তৃণমূলের জামুড়িয়া ডোবরানা অঞ্চল সভাপতি বুধন গড়াইকে মারধরে অভিযুক্ত সিপিএম কর্মীদের ধরার দাবিতে বৃহস্পতিবার জামুড়িয়ায় মিছিল করল তৃণমূল।
তৃণমূলের জামুড়িয়া ২ নম্বর ব্লক যুব সভাপতি অসিত মণ্ডলের অভিযোগ, ১৪ জানুয়ারি সিপিএমের ডোবরানা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কাজল বাউড়ি-সহ ৯ জন কর্মী বুধনবাবুর বাড়ির দেওয়ালে তৃণমূলের দেওয়াল লিখন মুছে দেন এবং নিজেদের কর্মসূচি লিখতে শুরু করেন। অভিযোগ, এই ঘটনার প্রতিবাদ করায় বুধনবাবুকে মারধর করেন কাজলবাবুরা। এলাকাবাসীরা এসে উদ্ধার করেন তাঁকে। অসিতবাবুর অভিযোগ, কেন্দা ফাঁড়িতে অভিযোগ দায়ের করার পরেও কেউ ধরা পড়েনি।
সিপিএমের অজয় জোনাল সম্পাদক মনোজ দত্ত দাবি করেন, ১৪ তারিখ বুধনবাবুর বাড়ির দেওয়ালে নয়, কাজলবাবুরা খাসকেন্দা দুর্গামন্দিরের কাছে একটি চায়ের দোকানের দেওয়ালে লিখছিলেন। তাঁর অভিযোগ, হঠাত্ তৃণমূল নেতা অসিত মণ্ডল, মুকুল বন্দ্যোপাধ্যায়দের নেতৃত্বে ৯ জন তৃণমূল কর্মী তাঁদের উপর চড়াও হন। তাদের হাতে মার খেয়ে কাজলবাবু-সহ ৭ জন সিপিএম কর্মী অসুস্থ হয়ে পড়েন। মারধর করা হয় ডোবরানা পঞ্চায়েতের সিপিএমের বর্তমান পঞ্চায়েত সদস্য আবীর মণ্ডলকেও। মনোজবাবু জানান, এখন সহানুভুতি আদায়ের জন্য মিথ্যা অভিযোগ দায়ের করে মিছিলের নাটক করছে তৃণমূল। মনোজবাবু বলেন, “আমরা অভিযোগ দায়ের করার পরেই ওরাও পাল্টা আমাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।” |