আর্থিক ফলাফলে খুশি বাজার
কাল দেখে যদি বলা যায় দিনটা কেমন যাবে, তবে বলতে হবে, তৃতীয় ত্রৈমাসিক কোম্পানি ফলাফল ভালই হবে। অন্ততপক্ষে প্রথম দিকে প্রকাশিত ফলাফল দেখে তাই মনে হবে।
গত সপ্তাহে আশার তুলনায় ভাল ফলাফল উপহার দিয়েছে প্রথম সারির একগুচ্ছ কোম্পানি। ইনফোসিসের পর এই তালিকায় আছে টি সি এস, উইপ্রো এবং এইচ সি এল টেক-এর মতো নামী তথ্যপ্রযুক্তি কোম্পানি। ব্যাঙ্কিং ক্ষেত্রে আকর্ষণীয় ফলাফল উপহার দিয়েছে এইচ ডি এফ সি ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্ক। যে-রকম আশা করা হয়েছিল মোটামুটি সেই রকমই আয় এবং লাভের খবর প্রকাশ করেছে বৃহত্তম বেসরকারি কোম্পানি রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। লাভ বেড়েছে ফেডারেল ব্যাঙ্কেরও। ভাল ব্যবসার দৌড়ে পিছিয়ে নেই আই টি সি-ও।
প্রথম সারির বেশ কিছু ভাল ফলাফল হাতে এলেও মনে রাখতে হবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক-সহ একগুচ্ছ সরকারি কোম্পানি এবং বেশির ভাগ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানির এখনও ফল প্রকাশ করতে বাকি। বড়দের মধ্যে ও এন জি সি, স্টেট ব্যাঙ্ক, এল অ্যান্ড টি, হিন্দুস্তান ইউনিলিভার, টাটা স্টিল, টাটা মোটরস ইত্যাদি কোম্পানির ফলাফল এখনও বাজারের অজানা। অর্থাৎ এখনই বলা যাচ্ছে না অক্টোবর থেকে ডিসেম্বরের কোম্পানি ফলাফল মোটের উপর কেমন হবে। অর্থনীতির যা হাল ছিল, তাতে বিরাট কিছু অবশ্য বাজার আশা করছে না। তবে এখনও পর্যন্ত ফলাফলে বাজার খুশি।
নজরকাড়া ফলাফল উপহার দিয়েছে দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি কোম্পানি টাটা কনসালট্যান্সি সার্ভিসেস বা টি সি এস। বাজারের আশাকে ছাপিয়ে কোম্পানি প্রকাশ করেছে ৫৩১৪ কোটি টাকার লাভের খবর, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৯.৬ শতাংশ বেশি। বাজারের আশা ছিল কোম্পানির নিট মুনাফা ৪৫ শতাংশ বাড়তে পারে। গত তিন মাসে কোম্পানির আয় ১৬,০৭০ কোটি টাকা থেকে বেড়ে পৌঁছেছে ২১,২৯৪ কোটি টাকায়। সংস্থার আশা, ২০১২-’১৩ সালের তুলনায় ২০১৩-’১৪ সালের ফলাফল অনেকটা ভাল হবে। বিশ্ব অর্থনীতিতে প্রাণ ফেরার এটি একটি ইঙ্গিত। চলতি বছরে টি সি এস-এ চাকরি পাবেন ৫৫,০০০ প্রযুক্তিবিদ। কোম্পানির মোট কর্মী সংখ্যা এখন ২,৯০,৭১৩। এইচ সি এল টেকনোলজিস-এর নিট লাভ ৫৮.৪ শতাংশ বেড়ে পৌঁছেছে ১৪৯৬ কোটি টাকায়। ৩৫.৫ শতাংশ লাভ বেড়েছে আই-গেট কর্পোরেশনেরও। ফলাফলের প্রতিযোগিতায় খুব পিছিয়ে নেই আর এক নামী তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রোও। গত তিন মাসে কোম্পানির নিট লাভ ২৭ শতাংশ বেড়ে পৌঁছেছে ২০১০ কোটি টাকায়।
আই টি সি-র লাভ বেড়েছে ১৬.২৫ শতাংশ। কোম্পানি ৮৬২৩ কোটি টাকার নিট বিক্রিতে ভর করে ঘরে তুলেছে ২৩৮৫ কোটি টাকার নিট মুনাফা। এইচ ডি এফ সি ব্যাঙ্কের লাভ ২৫ শতাংশ বেড়ে পৌঁছেছে ২৩২৬ কোটি টাকায়। বেসরকারি অ্যাক্সিস ব্যাঙ্কের মুনাফাও বেড়েছে ১৯ শতাংশ। টাকার অঙ্কে লাভ হয়েছে ১৬০৪ কোটি টাকা।
বাজারে এখন নতুন লগ্নি প্রকল্পের ছড়াছড়ি। একই সঙ্গে চলছে করমুক্ত বন্ড এবং উঁচু সুদযুক্ত করযোগ্য বেশ কয়েকটি অ-রূপান্তরযোগ্য ডিবেঞ্চার ইস্যু। খোলা আছে রিজার্ভ ব্যাঙ্কের ইনফ্লেশন ইনডেক্সড বন্ড ইস্যু। এতগুলি ইস্যু মোটা টাকা শুষে নিচ্ছে বাজার থেকে। ইক্যুইটি বাজারের জন্য এটি অবশ্যই আনন্দের খবর নয়।
পাশাপাশি, বাজারে আসতে শুরু করেছে কর সাশ্রয়কারী নানা প্রকল্প। অনেক প্রতীক্ষার পর অবশেষে করমুক্ত বন্ড নিয়ে হাজির হয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি (এন এইচ এ আই)। ১০ এবং ১৫ বছরের বন্ড ছেড়েছে এন এইচ এ আই। ব্যক্তিগত ছোট লগ্নিকারীদের জন্য সুদের হার যথাক্রমে ৮.৫২ এবং ৮.৭৫ শতাংশ। এই সুদ পুরোপুরি করমুক্ত। এরই মধ্যে ভাল সাড়া পড়েছে এই ইস্যুতে। ‘ট্রিপল এ’ রেটিংযুক্ত ইস্যুটি ৫ ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকার কথা। এ ছাড়া এখন বাজারে আছে রেলওয়ে ফিনান্স কর্পোরেশনের (‘এএএ’ রেটিংযুক্ত) করমুক্ত বন্ড ইস্যুটিও। বন্ডে লগ্নির জন্য সময়টি অতি উত্তম।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.