টুকরো খবর
স্টেশনে মৃত্যু
অসুস্থ হয়ে স্টেশনের প্ল্যাটফর্মে পড়েছিলেন। কিন্তু চিকিৎসক আসার আগেই মৃত্যু হল বছর চল্লিশের অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির। রবিবার রাতে রামপুরহাট স্টেশনের ঘটনা। রামপুরহাট জিআরপি-র ইনচার্জ বিকাশ মুখোপাধ্যায় বলেন, “ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পেয়েই রেলের চিকিৎসককে ডেকে পাঠাই। ঘটনাস্থলে পৌঁছলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।”

৭০-এ পা
ভারতীয় গণনাট্য সঙ্ঘের ৭০ বছর উদযাপন করল সংস্থার বীরভূম জেলা কমিটি। রবিবার সংস্থার উদ্যোগে বোলপুর পুরসভার উৎসব মঞ্চে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ১টা ৩০ থেকে পথনাটিকা, শ্রুতিনাটক, একাঙ্ক নাটক প্রভৃতি হয়। পাশাপাশি ভারতীয় গণনাট্য সঙ্ঘের ৭০ বছর উদযাপন এবং সুস্থ সংস্কৃতি নিয়ে একটি আলোচনাসভাও হয়।

স্কুলে অনুষ্ঠান
৫০ বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করল মহম্মদবাজারের ডামড়া হাইস্কুল। গত শুক্র ও শনিবার ওই অনুষ্ঠান হয়। প্রধান শিক্ষক নিখিলকুমার মণ্ডল জানান, প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের অনুষ্ঠান ছাড়াও সিউড়ির আনন গোষ্ঠীর নাটক ও বিশিষ্ট শিল্পী অতনু বর্মনের একক অনুষ্ঠান দর্শকদের মন জয় করেছে।

কোথায় কী

গীতাঞ্জলি সংস্কৃতি অঙ্গন


হস্তশিল্প প্রদর্শনীর মেলা ‘নবান্ন’। বোলপুরে শনিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত।
পূর্বাঞ্চল-সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে শিল্পীরা হস্ত ও কুটির শিল্পের নানা পসরা নিয়ে বসেছেন।
আছে পিঠে পুলি-সহ নানা খাবারের স্টলও। মেলা উপলক্ষে থাকছে লোকসংস্কৃতির
নানা অনুষ্ঠান। সময়: রোজ সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

বিশ্বভারতী


জাতীয়স্তরে আলোচনাচক্র। বিষয়: ভারতীয় সাহিত্যের সাম্প্রতিক প্রবণতা। স্থান: নব নির্মিত ভাষা-বিদ্যা ভবন।
সময়: সকাল ১০টা। আয়োজক: বিশ্বভারতীর বাংলা বিভাগ। সহযোগিতায় রবীন্দ্রভারতীর
বঙ্কিমচন্দ্র তুলনামূলক ভারতীয় সাহিত্য চর্চাকেন্দ্র।

পুরনো মেলার মাঠ

দেবেন্দ্রনাথ ঠাকুরের ট্রাস্ট ডিড-এর ১২৫ বছর পূর্তি উপলক্ষে দু’দিনের সর্ব ধর্ম সম্মেলন।
আয়োজক: শান্তিনিকেতন চ্যারিটেবল ট্রাস্ট। থাকবেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বামী আত্মপ্রিয়ানন্দ, বিশ্বভারতীর
উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত। সময়: সকাল সাড়ে ৯টা।

ছন্দে ছন্দে
ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়।
শনি ও রবিবার সিউড়ির সিধো কানহু মঞ্চে হয়ে গেল ‘বীরভূম লোকসংস্কৃতি উৎসব’। জেলার লোকসংস্কৃতির নানা আঙ্গিকের পাশাপাশি পুরুলিয়ার ছৌ, ঝুমুর, মালদহের মানব পুতুল নাচ প্রভৃতি পরিবেশিত হয়। শনিবার উদ্বোধন করেন রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাস। স্থানীয় লোবা বাবুপাড়ার রজন বাদ্যকার গোষ্ঠীর ঢোল শুনে মন্ত্রী বলেন, “ঢোল ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে। ওই শিল্পীদের কী ভাবে নানা সুযোগ দেওয়া যায়, তা নিয়ে রাজ্য ভাবছে।” মন্ত্রীকে কাছে পেয়ে এ জেলায় একটি ‘বাউল অ্যাকাডেমি’ গড়ার প্রস্তাব দেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) বিধান রায়।

শিশু উদ্ধার
এক মাসের এক শিশুকন্যাকে কাঞ্চনপুরে জঙ্গল লাগোয়া রাস্তার পাশ থেকে উদ্ধার করল বাঁকুড়া সদর থানার পুলিশ। শনিবারের ঘটনা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.