টুকরো খবর
মথুরাপুরে বই মেলা
মথুরাপুরে শুরু হয়েছে বই মেলা। চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। গত ১২ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-১ ব্লকে দেবীপুর পঞ্চায়েতের পাশের মাঠে বইমেলার উদ্বোধন করেন মধ্যশিক্ষা পর্ষদের সচিব নবনীতা চট্টোপাধ্যায়। মেলায় উপস্থিত ছিলেন অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, মথুরাপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় গায়েন প্রমুখ। উদ্বোধনের আগে স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মেলায় রয়েছে বিভিন্ন ধরনের ২০টি বইয়ের স্টল।

বারুইপুরে মারধরে মৃত্যু, সরব সিপিএম
বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের সভা থেকে ফেরার পথে বারুইপুরের সীতাকুণ্ড এলাকায় মারধরে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, নিহতের নাম সৈফুদ্দিন মোল্লা (২৫)। ওই ঘটনায় মস্ত মণ্ডল নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক সুজন চক্রবর্তী জানান, সৈফুদ্দিন তাঁদের দলের সমর্থক ছিলেন। রবিবার বিকেলে তিনি সূর্যবাবুর সভা থেকে ফিরছিলেন। তখনই সীতাকুণ্ড-কাজিরাবাগ এলাকায় তৃণমূলের লোকেরা তাঁকে মারধর করে এবং তাতেই তাঁর মৃত্যু হয় বলে সুজনবাবুর অভিযোগ। এর প্রতিবাদে কাল, মঙ্গলবার বারুইপুরে ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে জেলা সিপিএম। জেলা পুলিশের এক কর্তা বলেন, “ওই যুবকের উপরে আক্রমণ হয়েছিল। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। পরে বারুইপুর মহকুমা হাসপাতালে তিনি মারা যান।” জেলা তৃণমূলের চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায় বলেন, “ওই ঘটনার ব্যাপারে বিশদ ভাবে কিছু জানি না। পুলিশ তদন্ত করলেই সব স্পষ্ট হবে।”

নির্বাচন স্থগিত
ছাত্র-মৃত্যুর জেরে সন্দেশখালির কালীনগর কলেজে ভোট স্থগিত হয়ে গেল। শনিবার কলেজ কর্তৃপক্ষের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কলেজটি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোরঞ্জন নস্কর বলেন, “বিশ্ববিদ্যালয়ের তরফে কলেজ সমূহের পরিদর্শক চিঠি দিয়ে আপাতত নির্বাচন স্থগিত রাখতে বলেছেন।” আগামী ২২ জানুয়ারি ওই কলেজে ছাত্র সংসদের ভোট হওয়ার কথা ছিল। গত বুধবার বিএ প্রথম বর্ষের ছাত্র, তৃণমূল ছাত্র পরিষদ প্রার্থী পরেশ মণ্ডল মারা যান। টিএমসিপি-র অভিযোগ, এসএফআইয়ের ছেলেরা পরেশকে ধাক্কা মারে এবং তার জেরে অসুস্থ হয়ে তিনি মারা যান। এসএফআই অভিযোগ মানেনি। ওই কলেজের এক বর্তমান এবং এক প্রাক্তন ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। দু’জনেই এসএফআই কর্মী।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.