চলচ্চিত্র উৎসব
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আগামী ১-৭ ফেব্রুয়ারি শিলিগুড়িতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। উদ্যোক্তা শিলিগুড়ি সিনে সোসাইটি। কলকাতা চলচ্চিত্র উৎসবের অঙ্গ হিসাবে এই চলচ্চিত্র উৎসব হয়ে এলেও এ বার সরকারি সাহায্যের অভাবেই এই উৎসব করা সম্ভব হয়নি বলে অভিযোগ উঠেছে। যদিও উৎসব কমিটির কর্মকর্তারা তা নিয়ে কিছু বলতে নারাজ। তবে দেরিতে হলেও অরুণাভ পাল চৌধুরী, অভিষেক বসুদের মতো একদল তরুণ ছেলেমেয়ে উৎসবের জন্য অর্থ সংস্থান করতে এগিয়ে আসায় শেষ পর্যন্ত দেরিতে হলেও এই উৎসবের আয়োজন হতে চলেছে। শিলিগুড়ি সিনে সোসাইটির সাধারণ সম্পাদক ইজরায়েল, ইরান, হাঙ্গেরি এবং বাংলাদেশের ছবি দেখানো হবে। সব মিলিয়ে ১০ টি ছবি। থাকবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এখানকার কয়েকটি ছবিও। ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়ার তরফে ছবিগুলি সরবরাহ করা হবে। ছবি দেখতে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ২৯-৩১ জানুয়ারি বিধান রোডে একটি হোটেলে স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্রের উৎসব হবে। ওই সময় ফিল্ম এপ্রিসিয়েশন কোর্স করানো হবে। বাংলাদেশের পরিচালক তনভির মোকাম্মেল, ফড়িং ছবির পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী কোর্স করানোর ক্ষেত্রে অন্যতম ব্যক্তিত্ব হিসাবে থাকবেন।
|
৭ই শুরু নাট্যোৎসব
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
৭ই ফেব্রুয়ারি থেকে ওদলাবাড়িতে শুরু হচ্ছে নাট্য উৎসব। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ছয় দিনের নাট্য উৎসবে ৯টি নাটক মঞ্চস্থ হবে। বুধবার সাংবাদিক সম্মেলন করে ওদলাবাড়ি নাট্য উৎসব কমিটির সহ সভাপতি খোকন বিশ্বাস, সভাপতি মালবাজার মহকুমাশাসক জ্যোর্তিময় তাঁতি জানান, উৎসবের উদ্বোধন করবেন নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়। উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শেষ দিনে কলকাতার চার্বাক গোষ্ঠীর নাটক ‘চল পটল তুলি’ মঞ্চস্থ হবে। ওই দিন অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে সংবর্ধন জানানো হবে।
|
একই রঙের শাড়ি। একই ভাল লাগার হাসি দু’জনের মুখে। তিন দশকেরও বেশি সময় পেরিয়ে এক অভূতপূর্ব মুহূর্ত ধরা পড়ল চিত্রসাংবাদিকের লেন্সে। মুম্বইয়ে এক অনুষ্ঠানে। ১৯৮১-তে যে টানাপোড়েন সেলুলয়েডে ধরেছিলেন যশ চোপড়া, সেই সিলসিলা কি এ বার অন্য এক পথের বাঁকে? এত দিন বচ্চন দম্পতি ও রেখাকে খুব কমই এক ফ্রেমে দেখা যেত। কদাচিৎ মুখোমুখি হলেও শুভেচ্ছা বিনিময়ের সৌজন্যটুকুরও আঁচ মিলত না। দু’জনেই রাজ্যসভার সদস্য হওয়ার পরেও সেই বরফ গলেনি। বরং জয়ার শপথগ্রহণের সময়ে টেলিভিশনে বার বার রেখাকে দেখানোয় প্রবল আপত্তি জানিয়েছিলেন মিসেস বচ্চন। অমিতাভ-রেখার সম্পর্কেও এই অস্বস্তি চাপা ছিল না। ‘সিলসিলা’র এত বছর পরে আনিস বাজমি নাকি ‘মুকদ্দর কা সিকন্দর’-এর জুড়িকে নিয়ে আবার ছবি করার কথা ভাবছিলেন। সেই পরিকল্পনা অবশ্য বাস্তবের মুখ দেখেনি। অনুষ্ঠানে রেখাকে দেখে কিন্তু নিজেই এগিয়ে যান অমিতাভ। হাত তুলে নমস্কার করেন। রেখা বসা অবস্থাতেই হাতজোড় করে প্রতি নমস্কার জানান। তার পরেই মুখোমুখি দুই নায়িকা। এবং তৈরি হল এক বিরল মুহূর্ত। বহু যুগের ও-পার হতে। |
একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল এবং জুহি চাওলা। বুধবার দিল্লিতে। ছবি: পিটিআই।
|
‘জাতিস্মর’ ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল রাষ্ট্রপতি ভবনে। বুধবার সেই
উপলক্ষে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আশীর্বাদ নিচ্ছেন প্রসেনজিৎ। —নিজস্ব চিত্র। |