টুকরো খবর
হাসিনার বার্তা নিয়ে তোফায়েল

১৬ জানুয়ারি
বাংলাদেশের একতরফা নির্বাচন নিয়ে অখুশি পশ্চিম বিশ্ব। দেশের মধ্যেও চলছে বিক্ষোভ। এই পরিস্থিতিতে সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার দেশগুলিকে একটি দৃঢ় বার্তা দিয়ে বোঝাতে চাইলেন, যথেষ্ট ইতিবাচক মনোভাব নিয়েই চলবে তাঁর নতুন সরকার। আজ সকালে নয়াদিল্লি পৌঁছেছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ‘সাউথ এশিয়ান বিজনেস লিডার্স কনফারেন্স’-এ যোগ দেওয়ার পাশাপাশি ভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনাও করছেন তিনি। হাসিনা নতুন সরকার গড়ার পর এই প্রথম বাংলাদেশের কোনও মন্ত্রী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ভারতে এলেন। প্রধানমন্ত্রীর তরফে তোফায়েলের বার্তা, দক্ষিণ এশিয়ার সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা নিতে চায় ঢাকা। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানানো হয়েছে, ভারতীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলির কর্তাদের সঙ্গেও কথা হয়েছে তোফায়েলের।

৫ ফেব্রুয়ারি শুরু সংসদের অধিবেশন

১৬ জানুয়ারি
লোকসভা ভোটে রাহুল গাঁধীকে কংগ্রেসের নেতা ঘোষণা করার পরক্ষণেই আজ সংসদের অধিবেশনের দিনক্ষণও ঘোষণা করে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। রাহুল গাঁধীর ইচ্ছা মেনে যে অধিবেশনে দুর্নীতি দমন সংক্রান্ত ৬টি বিল পাশের চেষ্টা করতে চাইছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার সংসদ বিষয়ক কমিটির বৈঠকের পর জানানো হয়েছে, ৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এই অধিবেশন চলবে। লোকসভা ভোটে যাওয়ার আগে ১২ ফেব্রুয়ারি রেল ভোট অন অ্যাকাউন্ট এবং ১৭ ফেব্রুয়ারি সাধারণ ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে কেন্দ্র। পূর্ণাঙ্গ বাজেট ঘোষণার সুযোগ এ বার সরকারের নেই। কারণ সরকারের মেয়াদ শেষ হচ্ছে ২২ মে। তাই এপ্রিল এবং মে মাসের জন্য অর্থ বরাদ্দের জন্য ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করা হবে। ভোটের পরে নতুন সরকার এসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। সরকারি সূত্রে বলা হচ্ছে, যে হেতু সরকার বাজেট ছাড়াও কিছু বিল পাশের চেষ্টা করবে তাই অধিবেশনের মেয়াদ ২ সপ্তাহের বেশি রাখা হয়েছে। অধিবেশন শেষ হতেই ২৪ বা ২৫ ফেব্রুয়ারি নাগাদ লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। তার পর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে ভোট গ্রহণ প্রক্রিয়া।

পস্কোর কাজ শীঘ্রই, ঘোষণা প্রধানমন্ত্রীর

১৬ জানুয়ারি
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওড়িশায় দক্ষিণ কোরীয় সংস্থা পস্কোর ইস্পাত কারখানা তৈরির কাজ শুরু হবে বলে বৃহস্পতিবার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ভারত সফরে আসা সে দেশের প্রেসিডেন্ট পার্ক গিউন হি-র সঙ্গে এ দিন এক বৈঠকের পরই এ কথা জানান তিনি। পরে মনমোহন বলেন, “আমি খুশি। পরিবেশগত ছাড়পত্র মেলায় কয়েক সপ্তাহের মধ্যেই প্রকল্পটির কাজ শুরু হবে। প্রকল্পে খনন সংক্রান্ত ছাড় দেওয়ার প্রক্রিয়াও দ্রুত এগোচ্ছে। পার্ক-কে জানিয়েছি যে পস্কোই প্রমাণ করতে পারবে দেশের আর্থিক উন্নতি ও পরিবেশ সুরক্ষা, দু’টিই একসঙ্গে চলতে পারে।” আট বছরের বেশি অপেক্ষার পর দেশের এই বৃহত্তম প্রত্যক্ষ বিদেশি লগ্নি প্রকল্পটিকে চূড়ান্ত ছাড়পত্র দিয়ে আশার আলো দেখিয়েছেন কেন্দ্রের নয়া পরিবেশ মন্ত্রী বীরাপ্পা মইলি। পার্ক-মনমোহন বৈঠকে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে বাণিজ্য ও লগ্নি বাড়ানোর পাশাপাশি প্রতিরক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার মতো ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাইবার স্পেস-সহ ন’টি ক্ষেত্রে চুক্তিও সই করেন তাঁরা।

