শিক্ষার অধিকার আইন অনুযায়ী, লিখিত আবেদন করলে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নিখরচায় পড়ুয়াদের ভর্তি নিতে হবে বেসরকারি স্কুলগুলিকে। অথচ সেই সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ভর্তি ও আনুষঙ্গিক ফি বাবদ ৫১০ টাকা নিয়ে পড়ুয়া ভর্তি নেওয়ার অভিযোগ উঠল বাসন্তীর সেন্ট টেরেসা হাইস্কুলের বিরুদ্ধে। যদিও প্রধান শিক্ষিকা সিস্টার মার্টিনের দাবি, এমন কোনও আবেদনই তাঁর কাছে জমা পড়েনি।
শ্রীপর্ণা রাই নামে পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর মা পার্বতীদেবী গৃহপরিচারিকার কাজ করেন। টাকার অভাবে নিজে চতুর্থ শ্রেণির বেশি পড়তে পারেননি। ইচ্ছা ছিল মেয়েকে ভাল স্কুলে পড়াবেন। সেই মতো স্থানীয় সেন্ট টেরেসা স্কুলে পঞ্চম শ্রেণিতে মেয়েকে ভর্তি করার জন্য আবেদন করেছিলেন। লিখিত ভাবে চিঠি দিয়ে জানিয়েছিলেন, স্কুলের ফি দেওয়ার সাধ্য তাঁর নেই। অভিযোগ, এর পরে স্কুল থেকে তাঁকে বলা হয়, স্কুল ফি তো বটেই, সঙ্গে ভর্তির ফর্ম ও স্কুল উন্নয়ন ফি বাবদ মোট ৫১০ টাকা না দিলে শ্রীপর্ণাকে ভর্তি নেবেন না তাঁরা। পার্বতী দেবী জানান, শেষমেশ যে বাড়িতে তিনি পরিচারিকার কাজ করেন, তাঁদের কাছ থেকে ৫১০ টাকা ধার করে মেয়েকে কোনও রকমে স্কুলে ভর্তি করান তিনি।
জেলা শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, যদি কোনও পড়ুয়া বিপিএল তালিকাভুক্ত পরিবারের হয় বা তার পরিবার পড়াশোনার খরচ জোগাতে অপারগ হয়, তবে স্কুলের কাছে লিখিত আবেদন করলে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল তাকে ভর্তি নিতে বাধ্য।
সেন্ট টেরেসা স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার মার্টিনা বলেন, “স্কুলের রক্ষণাবেক্ষণ, বিদ্যুতের বিল-সহ অন্যান্য খরচ মেটাতেই আমাকে ৪৫০ টাকা করে নিতে হচ্ছে। অভিভাবকদের বলেছি,তাঁরাই দিচ্ছেন। সব খরচের হিসাব আমি অডিট রিপোর্টে দেখিয়ে দেব। যাঁরা পারছেন না, তাঁদের ছাড় দিতে হচ্ছে।”
শ্রীপর্নাকে ভর্তি না নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “কেউ এমন আবেদন করেছিল বলে আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখছি।”
বাসন্তী ব্লকের স্কুল ইন্সপেক্টর শুভেন্দু মিস্ত্রী বলেন, “আবেদন করা সত্ত্বেও জোর করে ফি নেওয়া হয়েছে বলে অভিযোগ পেয়েছি। স্কুলের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছি।” বাসন্তীর বিডিও কওসর আলি বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্তের নির্দেশ দিয়েছি। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।”
পথ দুর্ঘটনায় মৃত। মোটর ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল এক মোটর সাইকেল আরোহীর। হাসনাবাদের খড়মপুর গ্রামের বাসিন্দা ওই যুবকের নাম আজিজ গাজি (২২)। রবিবার সকালে তিনি বসিরহাটের দিকে আসার সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। |