টুকরো খবর
১৭ বছর পর বাগান খুলল
১৭ বছর পরে খুলল দার্জিলিঙের রিংটঙ চা বাগান। আজ, বৃহস্পতিবার থেকে বাগানে পুরোদমে কাজ হবে। গত ২৪ ডিসেম্বর বাগান কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনের বৈঠকে চুক্তি হয়। বাগানের মালিকপক্ষের তরফে সঞ্জয় চৌধুরী বলেন, “শ্রমিক সংগঠনের সঙ্গে চুক্তির ভিত্তিতে বাগান খোলা হয়েছে। শ্রমিকদের বকেয়া মিটিয়ে দেওয়া হবে।” ১৯৯৬ সালে রিংটঙ চা বাগানে কারখানা আগুনে ভস্মীভূত হয়ে যায়। এর পরে বাগান বন্ধ হয়ে যায়। শ্রমিকরা বিপাকে পড়েন। গোর্খা জনমুক্তি মোর্চা অনুমদোতি চা শ্রমিক সংগঠনের পক্ষ তেকে দীর্ঘদিন ধরে ওই চা বাগানটি খোলানোর জন্য আন্দোলন করা হচ্ছে। এই ব্যাপারে অনশনও করেছেন মোর্চা নেতারা। সেই সময়ে তৎকালীন শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাগানটি খোলানোর ব্যাপারে পদক্ষেপ করার আশ্বাস দিলে অনশন ওঠে। মোর্চা অনুমোদিত চা শ্রমিক সংগঠনের সভাপতি পি টি শেরপা বলেন, “আমরা খুশি বাগানটি খুলেছে। তবে আশা করি, শ্রমিকদের বকেয়া দ্রুত মেটানো হবে।”

অতিথি আপ্যায়ন শেখাতে প্রশিক্ষণ
অতিথি আপ্যায়ন থেকে খাবার কী ভাবে সাজিয়ে পরিবেশন করতে হবে, তা হাতে কলমে শিখলেন উত্তরবঙ্গের বিভিন্ন বনবস্তির বাসিন্দারা। বুধবার বিকালে চিলপাতা জঙ্গল ক্যাম্পে রাজ্য পর্যটন দফতর ও স্বেচ্ছাসেবী সংস্থা ‘অ্যাক্ট’-এর উদ্যোগে ১৪ দিনের ওই প্রশিক্ষণ শিবির শুরু হল। উদ্বোধন করেন ফালাকাটার বিধায়ক অনিল অধিকারি এবং পর্যটন দফতেরে যুগ্ম অধিকর্তা সুনীল অগ্রবাল। অ্যাক্ট-এর আহ্বায়ক রাজ বসু বলেন, “তরাই ডুয়ার্স ও দার্জিলিং পাহাড়ে ৬৮৫ টি হোমস্টে’র ব্যবস্থা রয়েছে। তবে সব জায়গায় পর্যটকেরা সমান আথিতেয়তা পান না। হোমস্টে’র সঙ্গে জড়িতদের অতিথি আপ্যায়নের দিকটি মাথায় রেখেই প্রশিক্ষণের ব্যবস্থা। দার্জিলিংয়ের দাওয়াইপানি, কালিম্পং, সামসিং, দলগাঁও ও চিলাপাতার ২৯ জন যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে তাঁদের শংসাপত্র দেওয়া হবে।” প্রশিক্ষণে ইংরেজি ভাষায় অতিথিদের আপ্যায়ন, স্থানীয় গাছ, বন্যজন্তু, প্রজাপতির নাম শেখানো, ঘর পরিস্কার, অতিথিদের খাবার পরিবেশন, গোবর গ্যাসের ব্যবহার সমন্ধে সজাগ করা হবে।

আদালতের নির্দেশ
আনন্দচন্দ্র কলেজের নির্বাচন কেন বাতিল করা হবে না সেটা তিন দিনের মধ্যে কলেজ অধ্যক্ষকে জানানোর নির্দেশ দিল জলপাইগুড়ি আদালত। বুধবার জেলা দায়রা আদালতের সিভিল জজ জুনিয়র ডিভিশনের ভারপ্রাপ্ত বিচারক শ্রীময়ী কুণ্ডু ওই নির্দেশ দেন। এ দিন ছাত্র পরিষদ সমর্থক কলেজের প্রথম বর্ষের ছাত্র অনীক মালোদাস ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে গোলমাল, বড় অংশের প্রাথীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার ঘটনা নিয়ে আদালতের দ্বারস্থ হন। অনীক মালোদাসের আইনজীবী রাজীব ভৌমিক বলেন, “আদালত জানতে চেয়েছে কেন ওই পরিস্থিতিতে নির্বাচন বাতিল করা হবে না? তিন দিনের মধ্যে অধ্যক্ষকে কারণ দর্শাতে হবে।” কলেজ পরিচালন সমিতির সভাপতি আনন্দগোপাল ঘোষ বলেন, “ওই বিষয়ে এখনও কিছু শুনিনি। খোঁজ নেব।”

