বিক্রি করছে বাংলা ম্যাগাজিন, আর মুখে ফুটছে ইংরেজি বুলি! রাগ হওয়াটাই স্বাভাবিক। হলও তাই। বইমেলা চত্বরে রীতিমতো চটে গেলেনএলাকায় তিনি ‘শান্ত’ স্বভাবের বলে পরিচিত এক কবি। বকাবকি করলেন কলেজ পড়ুয়া এক মেয়েকে। ‘শান্ত’ কবি হঠাৎ করে ‘অশান্ত’ হয়ে ওঠায় তাঁকে ঘিরে ভিড়ই জমে গেল। ব্যাপারটা কী? রাগ কমার পর কবি জানালেন, জেলার একটি লিটিল ম্যাগাজিনের কর্মী একটি মেয়ে মেলায় তাঁদের ম্যাগাজিনের প্রচার করছিল। তাঁর কাছেও এসেছিল। এতে অপরাধের কী আছে? “নেই? ওই কলেজ পড়ুয়া তো কথাই শুরু করল ‘এক্সকিউজ মি’ বলে! এদের দিয়ে বাংলা সাহিত্য হবে?”-আবার গজরাতে শুরু করেন ওই কবি।
|
তরুণ-তরুণীর বন্ধুত্ব হয়েছিল একটি সমাজসেবী সংগঠনের হয়ে কাজ করার সময়ে। কিন্তু তাঁদের সম্পর্ক মানতে পারেননি পরিবারের সদস্যেরা। চাপের কাছে নতিস্বীকার করে সংগঠন ছেড়ে চলে যান তরুণ। তবে কষ্ট নিয়েও সংগঠনে নিজের কর্তব্য চালিয়ে যেতে থাকেন। শেষে কি মিল হবে দু’জনের? সেই কাহিনি নিয়েই সুমিতা মুখোপাধ্যায়ের নতুন উপন্যাস। এই উপন্যাসের উদ্বোধন হল বই মেলার মাঠে। |
সংকলন: সুশান্ত বণিক।
ছবি: শৈলেন সরকার। |
বইমেলায় নৃত্যানুষ্ঠান আসানসোলে। —নিজস্ব চিত্র। |