টুকরো খবর |
ব্যর্থ শিক্ষকরাই
নিজস্ব সংবাদদাতা • পটনা |
যোগ্যতা যাচাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হলেন না ২৭০০ চুক্তিভিত্তিক শিক্ষক। সরকারি নিয়ম মেনে তাঁদের চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নিল বিহার প্রশাসন। শিক্ষা দফতর সূত্রের খবর, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াতেন ওই শিক্ষকরা। তাঁদের যোগ্যতা যাচাই করতে পঞ্চম শ্রেণির পাঠক্রম অনুযায়ী প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষায় ওই শিক্ষকরা উত্তীর্ণ হতে পারেননি। তাই তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। |
অপহৃতরা এখনও আটকই |
মিজোরামের অপহৃত দু’জন গাড়ি চালকের মুক্তি ঘিরেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২৩ নভেম্বর মামিত জেলার ডাম্পারেংপুই গ্রাম থেকে দিল্লির টেলিকম সংস্থার কর্মী দীপ মণ্ডল ও স্থানীয় দুই গাড়ি চালককে অপহরণ করে ব্রু জঙ্গিরা। পুলিশ, বিএসএফ, সিআইডি, এসবি যৌথ অভিযান চালালেও তিন জনকে বাংলাদেশে রাখায় সমস্যা হচ্ছে। দু’দিন আগে অপহৃত দুই চালক পরিবারকে ফোনে জানান, তাঁদের ছেড়ে দিচ্ছে জঙ্গিরা। শনিবার পর্যন্ত তাঁদের ফেরার খবর আসেনি। মামিতের এসপি রোডিংলিয়ানা চাওংথু বলেন, “বাংলাদেশের ওই জঙ্গল এলাকায় ফোনের সিগন্যাল পাওয়া যায় না। মনে হচ্ছে, পুলিশের অভিযানকে বিপথে চালিত করতেই জোর করে গাড়িচালকদের দিয়ে ফোন করানো হয়।” চালকরা ফোনে দাবি করেছেন, দীপ ভালই রয়েছেন। |
চহ্বাণের অস্বস্তি |
ফের অস্বস্তিতে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বাণ। আদর্শ কেলেঙ্কারিতে অভিযুক্তদের নামের তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার জন্য বিশেষ আদালতে আবেদন জানিয়েছিল সিবিআই। শনিবার সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক এস জি দিঘে। এর আগে মহারাষ্ট্রের রাজ্যপালের কাছে চহ্বাণের বিরুদ্ধে মামলা করার অনুমতি চেয়েছিল সিবিআই। কিন্তু যথেষ্ট প্রমাণ না থাকায় অনুমতি দেননি রাজ্যপাল। সরকারি কৌঁসুলি জানান, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানাব রাজ্যপালকে। |
বাড়ি পেলেন |
অবশেষে বাড়ির সমস্যা মিটতে চলেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। দিল্লির নগরায়ণ মন্ত্রক তিলক লেনে তাঁকে বাড়ি দিচ্ছে। বাড়িটিতে তিনটি শোয়ার ঘর, বসার ঘর, খাওয়ার ঘর, পরিচারকদের জন্য দু’টি কোয়াটার্স এবং গ্যারাজ রয়েছে। এর আগে ভগবান দাস রোডে কেজরিওয়ালকে দু’টি ডুপ্লে অ্যাপার্টমেন্ট দেওয়া হয়েছিল। কিন্তু বিতর্কের কারণে তা নেননি মুখ্যমন্ত্রী। |
দুর্ঘটনায় মৃত ৫ |
কামরূপে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে বাইহাটা চারিয়ালিতে। পুলিশ জানায়, শিলিগুড়ি থেকে ইম্ফল যাচ্ছিল একটি গাড়ি। কলাজল এলাকায় একটি সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রেলিং-এ ধাক্কা মারে। গাড়ির সামনেটা দুমড়ে যায়। ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়। জখম শিশু-সহ ১১ জন। পরে হাসপাতালে এক জনের মৃত্যু হয়। |
|