টুকরো খবর
‘প্রতারক’ জ্যোতিষী
দুই ভুয়ো জ্যোতিষীর কথায় বিশ্বাস করার মাসুল দিলেন এক যুবক। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিটে। পুলিশ জানায়, সৌগত চট্টোপাধ্যায় নামে ওই যুবক পার্ক স্ট্রিটেরই এক অফিসে কাজ করেন। মঙ্গলবার সন্ধ্যায় পার্ক স্ট্রিট থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন সৌগত। পুলিশকে তিনি জানান, তিনি অফিসের সামনের একটি দোকানে চা খাচ্ছিলেন। তখন দু’জন তাঁর কাছে এসে নিজেদের জ্যোতিষী বলে পরিচয় দেয়। সৌগতবাবুর বিশ্বাস অর্জন করার জন্য তাঁর ভূত-ভবিষ্যৎও গড়গড়িয়ে বলে যায় তারা। বলে দেয়, সৌগতের কাছে কত টাকা রয়েছে এবং সম্প্রতি সৌগতের স্ত্রী মারা গিয়েছেন। পুলিশ জানায়, সৌগত জানিয়েছেন, এর পরেই দোষ কাটানোর নাম করে ওই দু’জন সৌগতকে তিরিশ পা হেঁটে আসতে বলে। ফিরে আসার পরে তারা ওই যুবককে তাঁর শরীর থেকে সব ধাতু খুলে ফেলার নির্দেশ দেয়। কথা মতো তাই করেন সৌগত। এ বার ওই যুবককে ফের তিরিশ পা হেঁটে আসতে বলে ওই দুই ব্যক্তি। অভিযোগ, তখনই সৌগতের অন্যমনস্কতার সুযোগ নিয়ে তাঁর খুলে দেওয়া একাধিক সোনার আংটি এবং কয়েকশো টাকা নিয়ে পালায় তারা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত হচ্ছে। সৌগতের দেওয়া অভিযুক্তদের বিবরণের উপরে ভিত্তি করে স্কেচ আঁকাচ্ছে পুলিশ। তবে বুধবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

পুরসভার মিটার বক্সে আগুন
রাজারহাট পুরসভার মিটার বক্সে আগুন লাগায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। পুলিশ জানায়, মিটার বক্সটি ছিল পুরসভার এক তলায় গাড়িচালকদের বিশ্রামকক্ষে। কয়েক জন গাড়িচালক প্রথম মিটার বক্সে ধোঁয়া দেখেন। এর পরে অফিসকর্মীরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তবে তার আগেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। রাজারহাট পুরসভার চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায় বলেন, “সামনেই বাজেট। অফিসের কোনও নথি পুড়ে গেলে সমস্যা হত।”

উদ্ধার চোরাই লরি
চোরাই লরি উদ্ধার করল রাজারহাট থানার পুলিশ। মঙ্গলবার, লরিটি মেলে উত্তর ২৪ পরগনার অশোকনগরের রাস্তা থেকে। পুলিশ জানায়, চলতি মাসের এগারো তারিখে লরিটি রাজারহাটের পানাপুকুর থেকে চুরি যায়। তদন্তে নেমে পুলিশ তারিক হোসেন মোল্লা, আতিয়ার রহমান ও আতিয়ার মোল্লা নামে তিন যুবককে ধরে। পুলিশের অনুমান, ওই তিন যুবক আন্তঃরাজ্য গাড়ি পাচারকারী দলের সঙ্গে যুক্ত। এর আগেও রাজারহাট নিউ টাউন থেকে একাধিক গাড়ি চুরির অভিযোগ এসেছে।

কোর্টে সৌরভ
প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বুধবার সকালে কলকাতা হাইকোর্টে হাজির হন। একটি বন্ধ হয়ে যাওয়া চ্যানেলের সঙ্গে তাঁর মামলা চলছে। মামলাটি সার্ভিস ট্যাক্স নিয়ে। সৌরভ এ দিন তাঁর হলফনামায় সই করার জন্য হাইকোর্টে যান।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.