|
|
|
|
আপ-কে হটাতে বিজেপি-সঙ্ঘের হাতিয়ার রাহুল
দিগন্ত বন্দ্যোপাধ্যায় • নয়াদিল্লি
১৬ জানুয়ারি |
রাহুল গাঁধীকে প্রধানমন্ত্রী পদের প্রার্থী করা না হোক, লোকসভার লড়াইটি তাঁর সঙ্গে রাহুলের লড়াইয়ে পরিণত করতে চাইছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। তাঁর উদ্দেশ্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রাসঙ্গিকতা কমানো।
লোকসভা ভোটের আগে কৌশল চূড়ান্ত করতে আজ দিল্লিতে চার দিনের কর্মসমিতি ও পরিষদের বৈঠক শুরু করল বিজেপি। তার আগে দিল্লিতে আরএসএসের সদর দফতরে গিয়ে সঙ্ঘের নেতাদের সঙ্গে একদফা আলোচনা করে এসেছেননরেন্দ্র মোদী। বিজেপি নেতারা বুঝতে পারছেন, দিল্লির তখ্ত দখলের জন্য লড়াইটা আগের মতো ‘মোদী বনাম রাহুল’-এই পরিণত করতে হবে। তা না হলে অরবিন্দ কেজরিওয়ালের আকস্মিক উত্থান সেই লড়াইয়ের ছন্দে আরও বিঘ্ন ঘটাবে। তাঁকে অপ্রাসঙ্গিক করার জন্য রাহুলকেই প্রধান প্রতিপক্ষ করে এগোতে হবে মোদীকে। রাহুলকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হলে কাজটি যদিও একটু সহজ হত। কিন্তু এখন তা না হলেও রাহুলকেই আক্রমণ করে পথে নামবে বিজেপি। মোদীর ভয়ে সনিয়া ও রাহুল গাঁধী পিছিয়ে গেলেন, এ কথা প্রচার করবে বিজেপি।
এর মানে এই নয়, কেজরিওয়ালের আশঙ্কা থেকে পুরোপুরি মুক্ত হয়ে গেল বিজেপি। বিজেপির এক শীর্ষ নেতার মতে, এ ধরনের যে কোনও দলের উত্থান হলে তার মধুচন্দ্রিমার রেশ ২-৩ মাস থেকে যায়। মানুষের মোহভঙ্গ হতেও সময় লাগে। আম আদমি পার্টির (আপ) মধ্যে থেকে বিরোধ ও অনভিজ্ঞতার শিখা আসতে শুরু করেছে। কিন্তু তাদের কাছে বাড়তি সুবিধা হল, আপের উত্থান এমন সময়ে হয়েছে, যেটি লোকসভা নির্বাচনের কাছাকাছি। এটাই বিজেপির কাছে আশঙ্কার বিষয়। ওই বিজেপি নেতার কথায়, “কংগ্রেসকে কারা ভোট দেবেন, কারা দেবেন না, সেটি পরীক্ষিত। কিন্তু আপকে কারা ভোট দেবেন, সেটি দিল্লি বিধানসভা ভোটের মতোই অজানা।” তাই রাহুলকে নিশানা করেই এগোতে চাইছেন মোদী। বিজেপি নেতৃত্বের ধারণা, তাতে আপকে অপ্রাসঙ্গিক করা যাবে। আবার মনমোহন সিংহ যে ভাবে নিজের ইনিংস শেষের ঘোষণা করে রাহুলকে জমি ছাড়তে চেয়েছেন, তারও রাজনৈতিক ভাবে মোকাবিলা করা যাবে।
বিজেপির আজকের বৈঠকে তাই এই কৌশল নিয়েই আলোচনা শুরু করেছে। ওই কৌশল মাথায় রেখে অরুণ জেটলি আজ বলেন, “মোদীর সঙ্গে রাহুলের তুলনা হয় কী করে?” বিজেপি সভাপতি কংগ্রেসকেই মূল প্রতিপক্ষ হিসাবে গণ্য করে বলেছেন, “কংগ্রেস বিধানসভায় হেরে গিয়েও নানা ছল-কপটতার সঙ্গে রাজনীতি করছে।” আর মোদীর ভয়ে রাহুল-সনিয়ার রণে ভঙ্গ দেওয়ার প্রসঙ্গ উস্কে দিয়ে রবিশঙ্কর প্রসাদ বলেন, “কংগ্রেস তো হেরে বসেই আছে। তাই তারা যে রাহুলের নাম ঘোষণা করবে না তা তো জানা কথাই।”
তবে বিজেপির মধ্যে থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি রাহুলদের বিরুদ্ধে টক্কর নিতেই হয়, তাহলে অমেঠীতে কেন শক্তিশালী প্রার্থী দেওয়া হচ্ছে না? আপ নেতা কুমার বিশ্বাস তো রাহুলকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন সেখানে। |
|
|
|
|
|