মানহানির মামলা বীরভদ্রের

১৬ জানুয়ারি
বিজেপি নেতা অরুণ জেটলি এবং প্রেমকুমার ধুমলের বিরুদ্ধে মানহানির মামলা করলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ। সম্প্রতি অরুণ জেটলি অভিযোগ করেন, একটি বেসরকারি সংস্থার কাছ থেকে ঘুষ নিয়ে রাজ্যে তাদের বিদ্যুৎ প্রকল্পের মেয়াদ বাড়িয়ে দিয়েছেন বীরভদ্র। হিমাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত দাবি করে প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে চিঠিও লেখেন জেটলি। ওই বিজেপি নেতার বিরুদ্ধে শুধু মামলা করেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। তাঁর আরও দাবি, যে দুর্নীতির মিথ্যা অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হয়েছে তাতে আসলে জড়িয়ে রয়েছেন বিজেপি নেতা প্রেমকুমার ধুমলের ছেলে অনুরাগ ঠাকুর।

পরিচারককে সম্পত্তি

১৬ জানুয়ারি
পরিচারক বিনুভাই কাঞ্জিভাই জাডেজার জন্য প্রায় ৬০০ কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন কংগ্রেস নেতা গজরাজ সিংহ জাডেজা। ফলে, বিনুভাইকে অপহরণ করেছিল গজরাজের আত্মীয়রা। তাঁকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন প্রয়াত কংগ্রেস নেতার আট আত্মীয়। গুজরাতের এই অবিবাহিত কংগ্রেস নেতার কাছে দীর্ঘ দিন কাজ করেছেন বিনুভাই। জাডেজার কোনও বংশধর না থাকায় তিনি পরিচারকের পরিবারকেই সাহায্য করতে চেয়েছিলেন বলে দাবি বিনুভাইয়ের। সেপ্টেম্বর মাসে মারা গিয়েছেন জাডেজা। তার আগে এই উইলের কথা তিনিও জানতেন না বলে জানিয়েছেন বিনুভাই।

জুহির পরামর্শ

১৬ জানুয়ারি
ভারত আর পাকিস্তানের স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বন্ধুত্ব বাড়ানোর উপর জোর দিলেন জুহি চাওলা। নয়াদিল্লিতে বুধবার এই উপলক্ষে একটি অনুষ্ঠানে এসেছিলেন জুহি। দিল্লি, মুম্বই, করাচি, লাহৌরের দশটি স্কুলের প্রচুর ছাত্রছাত্রী অনুষ্ঠানটিতে যোগ দিয়েছিল। সেখানেই জুহি পড়ুয়াদের অনুরোধ করেন, দু’দেশের তিক্ত সম্পর্ক ভুলে এগিয়ে যেতে। ছাত্রছাত্রীদের প্রতি তাঁর বক্তব্য, “তুমি তোমার বন্ধু নিজে পছন্দ করতে পার। প্রতিবেশী তো বাছতে পারবে না। সুতরাং অতীতের সব কিছু ভুলে গিয়ে এখন সামনে তাকানোর সময়। দু’দেশের মধ্যে সম্পর্ক সুদৃঢ় কররা সময়।”

