টুকরো খবর
নারায়ণগড়ে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ
সিপিএম পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বোর্ড উল্টে দেওয়ার হুঁশিয়ারি দিল তৃণমূল। রবিবার বিকেলে নারায়ণগড় ব্লকের মকরামপুর গ্রাম পঞ্চায়েতের বেল্টিতে তৃণমূলের সভা হয়। ব্রিগেড সমাবেশের প্রস্তুতি হিসেবেই সভার আয়োজন। উপস্থিত ছিলেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ, ব্লক তৃণমূল সভাপতি মিহির চন্দ। রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের বিধানসভা এলাকা নারায়ণগড়ে এখনও সিপিএমের প্রভাব রয়েছে। এ দিনের সভায় তৃণমূল নেতারা আগাগোড়া সিপিএমের সমালোচনায় সরব ছিলেন। ১৫টি আসনের মধ্যে ১৪টিতে জিতে মকরামপুর পঞ্চায়েত দখল করে সিপিএম। এ দিন দুই গ্রাম পঞ্চায়েত সদস্য সুকুরমণি সিং, কৌশল্যা ভক্তা ও পঞ্চায়েত সমিতির সদস্য নারায়ণচন্দ্র শিটে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন। জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি প্রদ্যোৎবাবু বলেন, “আরও অনেকে আসতে চাইছেন। কিছুদিনের মধ্যেই আমরা এই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করব।” দলবদল প্রসঙ্গে সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হরেকৃষ্ণ রাণা বলেন, “ওই পঞ্চায়েত সদস্যরা বাধ্য হয়ে দল ছেড়েছেন। ওঁদের উপর তৃণমূলের সন্ত্রাস ও চাপ চলছিল।”

কর্মী সম্মেলন
বন উন্নয়ন নিগমের টাকা তছরুপ, অবৈধ ভাবে কর্মী নিয়োগ, কর্মীদের সুযোগ-সুবিধে কমানো-সহ নানা অভিযোগে সরব হল ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন। রবিবার খড়্গপুরের প্রেমবাজার ইকো-পার্ক সংলগ্ন বন উন্নয়ন নিগমের কার্যালয়ের সামনে কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সম্পাদক সত্যেন বন্দ্যোপাধ্যায়, আহ্বায়ক মদনমোদন ভট্টাচার্য, নেতা দিলীপ সরখেল প্রমুখ। সংগঠনের উপদেষ্টা হিসেবে তৃণমূল নেতা অপূর্ব ঘোষের নাম ঘোষণা করা হয়। বন উন্নয়ন নিগমের খড়্গপুরের এই শাখাটি দক্ষিণ বিভাগের আওতাভুক্ত। দক্ষিণ বিভাগের মধ্যেই রয়েছে গড়পঞ্চকোট, মুকুটমণিপুর, বাঁদরভুলার মতো পর্যটন কেন্দ্র। সংগঠনের অভিযোগ, বিভাগের একাংশ বাম ঘেঁষা আধিকারিক পছন্দ মতো কর্মী নিয়োগ করছেন।

বাম সংগঠনের সমাবেশ
সমাবেশে বিশিষ্টজনেরা। ছবি: সৌমেশ্বর মণ্ডল।
গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা-সহ নানা দাবিতে রবিবার মেদিনীপুর শহরে এক সমাবেশ হয়। পশ্চিম মেদিনীপুর জেলার কেন্দ্রীয় সাংস্কৃতিক সংগঠনসমূহ, গ্রুপ থিয়েটার এবং লিটল ম্যাগাজিন-এর উদ্যোগে কলেজ মোড়ের সামনে রবীন্দ্রমূর্তির পাদদেশে এই সমাবেশে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ রতন খাসনবিশ, সাহিত্যিক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কিন্নর রায়, প্রাক্তন সংস্কৃতি মন্ত্রী অঞ্জন বেরা প্রমুখ। লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মীদের সমাবেশ থেকে ‘এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার’, এই আহ্বান জানানো হয়। উদ্যোক্তাদের মতে, রাজ্যে একের পর এক অনভিপ্রেত ঘটনা ঘটছে। মেয়েদের উপর অত্যাচার হচ্ছে। মেদিনীপুর শহরেও সম্প্রতি গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে। অভিযোগ, অপরাধ দমনে পুলিশ-প্রশাসন যথেষ্ট সক্রিয় নয়। এ সবের প্রতিবাদেই এ দিনের সমাবেশ।

