|
|
|
|
দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকার পরামর্শ সুব্রতের
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
আগামী ৩০ জানুয়ারি ব্রিগেড সমাবেশ থেকেই আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার শুরু করার কথা জানালেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। ব্রিগেড সমাবেশের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার তমলুকের নিমতৌড়িতে জেলার দলীয় পঞ্চায়েত, পুরসভার প্রতিনিধি ও স্থানীয় নেতৃত্বদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে সুব্রতবাবু বলেন, “ব্রিগেডে যে বিশাল সমাবেশ হবে তা শুধু বাংলা নয়, সারা ভারতের মানুষ দেখবে।” এ দিন প্রস্তুতি সভায় দলের কর্মীদের কোনওরকম অসামাজিক কাজে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে সুব্রতবাবু বলেন, “আমাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। তাঁকে বিশ্বাস করে তাঁর প্রতি আনুগত্য ধরে রাখুন। অসৎ পথে টাকা রোজগারের চেষ্টা করে বিপদে পড়লে কেউ দেখতে আসবে না।” দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে সুব্রতবাবু বলেন, “সব সময় সজাগ দৃষ্টি রেখে চলুন, যাতে আপনার ছত্রছায়ায় বা প্রশ্রয়ে কোন অসামাজিক কাজ সংগঠিত না হয়।” |
নিমতৌড়িতে তৃণমূলের কর্মিসভায় নেতারা। ছবি: পার্থপ্রতিম দাস। |
সোমেন মিত্রের পদত্যাগ নিয়ে সুব্রতবাবু বলেন, “উনি দলে থেকেও কোনও লাভ হয়নি। আর উনি দল ছেড়ে চলে যাওয়াতেও দলের কোনও ক্ষতি হবে না।” এ দিন সভায় তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী বলেন, “আসন্ন ব্রিগেডের সমাবেশ থেকেই প্রমাণিত হবে আগামী লোকসভা নির্বাচনের পর দিল্লির নিয়ন্ত্রক শক্তি হতে চলেছে তৃণমূল। এই ঐতিহাসিক সমাবেশের জন্য সবরকম প্রস্তুতি নিতে হবে।”
কাঁথির সাংসদ শিশির অধিকারী সিপিএমের সমালোচনা করে বলেন, “বাংলার উন্নয়নের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে দিশা দেখিয়েছেন তাতে শুধু বাংলা নয় সারা দেশের মানুষ তাঁর দিকে তাকিয়ে রয়েছেন। আগামী নির্বাচনে ফের তা প্রমাণিত হবে।” শিশিরবাবু আরও বলেন, “পদের অহংকার ও দম্ভ দেখাবেন না। ২০০৮ সাল থেকে জেলায় আমাদের যেসব পঞ্চায়েত ছিল তাঁর কিছু হারাতে হয়েছে। যাঁরা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছে, দুর্নীতি করেছে মানুষ তাঁদের প্রত্যাখান করেছে। তাই সততার সঙ্গে উন্নয়নের কাজ করুন।” এ দিন সভায় শিশিরবাবু ও শুভেন্দুবাবুর সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন তমলুকের বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র। সভায় বক্তব্য রাখতে গিয়ে সৌমেনবাবু বলেন, “আমাদের মধ্যে মাঝেমধ্যে মতান্তর হলেও কোনও সময় মনান্তর হয়নি। আমরা সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তাঁকে সামনে রেখে আগামী লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে।” |
|
|
|
|
|