সকালে ট্রেনের দাবি যাত্রীদের
নিজস্ব সংবাদদাতা • কালনা |
রেলের নিত্যযাত্রী সংগঠনের নবম দ্বি-বার্ষিক সম্মেলন হয়ে গেল কালনা শহরের মহারাজা উচ্চ বিদ্যালয়ে। রবিবার হাওড়া-কাটোয়া সুবারবান প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের ওই সম্মেলনে নিত্যযাত্রীদের নানা চাহিদার কথা উঠে আসে। নৈহাটি-ব্যান্ডেল ট্রেনটিকে কালনা পর্যন্ত সম্প্রসারণ, অম্বিকা কালনা স্টেশনের পরে ডবল লাইন চালু, কাটোয়া-শিয়ালদহ ট্রেন, গরিব রথ-সহ অন্যান্য এক্সপ্রেসগুলি কালনা স্টেশনে দাঁড়ানো ইত্যাদি দাবিও ওঠে। সংগঠন সূত্রে জানা গিয়েছে, সকালের দিকে কাটোয়া-শিয়ালদহ ট্রেন চালুর বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ দিন সংগঠনের তরফে স্টেশন থেকে মহারাজা উচ্চ বিদ্যালয় পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিলেন বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, উপ-পুরপ্রধান দেবপ্রসাদ বাগ প্রমুখ। দাবিগুলি হাওড়া ডিভিশনের ডিআরএমকে জানানো হবে বলেও সংগঠনের সদস্যেরা জানান।
|
হকারদের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কালনা |
হকারদের উপর রেল পুলিশের জুলুম বন্ধ, পুরনো হকারদের স্বীকৃতি-সহ ছ’দফা দাবিতে বিক্ষোভ দেখাল ব্যান্ডেল-কাটোয়া রেলওয়ে হকার্স ইউনিয়নের কালনা শাখা। রবিবার অম্বিকা কালনা স্টেশনে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের দাবি, হকারদের উপর আরপিএফ, জিআরপি কর্মীদের জুলুম বন্ধ করতে হবে, ৫০ বছরের বেশি পুরনো হকারদের স্বীকৃতি দিতে হবে, স্টেশনে দুষ্কৃতীদের দৌরাত্ম্য, কামরায় মাদক পাচার ও মহিলা কামরায় দুষ্কৃতীদের তাণ্ডব বন্ধ করতে হবে। সংগঠনের সাধারণ সম্পাদক জয়ন্ত মোদক জানান, দাবিগুলি স্টেশন ম্যানেজার ও কালনার বিধায়কের মাধ্যমে ডিআরএম-সহ রেলের বিভিন্ন আধিকারিকদের কাছে পাঠানো হবে।
|
কালনায় কৃষি মেলা
নিজস্ব সংবাদদাতা • কালনা |
কৃষি মেলা শুরু হল কালনা ২ ব্লকের নিয়ন্ত্রিত বাজার সমিতির কমপ্লেক্সে। রবিবার মেলার উদ্বোধন করেন জেলা সভাধিপতি দেবু টুডু। ছিলেন কালনা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি আলমগীর সাত্বার, বিধায়ক বিশ্বজিৎ কুণ্ড। মেলায় কৃষি, প্রাণিসম্পদ, ক্ষুদ্র ও কুটীর শিল্প ও স্বয়ম্ভর গোষ্ঠীর নানা স্টল বসেছে। রয়েছে কৃষিজাত পণ্যের প্রদশর্নীও। এছাড়াও কৃষিকাজে ব্যবহৃত নানা যন্ত্রাংশও রয়েছে। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, তিন দিনের মেলায় কৃষি নিয়ে সচেতনতামূলক আলোচনা শিবিরের আয়োজন রয়েছে। থাকবে স্বল্প মূল্যে মাটি পরীক্ষার ব্যবস্থাও।
|
কবিতা-আসর
নিজস্ব সংবাদদাতা • কালনা |
কবিতা পাঠের আসর বসল কালনা ২ ব্লকের নোয়াড়া-গোয়াড়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে। রবিবার সারা বাংলা রাইটার্স গিল্ডের উদ্যোগে ওই অনুষ্ঠান হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড়শো কবি, সাহিত্যিক হাজির হয়েছিলেন ওই অনুষ্ঠানে। তাঁদের অনেকেই স্বরচিত কবিতা পাঠা করেন। অনেকে আবার ওখানে বসেই কবিতা লেখেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা সভাধিপতি দেবু টুডু।
|