প্রধানের সই নকল করার অভিযোগে পঞ্চায়েত সমিতির সদস্যকে গ্রেফতার করল পুলিশ। হাড়োয়া পঞ্চায়েত সমিতির সদস্য তথা এআইইউডিএফ নেতা জুলফিকার গাজিকে বৃহস্পতিবার এসিজেএম আদালতে তোলা হলে তাকে তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাড়োয়ার গোপালপুর-২ পঞ্চায়েতের প্রধান তৃণমূলের বিভা মণ্ডলের সই নকল করে বিভিন্ন মানুষকে শংসাপত্র দিত ওই পঞ্চায়েতেরই সদস্য জুলফিকার গাজি। বৃহস্পতিবার অর্থের বিনিময়ে পঞ্চায়েতের শংসাপত্র দেওয়ার সময় তাকে হাতেনাতে ধরে ফেলেন পঞ্চায়েত কর্মীরা। প্রধান পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে নথিপত্র-সহ তাকে গ্রেফতার করে পুলিশ। আটক করা হয় প্রচুর কাগজ এবং সিল। যদিও জুলফিকার মোল্লার দাবি, তিনি চক্রান্তের শিকার। জুলফিকারকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন এআইইউডিএফ রাজ্য যুব কনভেনার ফিরোজ মোল্লা। এর প্রতিবাদে আগামী ২৪ জানুয়ারি তাঁরা হাড়োয়া থানা ঘেরাও এবং অবরোধ-বিক্ষোভ করবেন বলে জানিয়েছেন তিনি।
|
ইদানীং পাচারের পথে প্রায়ই সোনা আটক করার ঘটনা ঘটছে কলকাতা বিমানবন্দর থেকে। এ বার বাংলাদেশ সীমান্তের একটি গ্রামেও আটক করা হল পাচারের সোনা। সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র অফিসারেরা গোপন সূত্রে খবর পেয়ে বুধবার এক যুবকের সাইকেলের চাকার টায়ারে দু’কিলোগ্রাম ৮০০ গ্রাম সোনা পেয়েছেন। তার বাজারদর প্রায় ৮২ লক্ষ টাকা বলে বাহিনীর তরফে জানানো হয়েছে। একই দিনে কলকাতা বিমানবন্দরেও ধরা পড়েছে প্রায় ৫০০ গ্রাম সোনা। বিএসএফ সূত্রের খবর, ওই দিন উত্তর ২৪ পরগনার হরিদাসপুর সীমান্তে কল্যাণী গ্রাম থেকে সাইকেলে অন্য গ্রামে যাচ্ছিলেন অমিত হালদার নামে এক যুবক। বিএসএফ তখনই তাঁর পথ আটকায়। তাঁর সাইকেলের টায়ারের ভিতরে ২৪টি সোনার বিস্কুট পাওয়া যায়। সীমান্তরক্ষীরা সোনা বাজেয়াপ্ত করে তাঁকে পুলিশের হাতে তুলে দেন। বিমানবন্দরের খবর, বুধবার মহম্মদ জাকারিয়া ও মহম্মদ জুবের নামে ব্যাঙ্কক থেকে আসা দুই যাত্রীর চটির সোলে চারটি সোনার বাট পাওয়া যায়। তার দাম ১৫ লক্ষ টাকা। কাগজপত্র দেখাতে না-পারায় তাঁদের সোনা বাজেয়াপ্ত করা হয়েছে।
|
শিয়ালদহ থেকে নামখানা পর্যন্ত ডবল লাইন চালু করার দাবিতে প্রায় সাত ঘন্টা রেল অরবোধ করলেন যাত্রীরা। বৃহস্পতিবার সকাল ছ’টা থেকে জয়নগর স্টেশনের রেললাইনে অবরোধ শুরু করেন প্রায় শ’দুয়েক যাত্রী। তাঁদের অভিযোগ, ডবল লাইন ছাড়াও রেলের বগি বাড়ানো, প্ল্যাটফর্ম উঁচু করা-সহ একাধিক বিষয়ে বারবার রেলকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শেষপর্যন্ত রেলের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ ওঠে।
|
বধূর হাত-পা বেঁধে তাঁর স্বামীকে মারধরের অভিযোগে গ্রেফতার হল দু’জন। বুধবার, মধ্যমগ্রামের দিগবেড়িয়ায়। অভিযোগ, প্রসেনজিৎ দাস নামে এক ব্যক্তির বাড়ি চড়াও হয়ে প্রশান্ত দাস ও মোজাফ্ফর হক নামে দুই ব্যক্তি মারধর করে। প্রশান্ত সম্পর্কে প্রসেনজিতের ভগ্নিপতি। পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা।
|
গাইঘাটায় দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ধৃত তিন জনকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে বৃহস্পতিবার সকালে ঘটনার পুনরভিনয় করাল পুলিশ। গত শুক্রবার রাতে শিমুলপুরে ওই ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিওতে ঘটনার ছবি তোলার অভিযোগ ওঠে ধৃত অপূর্ব মাতা ওরফে বলরাম, অ্য্যান্টনি রাজকুমার গোমস ও জিকো কীর্তনিয়ার বিরুদ্ধে। এ দিন ধৃতদের সঙ্গে গাইঘাটা থানার ওসি অরিন্দম মুখোপাধ্যায় এবং বিডিও পার্থ মণ্ডল ঘটনাস্থলে যান। পুলিশের দাবি, কী ভাবে মেয়েটিকে মোটরবাইকে তুলে কোন রাস্তা দিয়ে কোথায় নিয়ে গিয়ে তারা ধর্ষণ করেছিল, তা অভিনয় করে দেখিয়েছে ধৃতেরা। তবে মোবাইলে ধর্ষণের ছবি তোলার অভিযোগ অস্বীকার করেছে তারা।
|
নরেন্দ্র মোদীর ব্রিগেড সভার আগে ব্যারাকপুরে জনসভা করতে আসছেন সর্বভারতীয় নেতৃত্বের তরফে রাজ্য বিজেপি-র পর্যবেক্ষক বরুণ গাঁধী। আগামী ২৪ জানুয়ারি ওই সভা হওয়ার কথা। ওই দিনই লোকসভা ভোটের প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে রাজ্য বিজেপি-র নির্বাচনী কমিটির প্রথম বৈঠক হবে। দলের রাজ্য সভাপতি রাহুল সিংহের বক্তব্য, “ওই দিন ১০টি কেন্দ্রের প্রার্থী নিয়ে আলোচনা হবে।” মোদীর ব্রিগেডে চা-বিক্রেতাদের পাশাপাশি ক্রীড়া তারকাদেরও আমন্ত্রণ জানাচ্ছে বিজেপি। মোদীর সভার জন্য ২০ জানুয়ারি স্বাক্ষর সংগ্রহে নামবে তারা। |