বীরভূমের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের জন্য একটি বিশেষ বাস সার্ভিস চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এসবিএসটিসি)। যাত্রী পিছু মাত্র ২১০ টাকার প্যাকেজ ট্যুরের ওই নতুন বাস সার্ভিসটি বাসটি সপ্তাহে চার দিন চালু থাকবে। শনিবার সকালে তার উদ্বোধন করে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান তমোনাশ ঘোষ বলেন, “তারাপীঠে দূর দূরান্ত থেকে সাধারণ তীর্থযাত্রী আসেন। তাঁদের অনেকেরই বীরভূমের বিভিন্ন পীঠস্থান এবং দর্শনীয় জায়গাগুলি ঘুরে দেখার ইচ্ছে থাকলেও সাধ্যে কুলোয় না। আমরা তাই অল্প টাকায় ওই জায়গাগুলি ভ্রমণের ব্যবস্থা করেছি।” পাশাপাশি এ দিনই বন্ধ হয়ে যাওয়া তারাপীঠ-কলকাতা-দিঘা রুটের বাসটিও ফের চালু হয়েছে। |
সংস্থা সূত্রে খবর, সপ্তাহে এক দিন অন্তর তারাপীঠ বাস স্ট্যান্ড থেকে সকাল ৭টা ৪৫ মিনিটে বাসটি যাত্রা শুরু করে নলহাটেশ্বরী মন্দির, বক্রেশ্বর, শান্তিনিকেতন, কঙ্কালীতলা, লাভপুরের কালকেতু-ফুল্লরা মন্দির এবং সাঁইথিয়ার নন্দকেশ্বরী মন্দির ঘুরে ফের সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ তারাপীঠে পৌঁছবে। সংস্থার কলকাতা ও দুর্গাপুর ডিভিশন্যাল ম্যানেজার প্রণবকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রথমে একটি বাস চালু করা হয়েছে। তেমন সাড়া মিললে তাড়াতাড়িই আরও একটি বাস চালু করা হবে।” এ দিকে, মাস দু’য়েক আগে তারাপীঠ থেকে কলকাতা হয়ে দিঘা যাওয়ার জন্য একটি বাস চালু হয়েছিল। কিন্তু বাসটি বহরমপুর হয়ে যাওয়ায় যাত্রীদের একটি বড় অংশই তাতে আপত্তি করেন। মাঝে কিছু দিন বন্ধ থাকার পরে তারাপীঠ থেকে ভায়া সিউড়ি হয়ে কলকাতা-দিঘা রুটে ওই বাসটি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তমোনাশবাবু বলেন, “তারাপীঠ-কলকাতা রুটে বাস চালু করার প্রস্তাব এসেছে। তা নিয়ে বিবেচনা চলছে।” উদ্বোধনে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস বিধায়ক অসিত মাল। |