কন্যাশ্রী মেলায় এক দিনেই ফর্ম তোলা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল রাজারহাটের ১৩টি স্কুলের ছাত্রীদের। বুধবার, নিউ টাউনের হিডকোর পাশে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই মেলা। ছিলেন নারীকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিধায়ক সব্যসাচী দত্ত, হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন, জেলাশাসক সঞ্জয় বনশল প্রমুখ। শশী পাঁজা বলেন, “যারা কন্যাশ্রীর আওতায় পড়বে তাদের অধিকাংশেরই আজ অ্যাকাউন্ট হল। দিন কয়েকের মধ্যেই টাকা চলে আসবে।” মেলায় ছিলেন শিক্ষক-শিক্ষিকারাও। ছিলেন রাজারহাটের বিভিন্ন ব্যাঙ্কের শাখা-অফিসারেরা ও উত্তর ২৪ পরগনার জেলাশাসক-সহ প্রশাসনিক কর্তারা। দেবাশিস সেন বলেন, “সকলে এক সঙ্গে থাকায় পুরো প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়।” সব্যসাচীবাবু বলেন, “মেয়েদের আর্থিক স্বনির্ভরতার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে এই প্রকল্প তৈরি করেছেন। এই প্রকল্প রাজারহাটে প্রথম দিনেই সাফল্য পেয়েছে। এ দিন কয়েকশো ছাত্রী ফর্ম জমা দিয়েছে।” টাকা জমা না রেখে মেয়ের নামে অ্যাকাউন্ট খুলে যাওয়ায় খুশি অভিভাবকেরাও। এক অভিভাবক জানান, এত তাড়াতাড়ি সব হয়ে যাবে ভাবিনি। এ দিনের মেলায় ছাত্রীরা কন্যাশ্রী প্রকল্প নিয়ে কবিতাও লেখে।
|
আড়াই মাসে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র চেয়ারম্যান-পদে দু’বার বদলানো হল। নভেম্বরের গোড়ায় দায়িত্ব নিয়ে চেয়ারম্যান প্রদীপ শূর বুধবার ইস্তফা দেন। এ দিনই নতুন কমিশন-প্রধানের দায়িত্ব নেন ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজের অধ্যক্ষ সুবীরেশ ভট্টাচার্য। চিত্তরঞ্জন মণ্ডল চেয়ারম্যান-পদ ছাড়েন ২৫ অক্টোবর। পদে এসেই প্রদীপবাবু কমিশনের টাকায় দামি মোবাইল কিনে, নিয়ম-বহির্ভূত ভাবে মোটা টাকা অনুদান দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। তৃণমূল সূত্রের খবর, বিতর্কের জেরেই তাঁকে ইস্তফা দিতে নির্দেশ দেওয়া হয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অবশ্য বলেন, “ব্যক্তিগত কারণে উনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। কোনও নির্দেশ দেওয়া হয়নি।” নতুন চেয়ারম্যান সুবীরেশবাবু জানান, চতুর্থ দফায় কাউন্সেলিং করে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ফাঁকা পদ পূরণ করা হবে। স্বচ্ছতার খাতিরে সব তথ্য জানানো হবে ওয়েবসাইটে।”
|
রাজ্যে বেআইনি কয়লা খনি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। এই ব্যাপারে রাজ্য সরকারকে ছ’সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে সবিস্তার তথ্য পেশের নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। সিপিএম বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় আসানসোল এলাকার বেআইনি কয়লা খনি নিয়ে একটি জনস্বার্থ মামলা করেছেন। বুধবার তার শুনানিতে আবেদনকারীর তরফে বলা হয়, রাজনৈতিক মদতে অবৈধ খনি রমরমিয়ে চলছে। সরকারের ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা। বিচারপতিরা এতে ক্ষোভ প্রকাশ করেন। ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, বেআইনি কয়লা খনি বন্ধে সরকার কী ব্যবস্থা নিয়েছে, হলফনামায় তা-ও জানাতে হবে।
|
সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনের দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সুদীপ্ত আবেদনে জানিয়েছিলেন, তাঁকে বারবার এক থানা থেকে অন্য থানায় টানাহেঁচড়া করা হচ্ছে। তাঁর ১৮ কিলোগ্রাম ওজন কমেছে। তিনি যদি মারা যান, সব থেকে বেশি ক্ষতি হবে আমানতকারীদের। একটি বিশেষ আদালতে সারদা সংক্রান্ত সব মামলার বিচার করার জন্য বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ যে-রায় দিয়েছিল, রাজ্য সরকার তা-ও মানেনি। বুধবার সুদীপ্তের হয়ে কোনও আইনজীবী দাঁড়াননি। আবেদনকারীর পক্ষে কেউ হাজির না-থাকায় বিচারপতি দীপঙ্কর দত্ত মামলাটি খারিজ করে দেন। |