মারধরের অভিযোগে ধৃত সোনাজয়ী বক্সার
তিন কিশোরী ভারোত্তলককে মারধরের অভিযোগে গ্রেফতার করা হল অর্জুন ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বক্সার নগানগম ডিংকু সিংহকে। এশিয়ান গেম্সে সোনাজয়ী ওই খেলোয়াড়কে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
মণিপুর ভারোত্তলন সংস্থার সচিব সুনীল এলাংবাম জানান, ১৯৯৮ সালে সোনাজয়ী বক্সার ডিংকু বর্তমানে ‘স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া’ বা সাইয়ের প্রশিক্ষক। অভিযোগ, ১৩ জানুয়ারি রাতে খুমান লাম্পাক স্টেডিয়ামের সাই আবাসে ঢুকে সইবাম আরনবালা, চুংখা পামেই ও পুয়াম ইয়াইফাবি নামে তিন ভারোত্তলকের উপরে চড়াও হন ডিংকু। ওই তিন কিশোরীর অভিযোগ, ডিংকু প্রথমে তাদের গায়ে জল ঢেলে দেন। তারপর এলোপাথাড়ি মারধর করেন। পরদিন আরনবালার জ্বর হয়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের প্রশিক্ষক এল অনিতা চানু বলেন, ‘‘মেয়েদের মারধর না-করে, ডিংকু বোঝাতেও পারতেন।” ডিংকুর আচরণের প্রতিবাদে একজোট হয়েছেন অর্জুন-প্রাপ্ত ভারোত্তলক এন সোনিয়া চানু, ভারোত্তলক কে নিংথেম।
ডিংকু সিংহকে গত সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়। ১৭ বছরের আরনবালা হাসপাতালে সাংবাদিকদের বলেন, “১৩ জানুয়ারি রাতে ডিংকু স্যার আমাদের হস্টেলে ঢুকে চিৎকার করে জানতে চান, তাঁর গাড়িতে কে উল্টোপাল্টা কথা লিখেছে? তারপর আমাদের সকলের হাতের লেখা পরীক্ষা করেন তিনি। তাতে মিল পাওয়ায় আমাদের মারধর করেন।”
অভিযোগকারিণী তিনজনই ডিংকুর কঠোর শাস্তি চাইছেন। ডিংকুর শাস্তি চেয়ে আরনবালার বাসস্থান মোরেতে প্রতিবাদ মিছিল বের হয়। নারী সংগঠনগুলি হুমকি দিয়েছেন, ডিংকু সাজা না-পেলে বড় আন্দোলন হবে।
ব্যাঙ্কক এশিয়ান গেম্সে সোনা পাওয়ার পর, ১৯৯৮ সালেই অর্জুন পান ডিংকু। গত বছর পান পদ্মশ্রী। তাঁকে সামনে রেখেই মেরি কম, দেবেন্দ্ররা বক্সিং-এর দিকে আগ্রহী হন। ডিংকু পুলিশকে জানিয়েছেন, ১৩ জানুয়ারি তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে সাইতে গিয়েছিলেন। ফেরার সময় দেখা যায়, তাঁর গাড়ির ধুলোমাখা কাচে লেখা রয়েছে‘আই লাভ ইউ’। তা দেখার পরে স্ত্রী’র সঙ্গে বচসা শুরু হয় ডিংকুর। কে এমন লিখেছে, তা জানতে হস্টেলে যান তিনি।
পুলিশ ডিংকুকে ইম্ফলের সিজেএম আদালতে নিয়ে গেলে ৩১ জানুয়ারি পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
এ দিকে, ডিংকুকে সাইয়ের বক্সিং প্রশিক্ষকের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগকারিণী তিন ভারোত্তলককে আরও কিছুদিন হাসপাতালে রাখা হবে। সম্পূর্ণ সুস্থ হওয়ার পরই তারা অনুশীলন শুরু করবেন বলে সাই সূত্রের খবর।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.