বোমা, গুলিতে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তপ্ত হল ভাটপাড়া। মৃত্যু হল দু’জনের। গুলিবিদ্ধ হলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিংহের ভাইপো রঞ্জিত সিংহ ওরফে গুড্ডু। মৃতদের নাম বিষ্ণু সিংহ (২৮) ও কৃষ্ণা সিংহ ওরফে ভিকি (৩০)। এই ঘটনায় অর্জুনবাবু সিপিএমের আশ্রিত দুষ্কৃতীদের দিকে আঙুল তুলেছেন। সিপিএমের পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই এই ঘটনা। যদিও পুলিশের দাবি, এটি দু’দল দুষ্কৃতীর গণ্ডগোলের ফল। ব্যারাকপুরের গোয়েন্দাপ্রধান দেবাশিস বেজ বলেন, ‘‘দু’দল দুষ্কৃতীর মধ্যে বোমা-গুলির লড়াইয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিষ্ণু সিংহ নামে এক দুষ্কৃতী আছে।’’ পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার ভাটপাড়া মেঘনা মোড়ে অকল্যান্ড চটকলের কাছে গণ্ডগোল শুরু হয়। একদল যুবক অর্জুনবাবুর ভাইপো গুড্ডুকে তাড়া করে ও তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে। বোমার আঘাতে নিজের বাড়ির কাছে রাস্তার ধারে নর্দমায় পড়ে গেলে তাঁকে চপার দিয়ে কোপানো হয় ও লাঠি দিয়ে মারা হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তাঁদের বক্তব্য, রাস্তার দু’দিক থেকেই বোমা ছোড়া হচ্ছিল। কে কাকে লক্ষ্য করে বোমা ছুড়ছে কিছুই বোঝা যাচ্ছিল না। ভয়ে তাঁরা সকলে দরজা বন্ধ করে দেন। জখম অবস্থাতেই ভাটপাড়া হাসপাতালের দিকে চিকিৎসার জন্য যাওয়ার সময় গুড্ডুকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ভাটপাড়া হাসপাতাল ভর্তি করানো হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে ব্যারাকপুরের একটি নার্সিংহোম পরে সেখান থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভাটপাড়ার দোর্দন্ডপ্রতাপ বিধায়কের আত্মীয় পরিজনের উপর এমন হামলার ঘটনায় অনেকেই স্তম্ভিত। অর্জুনবাবুর কথায়, ‘‘আমি দিল্লিতে। এই ঘটনায় আমি অবাক হয়ে যাচ্ছি। ভাটপাড়ায় আমাদের উপর হামলা হতে পারে এটা কখনও আশা করিনি।’’ স্থানীয় তৃণমূল সূত্রে খবর, সম্প্রতি মেঘনা মোড়ে তৃণমূলের একটি সভায় সেখানে দলে যোগ দেওয়ার কথা ছিল বিষ্ণু ও কৃষ্ণার। কিন্তু সভা না হওয়ায় সেটা হয়নি। রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী তথা ব্যারাকপুর শিল্পাঞ্চলের সিপিএম নেতা রঞ্জিত কুন্ডু বলেন, ‘‘অর্জুনবাবুরা জেগে থেকেও এখন সিপিএমের স্বপ্ন দেখেন। ওঁদের নিজেদের গণ্ডগোল সিপিএমের ঘাড়ে চাপিয়ে যদি আনন্দ পান তাহলে বলার কিছু নেই’’ |