দু’টি আলাদা জায়গায় পথদুর্ঘটনায় একজনের মৃত্যু হল। আহত হলেন চার জন। বৃহস্পতিবার সকালে বাঁকুড়া-দুর্গাপুর ৯ নম্বর রাজ্য সড়কে বাঁকুড়া সদর থানার মাকুড়গ্রাম মোড়ে ট্রাকের ধাক্কায় এক মোটরবাইক চালকের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃত কাঞ্চন কর্মকার (২৬) বাঁকুড়ার জুনবেদিয়া এলাকার বাসিন্দা। তিনি কেব্ল লাইনের ব্যবসা করতেন।
এ দিনই খাতড়ার খড়বোনা মোড়ের কাছে বাঁকুড়া-খাতড়া রাস্তায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি ছোট গাড়ির সংঘর্ষে জখম হলেন গাড়ির চার আরোহী। আহতদের প্রথমে খাতড়া হাসপাতালে ভর্তি করা হলেও পরে বাঁকুড়া মেডিক্যালে স্থানান্তর করা হয়। আহতেরা সকলেই দুর্গাপুরের বাসিন্দা। পুলিশ জানায়, এ দিন সকালে বাঁকুড়ার দিক থেকে ওই গাড়িটি খাতড়ার দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে যাত্রীবাহী বেসরকারি বাসটি বাঁকুড়া যাচ্ছিল। খড়বোনা মোড়ের কাছে রাস্তায় পাশ কাটানোর সময় বাসের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন।
এ দিকে বাঁকুড়া-দুর্গাপুর সড়কে বার বার দুর্ঘটনা ঘটতে থাকায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঞ্চনবাবু মোটরবাইক চালিয়ে বাঁকুড়া থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। মাকুড়গ্রাম মোড়ের কাছে রাস্তার বাঁকে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। বাঁকুড়া-দুর্গাপুর রাস্তায় বেশ কয়েক জায়গায় বাঁক রয়েছে। দুর্ঘটনাপ্রবণ এই রাস্তায় বেশির ভাগ দুর্ঘটনার বাঁকে হয় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। মাকুড়গ্রামের বাসিন্দা অমৃত পাল, সিদ্ধার্থ সিংহরা বলেন, “এই মোড়ের কাছে রাস্তার বাঁকে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে পূর্ত দফতরের ভাবা উচিত।” সেই সঙ্গে তাঁরা ওই এলাকায় ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ট্রাকটির খোঁজ করা হচ্ছে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। |