|
|
|
|
ফের জঙ্গি হানায় অসমে নিহত বাঙালি ব্যবসায়ী
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি ও গুয়াহাটি |
বাসে হামলা চালিয়ে সেরফাংগুড়িতে শুক্রবার রাতে ৫ জনকে খুন করার পরে শনিবার অসমে এক ব্যবসায়ীকেও গুলি করে হত্যার অভিযোগ উঠল এনডিএফবি (সংবিজিত) গোষ্ঠীর বিরুদ্ধে। ওই ব্যবসায়ীর নাম গৌর কুণ্ডু (৭১)। বাড়ি কোকরাঝাড় জেলার বগরিবাড়িতে। শোনিতপুরে বিক্রম রাই নামে এক ব্যবসায়ীকেও গুলি করে জঙ্গিরা। গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এই দু’জনই দাবি মতো টাকা না দেওয়ায় জঙ্গিদের রোষের শিকার হয়েছেন বলে অনুমান পুলিশের। শনিবার চিরাং জেলার পানবাড়িতে জঙ্গিদের গুলিতে মারা যান ইমরান আলি নামে এক ব্যক্তি। সে দিনই উদালগুড়ি জেলার অম্বাগাঁওতেও জঙ্গি হামলায় মারা গিয়েছেন বিক্রম সিংহ। বিক্রমবাবু পেশায় নাপিত। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই জঙ্গিদের হাতে ৮ জন মারা গেলেন। জখমের সংখ্যা ৯।
শনিবার রাত ১১টা নাগাদ বগরিবাড়ি থানার মংলাঝড়া গ্রামে গৌরবাবুকে ঘুম থেকে তুলে খুন করে দুই জঙ্গি। মংলাঝড়া বাজারে তাঁর একটি ছোট মুদির দোকান রয়েছে। একটি বাইকে করে দুই জঙ্গি এসে তাঁকে ঘুম থেকে ডেকে তুলে খুব কাছ থেকে একে-৪৭ রাইফেল দিয়ে গুলি করে পালিয়ে যায়। কোকরাঝাড়ের পুলিশ সুপার সুনীল কুমার জানান, ঘটনার সঙ্গে আলোচনা বিরোধী এনডিএফবি (সংবিজিত) গোষ্ঠীর জঙ্গিরা জড়িত। জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। জেলার সমস্ত থানাগুলিকে সর্তক করার পাশাপাশি সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। সর্তক রাখা হয়েছে সেনা জওয়ানদেরও।
অসমের শোণিতপুর জেলার বাতাসিপুরে ব্যবসায়ী বিক্রম রাইয়ের কাছে কয়েকদিন আগে এনডিএফবি (সংবিজিৎ গোষ্ঠী) জঙ্গিরা তোলা চেয়েছিল। তিনি টাকা দিতে অস্বীকার করেন। আজ সকালে মোটরসাইকেল সওয়ার দুই সশস্ত্র জঙ্গি তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি করে পালায়। পিঠ ও হাতে গুলি লাগে তাঁর। বিক্রমবাবুকে তেজপুর কনকলতা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে তাঁকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সেরফাংগুড়িতে নিহত ৫ বাসযাত্রীর পরিজনদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে বিহার সরকার। দেহগুলি বিহারে ফেরত নিয়ে যেতে অসম সরকারের কাছে সাহায্যের আবেদন করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। অসম সরকারও নিহতদের নিকটাত্মীয়দের ৩ লক্ষ টাকা ও জখমদের ১ লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে। |
|
|
|
|
|