মাটিগাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা বিশ্বাসের বিরুদ্ধে অনাস্থা আনলেন মাটিগাড়া গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসি সদস্যরা। সোমবার দুপুরে বিডিও দিপান্বিতা পাত্রের কাছে অনাস্থা পেশ করেন তাঁরা। মাটিগাড়া অঞ্চলের সভাপতি শান্তি তরফদারের নেতৃত্বে ছয় পঞ্চায়েত সদস্য শরৎ রায়, কৌশল্যা রায়, অরবিন্দ চৌধুরী, প্রিয়াঙ্কা থাপা, জংলি বিন ও অনিল ওঁরাও অনাস্থায় সই করেন। দার্জিলিং জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক পার্থ সেনগুপ্ত বলেন, “বর্তমান পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কাদেবী কোনও পঞ্চায়েত সদস্যের মত না নিয়ে কাজ করছিলেন। নিজের স্বার্থে তিনি পঞ্চায়েতকে ব্যবহার করছিলেন। তাই তাঁর বিরুদ্ধে অনাস্থা আনা হল।” যদিও অন্য কোনও কারণ নয়, দলত্যাগ করাতেই তাঁর বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে বলে মনে করছেন প্রিয়াঙ্কাদেবী।
|
আচার্য তথা রাজ্যপালের সম্মতির অপেক্ষায় রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নির্বাচনের বিষয়টি। সপ্তাহ দুয়েক আগেই সার্চ কমিটির তরফে আবেদনকারীদের তালিকা থেকে ৩ জনের নাম বেছে চূড়ান্ত অনুমোদনের জন্য আচার্যের কাছে পাঠানো হয়েছে। তাঁদের মধ্য থেকে আচার্য এক জনকে বেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে সম্মতি দেবেন। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রই জানিয়েছেন, যে কয়েক জনের নাম শোনা যাচ্ছে তাঁর মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের নাম রয়েছে। তা ছাড়া অসম বিশ্ববিদ্যালয় এবং কোচবিহারের ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপকের নামও উঠে এসেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিষ্ণুপ্রসাদ দ্বিবেদী বলেন, “বিষয়টি আচার্যের অনুমোদনের অপেক্ষায় আছে।”
|
দুদফায় দুটি আলাদা জায়গায় তৃণমূলে যোগ দিল প্রায় আটশো সদস্য বলে তৃণমূলের দাবি। মঙ্গলবার শিলিগুড়ি পুর এলাকার শহিদনগরে একটি অনুষ্ঠানে বিভিন্ন দল থেকে হিন্দি ও নেপালিভাষী প্রচুর লোক তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন তৃণমূলের দার্জিলিং জেলা নেতা অলোক চক্রবর্তী। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা মহাসচিব কৃষ্ণ পাল, শিলিগুড়ি পুরসভার কাউন্সিলর দুলাল দত্ত প্রমুখ। সোমবার চম্পাসারির দেবীডাঙ্গায় অন্য একটি অনুষ্ঠানে অন্যান্য দল থেকে প্রায় পাঁচশো লোক তৃণমূলে যোগ দিলেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। অলকবাবু ছাড়াও শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য, মাটিগাড়া ব্লক সভাপতি বিশ্বজিত ঘোষ, মুকুল ঘোষ প্রমুখ হাজির ছিলেন।
|
নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হল শিলিগুড়িতে। সোমবার সকালে শিলিগুড়ির নৌকাঘাট সংলগ্ন তৃতীয় মহানন্দা সেতুর নীচে নদীর চরে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম রাধামালো দাস (২২)। দুদিন আগে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি সে। মৃতের শরীরে কাটা দাগ দেখতে পেয়ে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে।
|
মালবাজারের বাসিন্দা ভিক্ষু সত্যপাল মহাথেরো পালি ভাষায় অবদানের জন্যে রাষ্ট্রীয় সম্মান পেতে চলেছেন। আগামী ১৭ জানুয়ারি দিল্লিতে রাষ্ট্রপতি তাঁর হাতে সম্মানটি তুলে দেবেন। ৬২ বছর বয়সী ভিক্ষু সত্যপাল দিল্লি বিশ্ববিদ্যালয়ের পালি ভাষা বিভাগের প্রধান অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন। ভারতের ঐতিহ্যবাহী চারটি ভাষা সংস্কৃত, পালি, আরবি,পারসিতে বিশেষ অবদানের জন্যে ফি বছর এই জাতীয় সম্মান দেওয়া হয়।
|
জলপাইগুড়ি জেলার প্রবীণ বামপন্থী প্রাথমিক শিক্ষক নেতা বীরেশ শিকদারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে শিলিগুড়ির একটি নার্সিংহোমে তিনি মারা যান। বয়স হয়েছিল ৬৭ বছর। বীরেশবাবু ১৯৭৬-২০১১ সাল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা সম্পাদক ছিলেন।
|
কলা, বাণিজ্য ও আইনের স্নাতকোত্তর শাখায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকালটি কাউন্সিলের সচিব হলেন অভিজিৎ দেব। সোমবার বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে তিনি জলপাইগুড়ি আইন কলেজের সহযোগী অধ্যাপক হিসাবে রয়েছেন। এর আগে ওই পদে ছিলেন সুশান্ত দাস।
|
পাওয়ার গ্রিডের তার, যন্ত্রাংশ যাতে চুরি না হয় সে জন্য নজরদারি চালাতে নিয়োগ করা হয়েছিল বেসরকারি সংস্থার কর্মী। গরুচোর সন্দেহে তাঁদেরই মারধর করে গাড়ি ভাঙচুর করল জনতা। বাঁচাতে গিয়ে হামলার মুখে পড়ল পুলিশও। মঙ্গলবার ময়নাগুড়িতে ওই ঘটনায় ৭ জন পুলিশ-সহ ১২ জন জখম হয়েছেন।
|
অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির জলপাই মোড় সংলগ্ন নতুনপাড়ায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম জাকিরুদ্দিন (২৬)। বাড়ি কোচবিহারের ধলপল গ্রামে। |