|
|
|
|
রাজকুমারকে জবাব শিন্দের
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
১৬ জানুয়ারি |
বিজেপি নেতা তথা প্রাক্তন স্বরাষ্ট্রসচিব রাজকুমার সিংহের বিরুদ্ধে অবশেষে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে। সম্প্রতি শিন্দেকে ‘অযোগ্য’ বলে ভর্ৎসনা করে তাঁর ইস্তফা দাবি করেছিলেন প্রাক্তন স্বরাষ্ট্রসচিব রাজকুমার। সে নিয়ে কংগ্রেসের তরফে পাল্টা চাপ দেওয়া হলেও, শিন্দে এ ক’দিন চুপচাপই ছিলেন। জবাব দিলেন আজ। সেইসঙ্গে রাজকুমারের ব্যক্তিগত কর্মী হিসেবে নিযুক্ত সরকারি কর্মচারীদের সরিয়ে নেওয়া হয়েছে।
রাজকুমার দাবি করেছিলেন, শিন্দে দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে জেরা করায় বাধা দিয়েছিলেন। দিল্লি পুলিশের সব স্তরে নিয়োগ নিয়ে তিনি চিরকুট পাঠাতেন। তাছাড়া দাউদকে ধরার বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের যে সাহায্যের দাবি শিন্দে করেছিলেন তাও হাস্যকর বলে উড়িয়ে দেন রাজকুমার। আজ শিন্দে বলেন, “উনি এক জন রাজনৈতিক ব্যক্তিত্ব। ওঁর সব কথাতেই রাজনীতির রং লেগে থাকে। তাই রাজকুমারের কোনও অভিযোগেই আমার কিছু এসে যায় না।” তাঁর মতে, এখন রাজকুমারকে আর প্রাক্তন আমলা হিসেবে না দেখে বিজেপি নেতা হিসেবে দেখা উচিত।
সেই সঙ্গে রাজকুমারের বিরুদ্ধে পদক্ষেপও করেছে কেন্দ্র। অবসর নেওয়ার পর প্রায় এক ডজন সরকারি কর্মচারী রাজকুমারের ব্যক্তিগত কর্মী হিসেবে কাজ করতেন। তাঁরা কেউ রাজকুমারের ব্যক্তিগত সচিব পদে ছিলেন। কেউ বা ছিলেন তাঁর পরিচারক। তাঁদের বেশির ভাগকেই আধাসামরিক বাহিনী থেকে নিযুক্ত করা হয়েছিল। আজ কেন্দ্র জানিয়ে দিয়েছে, কোনও অবসরপ্রাপ্ত আমলার সরকারি কর্মচারীদের ব্যক্তিগত কর্মী হিসেবে রাখার অধিকার নেই। তাই ওই কর্মীদের অবিলম্বে নিজেদের দফতরে যোগ দিতে বলা হয়েছে। তবে দিল্লি পুলিশের নিরাপত্তা এখনও পাবেন রাজকুমার। শিন্দের পাল্টা জবাবের দিন রাজকুমারকে চেষ্টা করেও ধরতে পারেনি সংবাদমাধ্যম। এসএমএসের জবাব দেননি তিনি। ধরেননি ফোনও। |
|
|
|
|
|