|
|
|
|
আমরা সুখী, টুইটার বিতর্কে জবাব দিলেন তারুর দম্পতি
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
১৬ জানুয়ারি |
টুইটারে বিতর্কিত মন্তব্য করে এর আগে বহুবার বিপর্যন্ত হয়েছে তাঁর রাজনৈতিক জীবন। এ বার সেই টুইটারই আবার ঝড় তুলেছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী শশী তারুরের ব্যক্তিগত জীবনেও। পাকিস্তানের সাংবাদিক মেহর তারারের সঙ্গে তাঁর সম্পর্ক ঘিরে বিতর্ক এখন তুঙ্গে। টুইটারে সেই নিয়ে মন্তব্যের ছড়াছড়ি। যার জেরে আজ স্ত্রী সুনন্দার সঙ্গে যৌথ বিবৃতি দিতে হয়েছে তারুরকে। যাতে তাঁরা বলেছেন, আমরা সুখী দম্পতি। কিন্তু টুইটারে যা হচ্ছে, তাতে আমরা ব্যথিত।
আজ ফেসবুকে তাঁরা ওই বিবৃতি দিয়েছেন। জানিয়েছেন, “আমাদের টুইটার অ্যাকাউন্টে ভিত্তিহীন কিছু টুইট থেকে বিতর্ক তৈরি হয়েছে। এতে আমরা ব্যথিত। সবাইকে এটাই জানাতে চাই যে আমরা দাম্পত্য জীবনে যথেষ্ট সুখী। সে ভাবেই বাকি জীবনটাও থাকব। সুনন্দা এখন অসুস্থ। এই সপ্তাহেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সংবাদমাধ্যম আমাদের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান বজায় রাখলে আমরা কৃতজ্ঞ থাকব।” |
বিয়ের দিনে শশী-সুনন্দা। |
অভিযোগ, শশী তারুরকে পাক সাংবাদিক মেহর তারারের পাঠানো কিছু ঘনিষ্ঠ এসএমএস কেউ টুইটারে পোস্ট করে দিয়েছিল। প্রাথমিক ভাবে তখন দাবি করা হয়, তারুরের টুইটার অ্যাকউন্ট হ্যাক করা হয়েছে। তাই থেকেই বিতর্কের সূত্রপাত। তারুরের স্ত্রী সুনন্দা আবার মেহরের ওই মেসেজগুলি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে বলেন, তিনি পৃথিবীকে দেখাতে চান ওই মহিলা কী ভাবে তাঁর স্বামীর পিছনে পড়েছেন। তাঁদের বিয়ে ভাঙার চেষ্টা করছেন। চিকিৎসার জন্য তিন-চার মাস তাঁকে বাইরে যেতে হয়েছিল। সুনন্দার দাবি, তখনই বিয়ে ভাঙার চেষ্টা
মেহর তারার। |
চালান মেহর। এর আগে সুনন্দা অবশ্য সরাসরি এমন দাবিও করেছিলেন যে তারুর ওই সাংবাদিকের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তাই তিনি বিবাহবিচ্ছেদের মামলা করবেন। তবে এ দিনের বিবৃতিতে তেমন আভাস একেবারেই অনুপস্থিত। তা ছাড়া তাঁর মন্তব্যে কিছু বিকৃতি ঘটিয়ে সংবাদমাধ্যমে ছড়ানো হচ্ছে বলেও এ দিন অভিযোগ করেন সুনন্দা। আপাতত তারুরের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ওই পেজ খুললে বলা হচ্ছে, ‘এই অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। সাময়িক ভাবে তাই বন্ধ রয়েছে এটি। আমাদের সঙ্গে সহযোগিতা করুন।’
লাহৌরের বাসিন্দা মেহর তারার পাক দৈনিকে নিয়মিত লেখেন।
তাঁর ১৩ বছরের একটি ছেলেও রয়েছে। গোটা ঘটনায় তিনি জানিয়েছেন, সুনন্দার বিরুদ্ধে মানহানির মামলা করবেন। সুনন্দা তাঁকে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের চর বলতেও ছাড়েননি বলে অভিযোগ। এই ব্যাপারে টুইটারে মেহরের প্রতিক্রিয়া, ওঁর মাথা খারাপ। আমাকে আইএসআই চর বলছেন। কিছুই বলার নেই। উনি নিজে কী, সেটাই বুঝিয়ে দিয়েছেন।” তবে শশী তারুরের প্রতি তাঁর যথেষ্ট সম্মান রয়েছে, তা স্পষ্ট করে দিয়েছেন মেহর। |
ছবি: পিটিআই। |
পুরনো খবর: তরুণীর নাম প্রকাশ করার পক্ষে সওয়াল করে ফের বিতর্কে শশী |
|
|
|
|
|