টুকরো খবর |
শুরু উৎসব, ভাওয়াইয়া প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
রজত জয়ন্তী বর্ষের রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা শুরু হল বৃহস্পতিবার কোচবিহারের দেওয়ানহাটে। স্থানীয় হাইস্কুল প্রাঙ্গনে চার দিন ব্যাপী ওই উৎসবের সূচনা করেন পূর্ত দফতরের পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ। অনুষ্ঠানে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের প্রধান সচিব সঞ্জয় কৃষ্ণরাও থাডে, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইন্দ্রজিৎ রায়, জেলা পরিষদ সভাধিপতি পুষ্পিতা ডাকুয়া, জঁয়গা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মিহির গোস্বামী, জেলাশাসক মোহন গাঁধী প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী রবিবার পর্যন্ত উৎসব চলবে। এ দিন উদ্বোধনী পর্বের অনুষ্ঠানের শুরুতে বৈরাতি নৃত্য প্রদর্শন করেন স্থানীয় শিল্পীরা। রাজ্যের পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “ভাওয়াইয়া সংস্কৃতির প্রসারে মুখ্যমন্ত্রী ভাবে চেষ্টা করছেন। সেই লক্ষ্যেই চারদিন ব্যাপী উৎসবের আয়োজন হয়েছে। হারিয়ে যেতে বসা লোক সংস্কৃতির অনুষ্ঠানের ব্যবস্থাও উৎসব মঞ্চে থাকছে।” রাজ্য ভাওয়াইয়া উৎসব কমিটি সূত্রে জানা গিয়েছে, এবারে চটকা ও দরিয়া বিভাগ মিলিয়ে ১২৪ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। এ ছাড়াও বাংলাদেশ, অসম ও উত্তরবঙ্গের খ্যাতনামা শিল্পীদের অনুষ্ঠান উৎসবের বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে। রজত জয়ন্তী বর্ষে প্রতিযোগীদের সকলকেই ওই সুবিধের সঙ্গে ৫০০ টাকা করে সাম্মানিক দেওয়ার ব্যবস্থা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে সাত প্রবীণ লোকশিল্পী ও লোক সংস্কৃতি বিষয়ক লেখককে সংবর্ধনা জানানো হয়। উৎসব উপলক্ষে সরকারের বিভিন্ন প্রকল্প ও কোচবিহারের বাসিন্দাদের পুরানো দিনের ব্যবহৃত নানা সামগ্রীর প্রদর্শনীর ব্যবস্থা হয়। ভিড় সামলাতে উৎসবকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে জেলা পুলিশ।
|
হাসপাতাল থেকে নিখোঁজ কিশোরী
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
সরকারি হোমে অসুস্থ হয়ে পড়া এক কিশোরী মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিরুদ্দেশ হওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিকাল পাঁচটা নাগাদ ওই বাংলাদেশি কিশোরী মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পালিয়েছে বলে অভিযোগ। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “এই ধরনের ঘটনা জানা নেই।” রাজ্যের সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র এ দিন বলেন, “মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে হোমের এক বাংলাদেশি কিশোরী পালিয়ে গিয়েছে। তাকে ধরতে তল্লাশি চলছে বলেও পুলিশ সুপার জানিয়েছেন।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ৩০ ডিসেম্বর বালুরঘাট পুলিশ বর্ষা চৌধুরী নামে ১৭ বছরের এক কিশোরীকে গ্রেফতার করেছিল। ধৃত বাংলাদেশি নাবালিকা তাই দক্ষিন দিনাজপুর পুলিশ তাঁকে মালদহ শহরে মনস্কামনা রোডে সরকারি হোমে পাঠায়। জেলা সমাজকল্যাণ আধিকারিক প্রত্যার্পণ সিংহ জানান, গত বুধবার বিকালে ওই কিশোরীর পেট ব্যথা শুরু হলে তাকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। পুলিশি নজরদারির মধ্যে কী ভাবে কিশোরী পালাল বুঝতে পারছি না।
