টুকরো খবর
গ্রাহক পরিষেবায় জোর দিয়ে ভারতে ২২% বিক্রি বাড়াল জেএলআর
সদ্য পেরিয়ে আসা ২০১৩ সালে ভারতে ২২% বিক্রি বাড়িয়েছে টাটা মোটরসের জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর)। অর্থাৎ সংখ্যার হিসেবে এ দেশের বাজারে বিক্রি হয়েছে তাদের ২,৯১৩টি গাড়ি। সম্প্রতি এই পরিসংখ্যান প্রকাশ করে সংস্থা জানিয়েছে, নতুন মডেল এনে, ডিলারের সংখ্যা আরও বাড়িয়ে এবং গ্রাহকদের অন্যান্য বাড়তি সুবিধা দিয়েই বিক্রি এতটা বাড়ানো সম্ভব হয়েছে। এই প্রসঙ্গে জেএলআর ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট রোহিত সুরি বলেন, “আমরা গাড়ি কেনার পরের পরিষেবা আরও উন্নত করতে ডিলারের সংখ্যা বাড়িয়েছি। নজর দিয়েছি হাতফেরতা জাগুয়ার ও ল্যান্ড রোভার গাড়ির দাম বাড়ানোর উপর। এ সবের আকর্ষণে গ্রাহকরা বারে বারে আমাদের কাছে আসতে বাধ্য হচ্ছেন।” প্রসঙ্গত, গত বছর সংস্থা জাগুয়ার ব্র্যান্ডে এ দেশের বাজারে এনেছে ২.২ লিটার ডিজেল ইঞ্জিনের জাগুয়ার এক্সএফ, ওই গাড়িরই ২.০ লিটার পেট্রোল ইঞ্জিন সংস্করণ ও স্পোর্টস কার এফ-টাইপ। ল্যান্ড রোভার ব্র্যান্ডে আনা হয়েছে নতুন রেঞ্জ রোভার স্পোর্ট। এ দেশে জাগুয়ার এক্সএফ, এফ-টাইপ, রেঞ্জ রোভার স্পোর্ট ছাড়াও জেএলআর-এর অন্যান্য গাড়ির মধ্যে রয়েছে, জাগুয়ার এক্সজে, জাগুয়ার এক্সকে, রেঞ্জ রোভার, রেঞ্জ রোভার ইভোক, ডিসকভারি ৪ এবং ফ্রিল্যান্ডার ২। ১৭টি শহর জুড়ে রয়েছে তাদের গাড়ির ১৯টি শোরুম।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠক
২২-২৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলা বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দেবেন ১২৫ জনেরও বেশি ভারতীয় প্রতিনিধি। তাঁদের মধ্যে আছেন পদস্থ সরকারি কর্তা থেকে শুরু করে প্রথম সারির সংস্থার সিইও, সংবাদ মাধ্যম ও সমাজের বিশিষ্ট নাগরিকেরা। সুইৎজারল্যান্ডের দাভোস-ক্লস্টার্স-এ বসবে ওই সম্মেলন। অর্থনীতির হাল ফেরাতে কী কী পদক্ষেপ করা হয়েছে, ভারতীয়রা সেটাই তুলে ধরবেন।

বিশেষ চিমনি
রান্নাঘরের জন্য বাজারে ‘ক্যাপ্স’ ব্র্যান্ডের চিমনির সম্ভার আনল ক্যাপ্স ইন্ডিয়া। তাদের দাবি, রিমোট কন্ট্রোলে এগুলিকে চালানো যাবে। গ্যাস লিক করলেও, তা আপনা থেকেই ধরা পড়বে। চিমনিগুলি পোকামাকড়ও আসতে দেবে না বলে দাবি সংস্থার। সে জন্য এগুলিতে বিশেষ সেন্সর ব্যবস্থা রয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.