বিধায়কের বাড়িতে বিস্ফোরণ

১৬ জানুয়ারি
জঙ্গিদের ছোঁড়া শক্তিশালী বোমায় কাঁপল মণিপুরের এক কংগ্রেস বিধায়কের বাড়ি। তবে ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ইম্ফলের কাছে সাঙ্গাইপোরো এলাকায় ঘটনাটি ঘটে। বিধায়ক এন লোকেন তখন বাড়িতেই ছিলেন। নিরাপত্তারক্ষীর সামনেই অজ্ঞাতপরিচয় জঙ্গিরা তাঁর বাড়ির গেটের সামনে বোমা ছুঁড়ে দিয়ে পালায়।

ক্রিকেট খেলায় বচসা, বিহারে খুন কিশোর
ক্রিকেট খেলার সময় বচসা হয়েছিল খুদে খেলোয়ারদের মধ্যে। তার জেরে এক কিশোরকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করল কয়েকজন অভিভাবক। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে সীতামঢ়ী জেলার বাজপট্টি থানার মাধওয়া গ্রামে। এক মহিলা-সহ তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নিহত বছর চোদ্দোর ছেলেটির বাবা। অভিযুক্তরা পলাতক। পুলিশ জানায়, গ্রামের মাঠে কয়েকটি ছেলে ক্রিকেট খেলছিল। তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। খেলার পর বাড়ি ফিরছিল অশোক কুমার (১৪)। অভিযোগ, তখনই তাঁর কয়েকজন বন্ধুর অভিভাবক তাকে ঘিরে ধরে। লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় ছেলেটিকে। ঘুষি, লাথিও মারা হয়। গ্রামের কেউ তাকে বাঁচাতে এগোয়নি বলে অভিযোগ। মারধরে মাথায় গুরুতর আঘাত লাগে অশোকের। পরিজনরা তাকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করেন। আজ সকালে সেখানেই তার মৃত্যু হয়।

লড়াই অমেঠি থেকেই
অমেঠিতে থেকেই রাহুল গাঁধীর বিরুদ্ধে লড়াই চালাবেন আম আদমি পার্টির প্রার্থী কুমার বিশ্বাস। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, ওই এলাকায় একটি ঘর ভাড়া করে থাকবেন। বিশ্বাসের বয়ানে, “রাহুল বলেন অমেঠির লোকেরা তাঁর পরিবারের সদস্য। তিনি নিজে অবশ্য বিমানে আসেন, রাজপ্রাসাদে থাকেন। অথচ স্থানীয়দের মাথায় ছাদ নেই। কিন্তু আমি তো যুবরাজ নই। তাই সাধারণ মানুষ যে ভাবে থাকেন সে ভাবে থেকেই নির্বাচনের প্রচার চালাব।” তবে অরবিন্দ কেজরিওয়াল লোকসভা ভোটে লড়বেন কি না, তা এখনও স্পষ্ট নয়। দলের রাজনীতি বিষয়ক কমিটির সদস্য যোগেন্দ্র যাদব জানান, কেজরিওয়াল শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনে দাঁড়াবেন কি না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

দু’টি দেহ উদ্ধার
করিমগঞ্জ জেলার বদরপুরে উদ্ধার হল দুই কিশোরের মৃতদেহ। শনিবার থেকে তারা নিখোঁজ ছিল। পুলিশের সন্দেহ, বিষাক্ত মাদক খেয়ে মৃত্যু হয়েছে দু’জনের। দেহগুলি ময়না তদন্তে পাঠানো হয়েছে। তাদের নাম নুরুল ইসলাম (১৩) ও মাসুম আহমেদ (১৬)। পুলিশ জানিয়েছে, নুরুল অষ্টম শ্রেণির ছাত্র। তার পড়শি মাসুম। সে পড়াশোনা ছেড়ে গাড়ির খালাসির কাজ করত। মাঝে-মধ্যে নুরুলকেও সঙ্গে নিয়ে যেত। শনিবার দু’জন একসঙ্গে বের হয়। বৃহস্পতিবার সকালে বদরপুর ব্লক কার্যালয় চত্বরের নির্জন জায়গায় দু’জনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। অতিরিক্ত পুলিশ সুপার কে কে গুপ্ত জানান, তাদের দেহে আঘাতের চিহ্ন নেই। মুখ কালো হয়ে গিয়েছে। সম্ভবত নেশার জিনিস খেয়ে বিষক্রিয়া ঘটেছে।