মুকুলের নির্দেশ
তৃণমূল জেলা কমিটিতে আসতে চলেছেন প্রাক্তন কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব। তাঁকে দলের জেলা সম্পাদক করা হবে। আর দলের প্রাক্তন শহর সভাপতি সুকুমার পড়া জেলা সাধারণ সম্পাদক হচ্ছেন। তিনি আগে থেকেই জেলা কমিটিতে ছিলেন। দলীয় সূত্রে খবর, তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়কে এই নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। পুরভোটের পর শহর সভাপতি পদে ইস্তফা দেন সুকুমারবাবু। নতুন শহর সভাপতি হন আশিস চক্রবর্তী। তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে মেদিনীপুর পুরসভা দখল করেথে ঠিকই, তবে ফল খুব ভাল হয়নি। এই প্রেক্ষিতে ইস্তফা দেন সুকুমারবাবু। যদিও তা অপসারন না অব্যাহতি, তা নিয়ে বিতর্ক রয়েছে। এরই মধ্যে সাংগঠনিক রদবদলের নির্দেশ এসে পৌঁছেছে জেলায়।

শিশুমৃত্যু ঘিরে উত্তেজনা
শিশুর মৃত্যু ঘিরে রবিবার দুপুরে চাঞ্চল্য ছড়ায় মেদিনীপুর শহরের মিঞাবাজার এলাকায়। আট মাসের ওই শিশুর নাম অনিকেত সাউ। জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, শ্বাসনালিতে কিছু আটকে গিয়েই শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে ওই শিশু স্থানীয় এক কেন্দ্রে পালস পোলিও টীকা নিতে গিয়েছিল। তারপর বাড়ি ফিরে আসে। খাবার খাওয়ার পর দুপুরে খিঁচুনি শুরু হয়। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিত্‌সক। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ এবং স্বাস্থ্য দফতরের দল। পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা বলেন, “শিশুটির শ্বাসনালিতে কিছু আটকে গিয়েছিল। তারফলেই এ ঘটনা ঘটে।”

শহরে মিছিল ডিওয়াইএফের
জিন্দলদের ইস্পাত প্রকল্প বাস্তবায়িত করার দাবিতে পথে নামল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফ। সংগঠনের ডাকে রবিবার মেদিনীপুর শহরে মিছিল হয়। নেতৃত্ব দেন ডিওয়াইএফের জেলা সম্পাদক দিলীপ সাউ। মিছিল থেকে সারদা কাণ্ডে সিবিআই তদন্ত, ছাঁটাই হওয়া সিভিক পুলিশদের পুনর্বহাল, গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর দাবিও জানানো হয়। ডিওয়াইএফের জেলা সম্পাদক দিলীপবাবু বলেন, “কাজের ভুয়ো ঘোষণা নয়, আমরা বেকার যুবকদের হাতে কাজ দেখতে চাই। কিন্তু, রাজ্য সরকার কাজ দিতে পারছে না। শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে।” বিশৃঙ্খলা তৈরি করে গণতান্ত্রিক পরিবেশ নষ্টের চেষ্টা হলে প্রতিবাদ-আন্দোলন তীব্র হবে বলেও তাঁর হুঁশিয়ারি।

স্কুলকে সাহায্য
লোয়াদা হাইস্কুলকে অর্থ সাহায্য করলেন প্রাক্তন ছাত্র সৈয়দ শরিফ নওয়াজ। বাবা সৈয়দ খোদা নওয়াজের স্মৃতিতে তিনি এই সাহায্য করেন। শনিবার এক অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক সুব্রত পণ্ডিতের হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দেন শরিফ। প্রধান শিক্ষক বলেন, “এই টাকার সুদে প্রতি বছর ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রথম স্থানাধিকারীকে পুরষ্কৃত করা হবে।”

কৃষি মেলা
বিনপুর- ১ ব্লকের (লালগড়) মাটি, কৃষি, উদ্যান পালন, মত্‌স্য প্রাণী সম্পদ মেলা শুরু হল রবিবার। লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়ের মাঠে মেলা চলবে কাল, মঙ্গলবার পর্যন্ত। এ দিন মেলার উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.