দোকানিদের পুনর্বাসন দাবি
জাতীয় সড়ক সম্প্রসারণ ও উড়ালপুলের কাজের জন্য কিছু দোকানি ও ট্যাক্সি চালক উৎখাত হতে পারেন বলে আশঙ্কা। তাই তাঁদের পুনর্বাসনের দাবি তুলল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। রবিবার দুপুরে ডেবরা বাজারে ফুটপাত ব্যবসায়ী, ট্যাক্সি মালিক ও পণ্য খালাসকারী শ্রমিকদের নিয়ে এক সভায় উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক রাধাকান্ত মাইতি, ব্লক তৃণমূল সভাপতি রতন দে, জেলা পরিষদ সদস্য সেলিমা বিবি। সভা থেকে ব্লকে আইএনটিটিইউসি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ব্লক তৃণমূল সদস্য সজল দাসকে। এ দিনই ‘বাজার ব্যবসায়ী সমিতি ও লোডিং-আনলোডিং লেবার ইউনিয়ন’ গঠিত হয়।
ওই এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে উড়ালপুল তৈরি ও রাস্তা সম্প্রসারণের কাজ করছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এর ফলে ফুটপাতের প্রায় ৩০০টি গুমটি দোকানের মালিক ও কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। ব্যবসায়ীদের অভিযোগ, অনেককেই উচ্ছেদ করা হয়েছে। এই পরিস্থিতিতেই পুনর্বাসনের দাবি। ফুটপাতের চা দোকানি জগদীশ দে, পান দোকানি অজয় সিংহরা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছি। এখন যে ভাবে রাস্তা সম্প্রসারণ হচ্ছে তাতে এখানে বসে ব্যবসা করতে পারব না। আমাদের ব্যবসার জন্য নির্দিষ্ট জায়গা দেওয়া হোক।” একই দাবি তুলেছেন ট্যাক্সি মালিকেরাও। ট্যাক্সি মালিক অসিত সিংহ বলেন, “রাস্তা সম্প্রসারণ হোক আমরাও চাই। কিন্তু আমাদের গাড়ি রাখার নির্দিষ্ট জায়গা দিতে হবে।” এ দিনের সভায় অসংগঠিত পণ্য খালাসকারী শ্রমিকদের নির্দিষ্ট মজুরির দাবিও জানানো হয়।
সদ্য দায়িত্বপ্রাপ্ত আইএনটিটিইউসি নেতা সজল দাস বলেন, “আমরা সড়ক সম্প্রসারণের বিরোধী নই। কিন্তু ফুটপাতের ওই ব্যবসায়ী ও ট্যাক্সি চালকেরা যাতে নির্দিষ্ট জায়গা পান, সেই দাবি জানাচ্ছি। জেলাশাসকের কাছে দাবি জানাব।” স্থানীয় তৃণমূল বিধায়ক রাধাকান্ত মাইতির আশ্বাস, “জায়গা পেতে কোনও সমস্যা হবে না।” বিষয়টি তাঁকে জানালে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক গুলাম আলি আনসারিও। জেলা সম্মেলন। জীবিকা সেবক কর্মচারী ফেডারেশনের পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন হয়েছে শনিবার। মেদিনীপুর জেলা পরিষদ হলে সম্মেলনের। উদ্বোধন করেন ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের জেলা যুগ্ম আহ্বায়ক সুব্রত সরকার। বিভিন্ন ব্লকের ২২৫ জন জীবিকা সেবক উপস্থিত ছিলেন। জীবিকা সেবকদের বিভিন্ন সমস্যা এবং দাবি নিয়ে আলোচনা হয়। চুক্তি প্রথা বিলোপ করে জীবিকা সেবকদের রাজ্য সরকারের গ্রুপ সি কর্মচারীর মর্যাদা দেওয়া, প্রতিটি পঞ্চায়েতে জীবিকা সেবক নিয়োগ-সহ বেশ কিছু দাবিতে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত হয়েছে শনিবার এই সম্মেলনে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.