সমন পাঠিয়েও সাক্ষ্য দিতে না আসায় বৃহস্পতিবার এক চিকিত্সকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কালনা আদালত। ওই নির্দেশ জারি করেছেন কালনা আদালতের সহকারী দায়রা বিচারক হেমন্ত সিংহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পি মুখোপাধ্যায় নামে ওই চিকিত্সককে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ২০০৯ সালের ২১ মে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাইগ্রামের বধূ সোনালী মণ্ডল। তিনি জানান, সন্ধ্যা ৬টা নাগাদ বাড়ির কাছে একটা কালভার্টে বসেছিলেন তিনি এবং তাঁর স্বামী ওসমান গনি সরকার। আচমকা কয়েক জন দুষ্কৃতী তাঁদের আক্রমণ করে। তারা পাইপগানের বাঁট দিয়ে তাঁর স্বামীর মাথায় আঘাতও করে। স্বামীকে বাঁচাতে গেলে তাঁকেও আঘাত করা হয় বলে অভিযোগ। সোনালীদেবী জানান, স্বামীকে প্রথমে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এলাকার তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। এ দিন আসামীপক্ষের আইনজীবী পার্থসারথী কর জানান, বর্ধমান মেডিক্যালে সোনালীদেবীর স্বামীর চিকিত্সা করেন পি মুখোপাধ্যায় নামে এক চিকিত্সক। তাঁর সাক্ষ্যের জন্য সমন পাঠানো হয় তাঁকে। কিন্তু তিনি না আসায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
|
পুকুর থেকে উদ্ধার হল এক বৃদ্ধার দেহ। বৃহস্পতিবার সকালে কালনা ১ ব্লকের রংপাড়া গ্রামের একটি পুকুর থেকে পুলিশ মালতি কিস্কু (৬০) নামে ওই আদিবাসী বৃদ্ধার দেহ উদ্ধার করে। তাঁর বাড়ি ওই গ্রামেই। এ দিন সকালে স্থানীয় কয়েক জন যুবক পুকুরে মৃতদেহ ভাসতে দেখে কালনা থানায় খবর দেন। এর পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ একটি দোকান থেকে বিড়ি কেনেন ওই মহিলা। এর পরে আর বাড়ি ফেরেননি তিনি। মৃতার স্বামী চরণ কিস্কু পুলিশকে জানান, তাঁর ছেলে-বৌমা সে সময় বাড়িতে ছিলেন না। সন্ধ্যার পর তিনি বাড়িতে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে মাঠের কাজে বেরিয়ে যান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মহিলা বিড়ি কিনে ফেরার পথে কোনও রকমে পা হড়কে পুকুরে পড়ে যান।
|
ধাত্রীগ্রাম উত্সব শেষ
নিজস্ব সংবাদদাতা • কালনা |
ধাত্রীগ্রাম উত্সব শেষ হল বৃহস্পতিবার। কালনা ১ ব্লকের ওই উত্সবের শেষ দিনে মত্স্য দফতরের তরফে এলাকার মত্স্য চাষিদের বিভিন্ন সরঞ্জাম দেওয়া হয়। এর মধ্যে ছিল ২৫টি তাপ নিরোধক স্বাস্থ্য সম্মত বাক্স। এখানে ৪৮ ঘণ্টা পর্যন্ত বরফ দিয়ে মাছ রাখা যাবে। এ ছাড়াও পাঁচ জনকে বিশেষ সাইকেল এবং একজনকে মত্স্যযান দেওয়া হয়। ছিলেন জেলা মত্স্য আধিকারিক জগবন্ধু দাস এবং রাজ্যের ক্ষুদ্র, কুটির এবং প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ।
|
জাল টাকা চক্রের সঙ্গে জড়িত চার ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার গলসির কুলগোড়িয়া চটিতে ফাঁদ পেতে তাদের ধরা হয়। ধৃতদের নাম শেখ মুক্কাররাম ওরফে বাবলু, শেষ পান্নালাল ওরফে ফটিক, আজিমুদ্দিন খান ওরফে বুলবুল ও শেখ ফিরোজ। পুলিশ জানায়, ধৃতদের প্রথম জনের বাড়ি গলসির শিরোরাই গ্রামে। পান্নার বাড়ি বর্ধমানের ফকিরপুরে। আজিমুদ্দিন থাকে বর্ধমানেরই গোদায় ও লাকুরড্ডিতে থাকে শেষ জন। |
গলসি থেকে উদ্ধার হওয়া জাল টাকা ও অস্ত্র।—নিজস্ব চিত্র। |
