চা-শিল্পের কী হবে, সংশয়ে বিরোধীরা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রুগ্ণ ৫টি চা-বাগানের পুনরুজ্জীবনের জন্য বেসরকারি লগ্নির পথে যাওয়ার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, তাতে শিল্প মহলে ইতিবাচক প্রতিক্রিয়া হলেও বিরোধী রাজনৈতিক দলগুলি এর জেরে শাসক দলের ‘দ্বিচারিতা’র অভিযোগই তুলছে। শিল্পমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন, ওই বাগানগুলির ৪৯% মালিকানা রাজ্যের হাতে থাকবে, না পুরোটা বেসরকারি হাতে দেওয়া হবে, তা খতিয়ে দেখবে একটি কমিটি। বিরোধী দলগুলির বক্তব্য, প্রকৃতপক্ষে বেসরকারিকরণের প্রক্রিয়াই এর ফলে শুরু হয়ে যাচ্ছে। এবং তাদের সংশয়, এতে চা-শ্রমিকদের সমস্যার সমাধান হবে না। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে তৃণমূলের ইস্তাহারে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে রুগ্ণ শিল্পের পুনরুজ্জীবনের কথা বলা হয়। চা-শিল্পের কথা সেখানে ছিল। সেই দৃষ্টান্ত টেনে বেসরকারি উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। কিন্তু একান্তে তৃণমূলের নেতাদের একাংশও সন্দিহান, বন্ধ চা-বাগানগুলির শ্রমিকদের সরকারি চাকরিতে নিয়ে নেওয়ার যে ঘোষণা করা হয়েছে, তা কত দূর বাস্তবসম্মত। |
পাইকারি মূল্যবৃদ্ধি পাঁচ মাসে সর্বনিম্ন
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
১৫ জানুয়ারি |
শাক-সব্জির দাম কমার হাত ধরে খুচরো বাজার দরের পাশাপাশি কমলো সার্বিক মূল্যবৃদ্ধির হার। বুধবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী পাইকারি মূল্য সূচকের ভিত্তিতে হিসাব করা সার্বিক মূল্যবৃদ্ধির এই হার ডিসেম্বরে দাঁড়িয়েছে ৬.১৬ শতাংশ। গত পাঁচ মাসে তা সবচেয়ে কম। এর আগে ২০১৩-র জুলাইয়ে তা ছিল ৫.৮%। তার পর আর তা এত নীচে নামেনি। শাক-সব্জির মূল্যবৃদ্ধি ডিসেম্বরে কমে হয়েছে ৫৭.৩৩%, আগের মাসে তা ছিল ৯৫.২৫%। মূল্যবৃদ্ধি কমায় শিল্পমহলও রিজার্ভ ব্যাঙ্ককে তার আসন্ন ঋণনীতিতে সুদ কমানোর জোরালো দাবি জানিয়েছে। এ দিকে, সার্বিক মূল্যবৃদ্ধি কমার প্রভাবে বুধবার সেনসেক্সও বেড়েছে প্রায় ২৫৭ পয়েন্ট।
|
স্পেকট্রাম নিলামে আবেদন ৮ সংস্থার
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
১৫ জানুয়ারি |
দুর্নীতির অভিযোগে ১৮০০ মেগাহার্ৎজ স্পেকট্রামের ১২২টি লাইসেন্স বাতিল হওয়ার পরে সেগুলি গত মার্চে কেন্দ্র নিলামে তুললেও চড়া দরের যুক্তিতে টেলিকম শিল্প সাড়া দেয়নি। আগামী ফেব্রুয়ারির নিলামের জন্য ২৬% দর কমানোর পর অবশ্য সাড়া মিলল ৮টি সংস্থার কাছ থেকে। সরকারি সূত্রে খবর, বুধবার ভোডাফোন, এয়ারটেল, আইডিয়া সেলুলার, এয়ারসেল, রিলায়্যান্স কম, রিলায়্যান্স জিও ইনফোকম, টাটা টেলিসার্ভিসেস ও টেলিউইংস (পূর্বতন ইউনিনর) নিলামে অংশ নিতে আবেদন করেছে। এ দিনই ছিল আবেদন জমার শেষ দিন। লুপ ও ভিডিওকন আবেদন জানায়নি। লুপের শীর্ষ কর্তা সন্দীপ বসু জানান, তাঁরা লাইসেন্সের মেয়াদ বাড়াতে টিডিস্যাটে আর্জি জানিয়েছেন। |