথা বারবার বলা হয়। তাই এই উদ্যোগ কার্যকর হবে। কলকাতায় এই ধরনের উদ্যোগে উত্তরবঙ্গের শিল্পোদ্যোগীদের অনেকেই যেতে পারেননি। তাই গত অক্টোবর মাসে শিল্প দফতরের সচিব শিলিগুড়িতে এলে তাঁকে কলকাতার মতো উত্তরবঙ্গে ওই সুবিধা দেওয়ার আর্জি জানানো হয়েছিল।” তাতে সাড়া দিয়েই এ বার এই ব্যবস্থা করা হচ্ছে বলে সিআইআই-এর তরফে দাবি করা হয়। নরেশবাবু জানান, মোহিতনগরে তাঁদের কয়েক জনের একটি সিমেন্ট কারখানা রয়েছে। তাঁদের কোম্পানির নামে জমির নামজারি না হওয়ায় বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যায়। কলকাতায় সাইনারজিতে কী ভাবে শিল্পোদ্যোগীর সমস্যায় মেটানো হয়েছে তা তিনি শুনেছেন। এমনকী শিলিগুড়ির কয়েক জন শিল্পদ্যোগীও সেখানে গিয়ে নিজেদের সমস্যা মেটাতে পেরেছেন। নরেশবাবুও এ বার আশাবাদী। শিলিগুড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন -এর সাধারণ সম্পাদক উৎপল সরকার জানান, লিজের মেয়াদ ফুরিয়ে যাওয়া এবং মাত্রাতিরিক্ত হারে বর্ধিত ভাড়া বা মোটা টাকার বিনিময়ে দীর্ঘমেয়াদী লিজ পেতে পুরনো অনেক ইউনিটের মালিক পক্ষ বিপাকে পড়েছেন। সমস্যা নিয়ে তাঁরা সাইনারজিতে বলবেন। দার্জিলিং-জলপাইগুড়ি-কোচবিহার এই তিন জেলা এবং ইসলামপুর মহকুমার শিল্পোদ্যোগীদের কথা ভেবে শিলিগুড়িতে এই আয়োজন। তা নিয়ে বীরপাড়া, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ইসলামপুরে সিআইআই-এর তরফে শিবির করে প্রচার, রোড-শো করা হয়েছে। জেলা শিল্প কেন্দ্রের আধিকারিকদের নিয়ে শিল্পোদ্যোগীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার খোঁজ নেওয়া হয়েছে। ২০০ শিল্পোদ্যোগীদের সঙ্গে তাঁরা কথা বলেছেন। নতুন শিল্পোদ্যোগীদের জন্য শিল্প স্থাপনের ক্ষেত্রে নানা বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। সিআইআই-এর সদস্যদের কয়েক জন জানান, অনেকের ধারণা নেই কোন ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া জরুরি, দমকল অনুমোদন, শ্রম আইন, কর্পোরেটের নিয়ম কোথায় কোনটা প্রযোজ্য, অর্থের জন্য কোন জায়গা থেকে সহযোগিতা মিলতে পারে, ব্যাঙ্ক এবং বিভিন্ন আর্থিক সংস্থাগুলি কী ভাবে সহযোগিতা করে, সে সব খুঁটিনাটি সাইনারজি শিলিগুড়ি থেকে জেনে নিতে পারবেন উৎসাহীরা। |