এসপি বলেন, “কয়েকদিন আগে গলসি থানায় খবর আসে কুলগোড়িয়া চটিতে একদল লোক নকল সোনার কয়েন বিক্রি করে মানুষকে ঠক্কাচ্ছে। টাকা দ্বিগুণ করার লোভ দেখিয়ে জাল পাঁচশো টাকার নোট দিচ্ছে। খবর পেয়ে গলসি থানার ওসি দেবব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ স্থানীয় একটি হোটেলে ওই সোনার কয়েনের খদ্দের সেজে যায়। সেখানেই তাঁদের সঙ্গে দেখা হয় ওই চারজনের।” ধৃতদের কাছ থেকে ৪৯টি জাল পাঁচশো টাকার নোট, ৪.১৭০ গ্রাম ওজনের একটি সোনার কয়েন ও ১৫টি তামার তৈরি নকল কয়েন মিলেছে বলেও তিনি জানান। তাঁর দাবি, ওই সোনার কয়েন দেখিয়ে তামার কয়েন গছিয়ে মানুষকে প্রতারিত করতো ওই চার জন।”
ওই দুষ্কৃতীদের কাছ থেকে দুটি গুলি ভর্তি পাইপগানও উদ্ধার করা হয়েছে। এসপি জানান, এই প্রতারক দলটির নেতা আজিমুদ্দিন খান। তাঁর হেফাজত থেকেই মিলিছে সোনার কয়েনটি। শুক্রবার ধৃতদের আদালত তোলা হবে বলেও জানান তিনি।
|
পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ নেওয়ার জন্য ফর্ম দেওয়া হবে আগামী ৩ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার সকালে কাটোয়া জল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানালেন কাটোয়ার বিধায়ক তথা প্রাক্তন পুরপ্রধান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি আরও জানান, প্রাথমিক ভাবে প্রতিটি ওয়ার্ডে ১০০টি করে ফর্ম দেওয়া হবে। কোন কোন ওয়ার্ডে, কবে থেকে ফর্ম বিলি করা হবে তাও জানানো হয়। কেন্দ্রীয় সরকারের ‘জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রুরাল মিশনে’ এই প্রকল্পটি নেওয়া হয়েছে। খরচ হয়েছে আনুমানিক ৩০ কোটি টাকা। বিধায়কের দাবি, রাজ্যের তিনটি পুরসভা প্রথম এই প্রকল্পের অন্তর্ভূক্ত হয়েছিল। তার মধ্যে কাটোয়া পুরসভাই প্রকল্পটি শেষ করতে পারল। এ দিন প্রকল্পের উদ্বোধন করেন কাটোয়ার মহকুমাশাসক আর অর্জুন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এ বার থেকে দিনে তিনবারের বদলে চার বার জল দেওয়া হবে। সভায় প্রত্যেক বক্তা জানান, গঙ্গার জল শোধন করতে ও বিদ্যুতের বিল বাবদ পুরসভাকে প্রচুর টাকা দিতে হবে। তাই জলের অপচয় না করার ক্ষেত্রে প্রত্যেককে সচেতন হতে বলা হয়।
|
কলেজ নির্বাচনের মনোনয়নপত্র তোলা নিয়ে খাতড়া আদিবাসী কলেজে টিএমসিপি-র বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলল বিজেপি-র ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। বৃহস্পতিবার থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীন এই কলেজে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দেওয়ার কাজ শুরু হয়েছে। এবিভিপি-র অভিযোগ, তাঁদের কয়েকজন সদস্য কলেজে মনোনয়নপত্র তুলতে যান। কলেজের বাইরেই টিএমসিপি-র সদস্যেরা তাঁদের বাধা দেন। দু’পক্ষের মধ্যে এ নিয়ে হাতাহাতি বাধে। এবিভিপি-র সদস্যেরা সামনের বাঁকুড়া-খাতড়া রাস্তা কিছু ক্ষণের জন্য অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে লাঠি চালিয়ে তাঁদের সরিয়ে দেয় বলে অভিযোগ। যদিও পুলিশ লাঠি চালানোর কথা অস্বীকার করেছে। টিএমসিপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। উল্টে তারাই এবিভিপি-র সদস্যদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে। |