|
নাবালিকাকে ফুঁসলে দিল্লির পথে ধৃত দিদি
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
নাবালিকা বোনকে ফুঁসলে দিল্লি নিয়ে যাওয়ার অভিযোগে এক তরুণীকে পুলিশ ধরেছে। ধৃত তরুণী ওই নাবালিকার খুড়তুতো দিদি বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার বিকেলে বালুরঘাটের পাবলিক বাস স্ট্যান্ড এলাকার ঘটনা। সেই সময়ে তাদের আচরণে সন্দেহ হওয়ায় বাসিন্দারা ওই দু’জনকে ধরে রেখে পুলিশে খবর দেন। হিলি সীমান্তের বাসিন্দা ওই তরুণী দিল্লিতে পরিচারিকার কাজ করেন। সম্প্রতি এলাকায় ফিরে বছর পনেরোর খুড়তুতো বোনকে ফুঁসলে অভিভাবকদের কাউকে কিছু না বলে বাসস্ট্যান্ডে বাস ধরতে আসেন বলে অভিযোগ। থানার আইসি বিপুল বন্দ্যোপাধ্যায় বলেন, “তদন্ত চলছে।”
|
ভোট প্রচারে সপা-র প্রার্থী
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সমাজবাদী পার্টির প্রার্থী হিসাব প্রচারে নামলেন উত্তর প্রদেশ পর্যটন দফতরের চেয়ারপার্সন সুদীপ সেন। বৃহস্পতিবার রায়গঞ্জের অশোকনগরে অনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন উত্তর দিনাজপুরের সমাজবাদী পার্টির সভাপতি অরুণ দে। এদিন থেকেই সুদীপ সেনে’র হয়ে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেন দলীয় কর্মীরা। রায়গঞ্জের পাশাপাশি কালিগঞ্জ ও হেমতাবাদে প্রচারে তিনি প্রচার কর্মী সভা করেন। সুদীপবাবু বলেন, “সকলের আর্শিবাদ নিয়েই এদিন থেকে প্রচারে নেমেছি।” দলের জেলা সভাপতি অরুণ দে জানান, সমাজবাদী পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক কিরণময় নন্দের পরামর্শ মতই রায়গঞ্জ থেকে সুদীপ সেনকে প্রার্থী করা হয়েছে। এদিন বিভিন্ন দলের ৩০০ কর্মী সমর্থক দলে যোগ দিয়েছেন।
|
বালুরঘাটের দল বিজয়ী
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
মালদহ হরিশ্চন্দ্রপুরে মোহিনীমোহন শিল্ড টুর্নামেন্ট ফুটবল প্রতিযোগিতায় প্রথম দিনের খেলায় জয়ী হয়েছে বালুরঘাটের নেতাজি স্পোর্টিং ক্লাব। এ দিন রায়গঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে বালুরঘাট। বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর হাই স্কুল মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়। উদ্বোধন করেন হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বিডিও পবন কাড়িয়ান। এ দিন বালুরঘাটের হয়ে ৩টি গোল করেন সুমা মান্ডি, গুনু কিস্কু ও পরদেশ টিক্কা। পক্ষান্তরে রায়গঞ্জের হয়ে দুটি গোল করেন রবি মল্লিক ও সমীরণ কর্মকার। আজ শুক্রবার এই টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে হরিশ্চন্দ্রপুর সংগঠন সমিতি ও মালদহের দল।
|
ছাত্রী অপহরণের চেষ্টা |
