নির্দিষ্ট সময় মেলে না মাসিক বেতন, এমন অভিযোগে পরিবহণ বন্ধ রেখে জামুড়িয়ায় একটি বেসরকারি কয়লা উত্তোলক সংস্থার কোলিয়ারিতে বিক্ষোভ দেখালেন ঠিকাকর্মীরা। বৃহস্পতিবার তৃণমূল প্রভাবিত আসানসোল মহকুমা মোটর ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্বে ওই বিক্ষোভ হয়। পরিবহণ বন্ধ রাখা হয় রাত পর্যন্ত। ওই সংগঠনের সাধারণ সম্পাদক রাজু অহলুওয়ালিয়া অভিযোগ করেন, কর্মীদের সরকার নির্ধারিত বেতনের অর্ধেকের থেকেও কম বেতন দেওয়া হয়। পরিচয়পত্র দেওয়া হয় না। রাজুবাবু আরও অভিযোগ করেন, কর্মীদের চিকিত্সাজনিত এবং বিমাজনিত সুযোগ মেলে না। টিফিনের খরচ দেওয়া হয় না চালক এবং খালাসিদের। বিনা নিয়োগপত্রেই কাজ করানো হচ্ছে। এই সমস্ত প্রতিকারের দাবিতে এ দিন পরিবহণ বন্ধ রেখে বিক্ষোভ দেখানো হয়। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, আলোচনার মাধ্যমে বিষয়গুলি নিষ্পত্তির চেষ্টা চলছে। |
রাজীব গাঁধী আবাস যোজনা প্রকল্প নিয়ে বৈঠক হল রানিগঞ্জ পুরসভায়। বৃহস্পতিবার সেখানে ছিলেন পুরসভার ২২টি ওয়ার্ডের কাউন্সিলর, সব ওয়ার্ড কমিটির সম্পাদক এবং এই কাজ করার জন্য সরকার নিযুক্ত দু’টি এজেন্সির প্রতিনিধিরা। পুরপ্রধান অনুপ মিত্র জানান, রানিগঞ্জে আগে ছিল ৬৫টি নথিভুক্ত বস্তি। এ দিন আরও ২০টি নতুন বস্তি এই তালিকায় যোগ করা হয়েছে। তিনি আরও জানান, এই সব বস্তিতে আবাসন তৈরি হবে। সেই কাজের জন্য সমীক্ষাও শুরু হয়েছে। আবাসন তৈরির জন্য উপভোক্তাদের ১০ শতাংশ ব্যয় বহন করতে হবে। এ ছাড়া কেন্দ্রীয় সরকার ৬৫ শতাংশ টাকা দেবে এবং রাজ্য সরকার দেবে ২৫ শতাংশ টাকা। |
স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল বারাবনি থানার পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতে পাঠিয়েছেন। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সিদ্ধার্থ সরকার। গত বছরের ১৮ নভেম্বর তার সঙ্গে বিয়ে হয় ঝাড়খণ্ডের জামতাড়ার বাসিন্দা রিঙ্কু দাসের। গত ৩১ ডিসেম্বর পুলিশ রিঙ্কুদেবীর দগ্ধ দেহ তাঁর শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে। মৃতার মা ঝর্ণা দাসের অভিযোগের ভিত্তিতে পুলিশ সিদ্ধার্থকে গ্রেফতার করেছে। |
এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হল বৃহস্পতিবার জামুড়িয়ার কেন্দুলিয়ার একটি জলাশয় থেকে। মৃতের বয়স আনুমানিক ৪২। বেশ কয়েক দিন আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা। দেহ পুরোপুরি পচে যাওয়ায় কোনও ক্ষত চিহ্ন আছে কিনা বোঝা যাচ্ছে না। |