অভিভাবক মঞ্চ এবং তৃণমূলের স্থানীয় নেতৃত্বের একাংশের চাপে ফি বৃদ্ধি নিয়ে সমস্যা না-মেটা পর্যন্ত ছাত্রদের কাছ থেকে টাকা নেওয়া হবে না বলে মুচলেকা দিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক। মঙ্গলবার শিলিগুড়ি হিন্দি হাই স্কুলে (ছেলেদের) ওই সমস্যা নিয়ে বৈঠক হয়। বৈঠকে স্কুলের পরিচালন কমিটির অন্যতম ভগবতী প্রসাদ ডালমিয়া, অভিভাবক মঞ্চের কর্মকর্তা এবং অভিভাবকদের একাংশ উপস্থিত ছিলেন। বৈঠকে স্কুলে বৈধ পরিচালন কমিটি না থাকার অভিযোগ, স্কুল তহবিলের হিসাব, ফি বৃদ্ধি, ভাষাভিত্তিক সংখ্যাঘুদের স্কুল হিসাবে দাবি করলেও তার অনুমোদন না থাকা, স্কুলের জমির মালিকানা, সরকারি স্কুলের দাবি নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগে উভয়পক্ষের কথা কাটাকাটি শুরু হয়। অসুস্থ হয়ে পড়েন ভগবতীবাবু। তাঁকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। অভিভাবক মঞ্চের কর্তা, অভিভাবক এবং তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের একাংশ ভগবতীবাবুর এক ছেলে তথা স্কুল সোসাইটি সদস্য বিমল ডালমিয়া, ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক অবিনাশ চন্দকে ঘিরে রাখেন। পরে আপাতত বার্ষিক ফি এবং ভর্তির ফি নেওয়া হবে না বলে মুচলেকা দিলে বেলা ৩ টা নাগাদ পরিস্থিতি শান্ত হয়। সেই মতো ১৬ জানুয়ারি থেকে স্কুল চলবে বলেও ঠিক হয়েছে। সমস্যা মিটলে যে ফি ধার্য হবে সেই টাকা ছাত্রদের মিটিয়ে দিতে হবে বলেও জানানো হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “স্কুলের সমস্যার বিষয়টি খোঁজ নিয়েছি। প্রশাসনের তরফে ব্যবস্থা নিতে বলা হয়েছে।” অভিভাবকদের তরফে মহকুমা শাসক ও জেলাশাসকের কাছে সমস্যা নিয়ে অভিযোগ হয়েছে। মহকুমাশাসক স্কুল পরিদর্শককে খোঁজ নিয়ে আগামী ১৭ জানুয়ারির মধ্যে রিপোর্ট দিতে ইতিমধ্যেই জানিয়েছেন। স্কুল পরিদর্শক সঞ্জীব কুমার ঘোষ বলেন, “পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য কর্তৃপক্ষকে জানানো হবে।” |