মহকুমা পরিষদের ভোট নিয়ে চিঠি
শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের দিন ঠিক করতে রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত সচিবকে চিঠি দিল। শিলিগুড়ি মহকুমা পরিষদের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ২০ জুন। কমিশনের পক্ষ থেকে ৮ জানুয়ারি চিঠি দেওয়া হলেও রাজ্য সরকারের কাছ থেকে বুধবার পর্যন্ত কোনও জবাব পায়নি কমিশন। এই দিন রাজ্য নির্বাচন কমিশন সূত্রে ওই খবর জানা গিয়েছে। কমিশন সূত্রের খবর, শিলিগুড়ি মহকুমা পরিষদ গঠিত হয়েছে ফাঁসিদাওয়া, খড়িবাড়ি, নকশালবাড়ি ও মাটিগাড়া ব্লককে নিয়ে। ওই মহকুমা পরিষদ ৪টি পঞ্চায়েত সমিতি ও ২২টি গ্রামপঞ্চায়েত নিয়ে গঠিত। কমিশন সূত্রের খবর, লোকসভা নির্বাচন মে মাসেই শেষ হয়ে যাবে। ফলে জুন মাসের মাঝামাঝি ওই মহকুমা পরিষদের নির্বাচন করা যেতে পারে। প্রসঙ্গত, গোর্খা পার্বত্য পরিষদ গঠিত হওয়ার পর থেকেই দার্জিলিং জেলাপরিষদের নির্বাচন হয় না। পরিবর্তে শিলিগুড়ির চারটি ব্লককে নিয়ে মহকুমা পরিষদ গঠিত হয়। কমিশন সূত্রের খবর, গোর্খাপার্বত্য পরিষদের বাইরেও দার্জিলিং জেলায় আরও কয়েকটি এলাকা পঞ্চায়েতের মধ্যে রয়ে গিয়েছে যা শিলিগুড়ি মহকুমা পরিষদের আওতায় নেই। সেখানে দীর্ঘ দিন পঞ্চায়েতের কোনও নির্বাচন হয়নি। রাজ্য নির্বাচন কমিশন চায় ওই অংশেও এবার নির্বাচন করা হোক।

দাবি জানালেন হরকাবাহাদুর
বছর চারেক আগে প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত দার্জিলিংয়ের ৫৫ নম্বর জাতীয় সড়ক এবং টয়ট্রেন লাইনের একাংশের মেরামত এখনও হয়নি। বিষয়টি রাজ্য সরকারের নজরে আনতে বুধবার নবান্নে এসে মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকপত্র পেশ করেন গোর্খা জনমুক্তি মোর্চার বিধায়ক হরকাবাহাদুর ছেত্রী। প্রসঙ্গত হরকাবাহাদুর বলেন, “এই বিষয়টি মোর্চার তরফে গত বছর ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী জয়রাম রমেশের নজরেও আনা হয়েছিল। তখন কেন্দ্রীয়মন্ত্রী পাহাড়ের আয়লা বিধ্বস্ত এলাকার পুনর্গঠনের জন্য ৮০ কোটি টাকা অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছিলেন।” কিন্তু তারপরও কোনও কাজ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন ওই মোর্চা বিধায়ক। গোর্খা জনমুক্তি মোর্চার বিধায়ক হরকাবাহাদুর জানান, ২০০৯ সালে দার্জিলিংয়ের তিনধারিয়ার কাছে ৫৫ নম্বর জাতীয় সড়কের একাংশ ধসে পড়ে। বিধ্বস্ত হয় দার্জিলিংয়ের টয়ট্রেন লাইনের কিছু এলাকাও। যার ফলে ৫৫ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়। তখন থেকে রোহিনী, পাঙ্খাবাড়ি দিয়ে দার্জিলিংয়ের সঙ্গে সড়ক যোগাযোগ করতে হচ্ছে।

স্ত্রীকে কুপিয়ে খুন, থানায় আত্মসমর্পণ
অন্য সম্পর্ক রয়েছে সন্দেহে কুড়ুল দিয়ে কুপিয়ে স্ত্রী কে খুনের অভিযোগ উঠল চা শ্রমিকের বিরুদ্ধে। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে ফালাকাটা থানার কাদম্বিনী চা বাগানের কোয়ার্টার লাইনে। নিহতের নাম বাসন্তী রতিয়া (৩৫)। খুনের পরে আলিপুরদুয়ার থানায় গিয়ে আত্মসমর্পণ করেন স্বামী মংরু। পরে তাঁকে ফালাকাটা থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ জানিয়েছে, মংরু এবং বাসন্তী দু’জনই বাগানের শ্রমিক। পনেরো বছর আগে স্বামী মারা যাওয়ার পরে দেওর মংরুর সঙ্গে বাসন্তীর ফের বিয়ে হয়। দুই মেয়ে ও এক ছেলে ছাড়া মংরুর মা আছেন। বাসন্তীর সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করছিল মংরু। তা নিয়ে তাদের সংসারে চরম অশান্তি চলছিল। বুধবার ভোর পাঁচটা নাগাদ বাসন্তী রান্না করার সময় আচমকা মংরু কুড়ুল দিয়ে বাসন্তীকে কোপায়।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.