|
|
|
|
টুকরো খবর |
বঙ্গ ক্রিকেটে মুরলীধরনের আসা নিয়ে জল্পনা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাংলা ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন আসতে পারেন বলে জোর জল্পনা চলছে। এও শোনা যাচ্ছে, তিনি নাকি ৪০ দিনের জন্য আসতে পারেন। তবে সিএবি-র দাবি, তাদের কাছে এই নিয়ে কোনও খবর নেই। সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া রবিবার বলেন, “এই নিয়ে আমি অনেক ফোন পেয়েছি। তবে মুরলীধরন আসছে বলে আমার কাছে কোনও খবর নেই।” সিএবি-র কোচিং কমিটির প্রধানের দায়িত্ব নেওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায় কুড়ি জন করে পেসার, স্পিনার ও ব্যাটসম্যান নিয়ে তিনটি পুল করার প্রস্তাব দিয়েছিলেন। এবং প্রতি পুলের জন্য একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটারকে এনে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন তিনি। মুরলীধরন এলেও যে সেই প্যানেলের জন্য আসবেন, সে রকম একটা ইঙ্গিত দেন সৌরভ। তবে কিছুই যে চূড়ান্ত হয়নি, সে কথাও বলেছেন। সৌরভের বক্তব্য, “পুলের জন্য কয়েকটা নাম মাথায় আছে। তবে পুরোটাই খুবই প্রাথমিক স্তরে। অনেকের সঙ্গেই কথা হয়েছে। তারা সময় দিতে পারবে কি না, তাদের আর্থিক শর্ত কী, এগুলোও দেখতে হবে।” মুরলী ছাড়াও ব্রেট লি-র নামও শোনা গিয়েছে। মুরলীধরন আপাতত অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশে খেলছেন।
|
ওয়ান ডে সিরিজও জিতল অস্ট্রেলিয়া
সংবাদ সংস্থা • সিডনি |
অ্যাসেজ সিরিজ জয়ের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও জিতল অস্ট্রেলিয়া। সিডনিতে রবিবার ৭ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ এগিয়ে অস্ট্রেলিয়া। এই হারের জেরে অ্যালিস্টার কুক জানিয়েছেন, ওয়ান ডে অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন তিনি। “পরের দুটো ম্যাচের পর এটা নিয়ে সিদ্ধান্ত নেব। অনেক কিছু নিয়ে আলোচনা করা দরকার। ইংল্যান্ড ক্রিকেটে কিছু বদল আনতে হবে,” এ দিন বলেছেন কুক। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, টেস্ট নেতৃত্ব থেকেও সরে দাঁড়াতে পারেন। রবিবার টস জিতে আগে ব্যাটিং করে পঞ্চাশ ওভারে ২৪৩-৯ তোলে ইংল্যান্ড। সর্বোচ্চ স্কোরার ইয়ন মর্গ্যান (৫৪)। জবাবে দশ ওভার বাকি থাকতে ২৪৪-৩ করে দেয় অস্ট্রেলিয়া। যার পিছনে রয়েছে ওপেনার ডেভিড ওয়ার্নার (৭১) এবং শন মার্শের (৭১ নট আউট) জোড়া ইনিংস। অস্ট্রেলিয়া সিরিজ জিতে যাওয়ায় পারথে চতুর্থ ওয়ান ডে-তে খেলবেন না অধিনায়ক মাইকেল ক্লার্ক, ব্র্যাড হাডিন এবং ওয়ার্নার। অ্যাডিলেডে ম্যাচে টিমের সঙ্গে যোগ দেবেন তাঁরা।
|
ভাল জায়গায় পঞ্জাব
নিজস্ব প্রতিবেদন |
রঞ্জির দ্বিতীয় সেমিফাইনালে পঞ্জাবের প্রথম ইনিংসে ২৭০-র জবাবে দিনের শেষে কর্নাটক ৩৯-২। প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর এ দিন জীবনজোৎ সিংহ (৭৪) ও মনন ভোহরা (৫১) ভাল শুরু করেন। কিন্তু বিনয় কুমার (৫-২৭) আর শ্রেয়াস গোপাল (৩-৯২) ধসিয়ে দেন পঞ্জাবকে। যুবরাজ সিংহ ৪২। এখনও ২৩১ রানে পিছিয়ে কর্নাটক। ক্রিজে আছেন রবিন উথাপ্পা (২৫ ব্যাটিং) ও মণীশ পান্ডে (৮ ব্যাটিং)।
|
ফের গ্র্যান্ড স্ল্যামে লি-ম্যাজিক |
মাস চারেক আগেই বয়স্কতম প্লেয়ার হিসাবে গ্র্যান্ড স্ল্যাম ডাবলস চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্র ওপেনে। চল্লিশে চালশে-র বদলে চিরসবুজ সেই লিয়েন্ডোর পেজ-এর ম্যাজিক অস্ট্রেলীয় ওপেনেও! তিরিশোর্ধ্ব চেক পার্টনার রাদেক স্টেপানেককে নিয়ে লি এ দিন কোয়ার্টার ফাইনালে উঠলেন, তরুণ ভারতীয় য়ুকি ভামব্রি ও মাইকেল ভেনাসের চ্যালেঞ্জ মাত্র ৬৫ মিনিটে ৬-৩, ৬-২ গুঁড়িয়ে। মিক্সড ডাবলসেও হান্টুকোভাকে নিয়ে লিয়েন্ডার প্রি-কোয়ার্টারে উঠেছেন, ক্রোট-অস্ট্রেলীয় জুটি ডাকওয়ার্থ-আজলাকে সুপার টাইব্রেকে ৭-৫, ৪-৬, ১০-৭ হারিয়ে। মিক্সড ডাবলসে এ বার লি-হেশ মুখোমুখি। সে রকমই তাৎপর্যের, ডাবলসে লিয়েন্ডার জুটির দ্বিতীয় বাছাই পেয়া-সুয়ারেজের বদলে লদ্রা-মাহুকে পাওয়াটা। লদ্রারাই ফেভারিট পেয়াদের হারান। লিদের দিকে চতুর্থ বাছাই ডডিচ-মেলো ছাড়া ফেভারিট জুটি নেই। লিয়েন্ডার বলছেন, “খেতাবের লড়াই পুরোপুরি খোলা। ব্রায়ান ভাইরা সর্বকালের অন্যতম সেরা ডাবলস টিম হলেও আরও কয়েকটা ভাল জুটি রয়েছে। সফল পুরনো জুটি আবার ফিরে এসেছে। নতুন ভাল জুটিও তৈরি হয়েছে। তবে আমি আর রাদেক এখানে দু’বছর আগে চ্যাম্পিয়ন হওয়ার মতোই এ বারও খেলা উপভোগ করছি। সাফল্যের সেটাই রেসিপি।” এ দিন বোপান্না-কুরেশির ইন্দো-পাক এক্সপ্রেস তৃতীয় রাউন্ডে হেরেছে। |
|
|
|
|
|