টুকরো খবর
আদ্রার স্কুলে কর্মশালা
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে শিক্ষামূলক কর্মশালা হল আদ্রার নিগমানন্দ সেবাশ্রম হাইস্কুলে। উদ্যোক্তা আদ্রা রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্র। বৃহস্পতিবার ‘মূল্যবোধ প্রসারের লক্ষে’ শীর্ষক এই কর্মশালাটি হয়। স্কুলের প্রধান শিক্ষক সুকুমার চক্রবর্তী জানান, কর্মশালার উদ্ধোধন করেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী জ্ঞানলোকানন্দ। বিদ্যাপীঠের অধ্যক্ষ বিবেকানন্দর জীবন দর্শন, মতাদর্শকে অবলম্বন করে কী ভাবে ছাত্রছাত্রীরা নিজেদের জীবনে মূল্যবোধ গড়ে তুলবে সেই বিষয়ে আলোচনা করেন। আলোচনায় যোগ দিয়েছিল স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। নবম থেকে একাদশ শ্রেণির কয়েকশো পড়ুয়া ওই কর্মশালায় ছিল।

২০০ বোতল মদ আটক
রাস্তায় তল্লাশির সময় একটি গাড়ি থেকে প্রায় ২০০ বোতল দেশি মদ উদ্ধার করল হিড়বাঁধ থানার পুলিশ। বেআইনি ভাবে মদ পাচারের অভিযোগে গাড়ির চালক বিজয়কৃষ্ণ সিংহকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়ি ইঁদপুরের টুনামারা গ্রামে। পুলিশের এক আধিকারিক জানান, বুধবার রাতে বহড়ামুড়ি গ্রামের কাছে শিলাবতী নদীর সেতুর উপরে রুটিন মাফিক গাড়ি তল্লাশি চালানো হচ্ছিল। সেই সময় ওই গাড়িতে ২০০ বোতল দেশি মদ পাওয়া যায়। গাড়িচালক মদের বৈধ নথি দেখানে না পারায় তাঁকে গ্রেফতার করা হয় ও মদের বোতল বাজেয়াপ্ত করা হয়।

আলোচনাসভা
সাম্প্রদায়িকতার বিপদ প্রসঙ্গে বৃহস্পতিবার বড়জোড়ার হাটআশুড়িয়া উচ্চবিদ্যালয়ে এক আলোচনাসভা হয়ে গেল। আয়োজন করেছিল বাঁকুড়া জেলা ডিওয়াইএফ। উপস্থিত ছিলেন প্রাক্তন সিপিএম সাংসদ মইনুল হাসান, ডিওয়াইএফের রাজ্য সহ-সম্পাদক সুজয় চৌধুরী প্রমুখ। সুজয়বাবু বলেন, “সামনেই সংগঠনের জেলা সম্মেলন। তার আগে দেশের বর্তমান কয়েকটি সমস্যা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই আমরা এমন কয়েকটি আলোচনাসভার সিদ্ধান্ত নিয়েছি।” এই রকম সভার মাধ্যমে ডিওয়াইএফ জনসংযোগ বাড়াতে চায়।

ফের বাধা
রঘুনাথপুরে ডিভিসি-র তাপবিদ্যুৎ প্রকল্পের ওয়াটার করিডরের কাজে ফের বাধা দিলেন অনিচ্ছুক জমি-মালিকদের একাংশ। তাঁদের নেতৃত্বে ছিল বিজেপি। দলীয় পতাকা নিয়ে বৃহস্পতিবার বিজেপি-র একদল কর্মী-সমর্থক ও জমি-মালিকদের একাংশ পাইপলাইন পাতার জন্য মাটি কাটার কাজ বন্ধ করে দেন। বুধবারই ডিভিসি তাদের প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করেছে।

কলেজে প্রতিবাদ
সন্দেশখালির কালীনগর কলেজের টিএমসিপি সদস্য পরেশ মণ্ডলের মৃত্যুর প্রতিবাদে বাঁকুড়ার কলেজ-কলেজে বৃহস্পতিবার কালা দিবস পালন করল টিএমসিপি। বিভিন্ন কলেজ ক্যাম্পাসে মিছিল করে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.