প্রথম দিনেই জমেছে স্বাস্থ্যমেলা। শনিবার দিনহাটার সংহতি ময়দানে বেলা গুহ দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ সমিতি এবং আইএমএর স্থানীয় শাখার উদ্যোগে দুই দিনব্যাপী ওই মেলা শুরু হয়েছে। পঞ্চাশ জনের বেশি চিকিৎসক এ দিন দিনভর তাঁরা চার হাজারের বেশি বাসিন্দার স্বাস্থ্যপরীক্ষা করেছেন বলে জানা গিয়েছে। আয়োজকদের তরফে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, “এবার মেলার চতুর্থ বষর্। স্বাস্থ্য পরীক্ষায় আগ্রহীদের ভিড় বেড়েই চলেছে।” কোচবিহার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী পূর্ণব্রহ্মানন্দ মহারাজ মেলার উদ্বোধন করেন।
|
খাবারের গুনগত মান খারাপের অভিযোগ তুলে অনশন করলেন কয়েকশো রোগী। ঘটনাটি ঘটেছে বেলুড় ইএসআই হাসপাতালে। পরে অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষের থেকে ভালো খাবারের প্রতিশ্রুতি পেয়ে রোগীরা অনশন তুলে নেন। যক্ষা রোগের চিকিৎসার জন্য রাজ্যের এক মাত্র ইএসআই হাসপাতাল বেলুড় চাঁদমারীর এই হাসপাতালটি। শুক্রবার সকাল থেকে হাসপাতালের প্রায় দুশো রোগী খাবার বয়কট করেন। অভিযোগ, সারা দিনে তাঁদের যে খাবার দেওয়া হয় তার গুণগত মান খুবই খারাপ। পরিমাণও ঠিকমতো নয়। এ দিন দুপুরে রোগীদের কয়েকজন স্থানীয় তৃণমূল নেতৃত্বকে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। স্থানীয় নেতা মেঘনাথ দাস বলেন, “খাবার দেওয়ার সময় এক জন চিকিৎসক ও এক জন রোগীর প্রতিনিধি রাখার জন্য কর্তৃপক্ষকে বলেছি।” অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, পুরনো ৫৫টাকা দরেই ঠিকাদার এখনও খাবার দিচ্ছে। তিন বছর আগে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কিন্তু নতুন টেন্ডার না হওয়া পর্যন্ত কিছু করা যাচ্ছে না।
|
ফেব্রুয়ারি মাসেই দেশের বাজারে স্তন ক্যান্সারের নতুন ওষুধ বিক্রি শুরু করতে চলেছে বায়োকন। বিদেশি সংস্থা রোশে-র তৈরি হার্সেপটিন ওষুধটির জেনেরিক সংস্করণ বাজারে আনবে বেঙ্গালুরু ভিত্তিক এই ওষুধ নির্মাতা। গত নভেম্বরেই মার্কিন মাইল্যান-এর সঙ্গে যৌথ উদ্যোগে এই নতুন ওষুধ তৈরি করার অনুমতি পেয়েছে বায়োকন। |