শনি ও রবিবার ছুটি চালু করে, সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক খোলা রাখার দাবি জানাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসার্স অ্যাসোসিয়েশন (বেঙ্গল সার্কেল)। শনিবার এমনিতে প্রায় সব ব্যাঙ্কই অর্ধেক খোলা। গ্রাহকের সুবিধার জন্য নানা মহল থেকে রবিবারও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক খোলা রাখার পক্ষে সওয়াল করা হচ্ছে বহু দিন ধরেই। এ দিন সেই পরিপ্রেক্ষিতেই সংগঠনের বার্ষিক সাধারণ সভায় তোলা হয় এই দাবি।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কল্যাণব্রত ভৌমিক জানান, সাত দিন খোলা রেখে গ্রাহক বা ব্যাঙ্ক, কারও যে লাভ হবে না, সেটা ইতিমধ্যেই প্রমাণিত। তাঁর দাবি, অতীতে স্টেট ব্যাঙ্কের কিছু শাখা পরীক্ষামূলক ভাবে সপ্তাহে ৭ দিনই পুরো সময় খুলে রাখা হয়েছিল। কিন্তু তা লাভজনক হয়নি।
এমনকী শনিবার অর্ধেক খোলা রেখে ব্যাঙ্কের খরচ যতটা বাড়ে, ততটা ব্যবসা হয় না। বরং কল্যাণবাবুর মতে, গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সপ্তাহে পাঁচ দিন লেনদেনের সময়সীমা কিছুটা বাড়ানো যেতে পারে। এ দিন দৈনিক কাজের সময় নিয়েও যথাযথ বিধি তৈরির দাবি তুলেছে সংগঠন। সংগঠনের অন্য দাবিগুলি ছিল: বাড়তি কাজের চাপ কমানো, নতুন শাখায় অসংখ্য শূন্য পদে দ্রুত অফিসার-কর্মী নিয়োগ ইত্যাদি। কল্যাণবাবু বলেন, দাবিগুলি মানা হলে কর্মী দক্ষতা বাড়বে। সেভিংস, রেকারিং অ্যাকাউন্ট বা স্থায়ী আমানত প্রকল্পের মতো ব্যাঙ্কের মূল ব্যবসায় জোর দেওয়ার দাবিও উঠেছে। কারণ অভিযোগ, মিউচুয়াল ফান্ডের মতো আর্থিক প্রকল্পে নজর বেশি দেওয়ায় মূল ব্যবসা কম গুরুত্ব পাচ্ছে। এ দিন সভায় উপস্থিত কলকাতায় এসবিআই সদর দফতরের সিজিএম সুনীল শ্রীবাস্তব ব্যাঙ্কের ব্যবসা বাড়াতে কর্মীদের পরিবার হিসেবে কাজ করার কথা বলেন। |