জখম জঙ্গিনেতা
গুলিতে গুরুতর জখম মণিপুরের একটি জঙ্গি সংগঠনের নেতা এস কে থাদৌকে শিলচরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩৮ বছর বয়সী থাদৌ ‘ইউনাইটেড ট্রাইবাল লিবারেশন আর্মি’র (এস কে খাদৌ গোষ্ঠী) চেয়ারম্যান। ওই সংগঠনটি গত বছরের ১৭ জানুয়ারি প্রশাসনের সঙ্গে সংঘর্ষবিরতি ঘোষণা করেছিল। সোমবার রাতে জিরিবাম থেকে ফেরার পথে তার গাড়ির দিকে এলোপাথারি গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই গাড়িতে সওয়ার এক যুবকের মৃত্যু হয়। জখম হয় থাদৌ-সহ তিনজন। জঙ্গিনেতার বুকে গুলি লেগেছিল। পুলিশের সন্দেহ, গোষ্ঠী বিবাদের জেরেই ঘটনাটি ঘটেছে।

পুলিশকে দুষল আপ
ডেনমার্কের মহিলা পর্যটকের গণধর্ষণ কাণ্ডের ৪৮ ঘণ্টা পরে মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অবশ্য ঘটনার দায় তিনি চাপান দিল্লি পুলিশের উপরই। এক হাত নিয়েছেন দিল্লির পুলিশ কমিশনারকেও। কেজরিওয়ালের বক্তব্য, নিজেদের কাজটা একেবারেই করতে পারছে না দিল্লি পুলিশ। তাঁর কথায়, “পুলিশের যদি দায়িত্ববোধ না বাড়লে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে।” তাঁর আরও সংযোজন, “একটা ধর্ষণ হলেই সবাই চেঁচামেচি শুরু করে। দোষীদের গ্রেফতার নিয়ে হইচই হয়। আমার প্রশ্ন হল, ধর্ষণের মতো ঘটনা পুলিশ ঘটতে দেবে কেন?”

মামলা দায়ের
বিজেপি নেতা অরুণ জেটলি এবং প্রেমকুমার ধুমলের বিরুদ্ধে মানহানির মামলা করলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ। সম্প্রতি অরুণ জেটলি অভিযোগ করেন, একটি বেসরকারি সংস্থার কাছ থেকে ঘুষ নিয়ে রাজ্যে তাদের বিদ্যুৎ প্রকল্পের মেয়াদ বাড়িয়েছেন বীরভদ্র। হিমাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত দাবি করে প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে চিঠিও লেখেন জেটলি।

হুডার সিদ্ধান্ত
ক্ষমতায় এসেই বিদ্যুতের দাম কমিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ বার সেই পথেই হাঁটছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ হুডা। রাজ্যে বিদ্যুতের দর অনেকটাই কমানোর সিদ্ধান্ত নিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। এর ফলে প্রায় ৪৩ লক্ষ গ্রাহক উপকৃত হবেন।

আত্মসমর্পণ
ছত্তীসগঢ়ের নারায়ণপুর জেলায় আত্মসমর্পণ করল এক মাওবাদী দম্পতি। পুলিশ সূত্রের খবর, ওই দু’জনের নাম বিনোদ এবং তার স্ত্রী জয়মতী। দলের কিছু সিদ্ধান্ত মেনে নিতে পারছিল না বলেই তারা আত্মসমর্পণ করে।

আগুনে মৃত বাবা, মেয়ে
অরুণাচল প্রদেশে বাড়িতে আগুন লেগে মৃত্যু হল বাবা, মেয়ের। মঙ্গলবার রাতে পূর্ব কামেং জেলার ফেঙচে গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় ওই বাড়ির সবাই ঘুমিয়েছিলেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.