স্কুল থেকে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে চার কিশোরের বিরুদ্ধে। বুধবার বিকেলে মালদহের চাঁচলের যদুপুর এলাকায় ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার বিকালে পুলিশের দ্বারস্থ হন ওই ছাত্রীর মা। স্কুলেরই বৃত্তিমূলক বিষয়ের ৩ ছাত্র ওই অপহরণে যুক্ত বলে পুলিশের কাছে অভিযোগ করেছে কিশোরীটি। তিন ছাত্রের মধ্যে দুজন ওই এলাকার ও এক জনের বাড়ি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর এলাকায়। পুলিশ জানায়, ওই ছাত্রী স্কুলেই বৃত্তিমূলক বিভাগে সেলাইয়ের প্রশিক্ষণ নেয়। অভিযুক্তরাও ওই স্কুলেই বৃত্তিমূলক বিষয়ে জমি জরিপের প্রশিক্ষণ নেয়। বুধবার তিন বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার সময় দুটি বাইকে চেপে চার জন ওই ছাত্রীর পথ আটকে তাকে বাইকে তোলার চেষ্টা করে বলে অভিযোগ। ওই সময় ছাত্র-সহ তাদের বন্ধুদের চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে যাওয়ার আগেই বাইকে চড়ে অভিযুক্তরা পালায়। তাদের খুঁজছে পুলিশ।
|
বিডিও অফিসে আগুন |
আচমকা আগুন লেগে বিডিও অফিসের বেশ কিছু সরঞ্জাম ও নথিপত্র ছাই হয়ে গেল। বৃহস্পতিবার বিকেলে মালদহের হরিশ্চন্দ্রপুর ১ বিডিও অফিসে ঘটনাটি ঘটে। দমকল পৌঁছনোর আগেই কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। বিডিও পবন কাড়িয়ান বলেন, “শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছ বলে মনে হচ্ছে। কোনও নথি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।” এ দিন সকালে দফতরে ঢোকার সময় ইলেকশন সেল ও ভিডিও কনফারেন্স রুমে ধোঁয়া উঠতে দেখেন পঞ্চায়েত সমিতির সভাপতি জামিল ফিরদৌস। সঙ্গে সঙ্গে কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
|
ধৃত ধর্ষণে অভিযুক্ত |
বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। মালদহের রতুয়ার আটগামা বলরামপুরে বুধবার রাতের ঘটনা। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতের নাম কার্তিক মণ্ডল। অভিযুক্ত ও নির্যাতিতা বধূর স্বামী বন্ধু। দু’জনেই পেশায় কৃষক। নিয়মিত দুই বাড়িতে যাতায়াতও রয়েছে তাঁদের। বুধবার সন্ধ্যায় ওই বধূ তার মেয়ের সঙ্গে বাড়িতেই ছিলেন। সেই সময় অভিযুক্ত সেখানে গিয়ে বন্ধুর মেয়েকে বিস্কুট কিনতে দোকানে পাঠিয়ে দেয় বলে অভিযোগ। তারপরে ওই বধূকে ধর্ষণ করা হয়। রাতে বাড়ি ফিরে সব জেনে এ দিন বধূর স্বামী পুলিশে জানান।
|
হেরোইন-সহ ধৃত তিন |
হেরোইন সহ ৩ যুবককে ধরেছে পুলিশ। মালদহের হরিশ্চন্দ্রপুরের ঢেলাই মোড় থেকে বুধবার রাতে তাদের ধরা হয়। মুর্শিদাবাদ ও কালিয়াচকের একটি হেরোইন পাচার চক্রের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলে পুলিশ জেরায় জানতে পেরেছে। ধৃতরা বিহারেও হেরোইন পাচার করত বলে জানা গিয়েছে। জেরা করে তথ্য পেতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
|
পথ-দুর্ঘটনায় মৃত্যু |
হাটে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক কৃষকের। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার পতিরাম এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম লাল সোরেন (৫০)। তিনি তপন থানার রামপুরের বাসিন্দা। কৃষিকাজ করা ওই ব্যক্তি সাইকেল চালিয়ে পতিরাম হাটে যাওয়ার সময়ে উল্টো দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা মেরে পালিয়ে যায় বলে অভিযোগ।
|
বিক্ষোভ |
মাধ্যমিক স্তরে তফশিলি ও উপজাতি পড়ুয়াদের পাশাপাশি বিপিএল ছাত্রছাত্রীদের বৃত্তির অন্তর্ভুক্ত করা, নবম দশমের পড়ুয়ার জন্য মিড ডে মিল চালু, পার্শ্ব শিক্ষক ও আংশিক শিক্ষক পদগুলিকে স্থায়ী করা সহ একগুচ্ছ দাবিতে বিক্ষোভ দেখাল সারা বাংলা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। |
|