বাজার করে সাইকেলে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন স্বামী। পথে দুর্ঘটনায় মৃতু্যু হল স্ত্রীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রুপাদাসি সিংহ (৪১)। আশঙ্কাজনক অবস্থায় মৃতের স্বামী মহাদেব সিংহকে কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানার বিরেশ্বর গ্রামে। ঘাতক গাড়িটি আটক ও চালককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাড়োয়ার গোপালপুর পঞ্চায়েতের হারানঘেরি এলাকায় বাড়ি মহাদেব সিংহের। এ দিন বিকেলে স্ত্রী রুপাদাসিকে সাইকেলে বসিয়ে গোপালপুর বাজারে গিয়েছিলেন। বিকেলে বাড়ি ফেরার পথে রাস্তায় দ্রুতগতিতে আসা একটি লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের সাইকেলে ধাক্কা মারলে স্বামী-স্ত্রী ছিটকে পড়েন। মাথায় আঘাত লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় রুপাদাসির।
|
মথুরাপুরে শুরু হল বই মেলা। চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। রবিবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-১ ব্লকে দেবীপুর পঞ্চায়েতের পাশের মাঠে বইমেলা উদ্বোধন করেন মধ্যশিক্ষা পর্ষদের সচিব নবনীতা চট্টোপাধ্যায়। উদ্বোধনের আগে স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের নিয়ে শোভাযাত্রা বের হয়। মেলায় রয়েছে ২০টি বইয়ের স্টল।
|
ফ্ল্যাটের দরজা ভেঙে চুরির অভিযোগে ক্যানিংয়ের এক যুবককে সোমবার রাতে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম হান্নান গায়েন। যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ মঙ্গলবার জানান, গত বছর ১৯ নভেম্বর সুমিত কুকরেজা নামে গরফার এক বাসিন্দা অভিযোগে জানান, তিনি কয়েক দিন সপরিবারে বাইরে গিয়েছিলেন। তখন দুষ্কৃতীরা তাঁর পাঁচ তলার ফ্ল্যাটের গ্রিল ভেঙে ঢুকে আলমারি ভেঙে হিরের গয়না, ল্যাপটপ, মোবাইল ও কয়েক হাজার টাকা হাতিয়ে পালায়। গোয়েন্দারা জানান, ধৃতের থেকে হিরের আংটি, মঙ্গলসূত্র, ল্যাপটপ ও দু’টি মোবাইল মিলেছে। ধৃতকে জেরা করে আরও কয়েক জন দুষ্কৃতীর পরিচয় জেনেছে পুলিশ। বাকি গয়না ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে। |