সরকার প্রতিশ্রুতি রাখল ঠিকই। তবে, বড় ছেলের চাকরি ভুলিয়ে দিতে পারল না ছোট ছেলের মৃত্যু-শোক। বড় ছেলের চাকরির নিয়োগপত্র হাতে নিয়েও তাই সাত মাস আগে খুন হওয়া ছোট ছেলের ছবির সামনে দাঁড়িয়ে মা চন্দনাদেবী তাই স্পষ্ট বলেন, “চাকরিটা বড় কথা নয়। চাকরি না হলেও আমাদের চলত। তবে আমরা চাই শাস্তি। ফাঁসি নয়, কিন্তু আমার ছেলেকে যে খুন করেছে সে যেন কোনও দিন জেল থেকে বেরতে না পারে।”
জেলার অন্য প্রান্তে মূক বধির এক মা-ও ইশারায় সে কথাই জানিয়েছেন। গেদের সপ্তম শ্রেণির যে ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। তার দাদাকে চাকরি দেওয়ার পর সদ্য তরুণ সেই দাদাও বলছেন, “আমাদের কাছে চাকরির চেয়েও কিন্তু জরুরি ছিল, আমার বোনকে যে অত্যাচার করে খুন করল তার চরম শাস্তি। চাকরির থেকেও সেটাই আমাদের প্রধান চাওয়া।”
মঙ্গলবার ওই দুই পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন তৃণমূলের জেলা সভাপতি এবং পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান গৌরীশঙ্কর দত্ত। জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের ল্যাবরেটরি বিভাগে ওই দু’জনকে চুক্তিতে চতুর্থ শ্রেণির কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছে। প্রথম তিন মাস তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। বেতন মাসিক ৪ হাজার টাকা। প্রশিক্ষণ শেষে তাঁদের বেতন অবশ্য প্রায় সাড়ে ছ’হাজার টাকা হবে বলে জানা গিয়েছে। এ দিন দুই পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে গৌরীশঙ্করবাবু বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী যে তার প্রতিশ্রুতি পালন করেন তা আবারও প্রমাণিত হল। আমাদের সরকার সবসময়ই নির্যাতিত পরিবারের পাশে থাকে। এ ঘটনা তারই প্রমাণ।”
স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গিয়েছিল গেদে মাধ্যমিক বিদ্যাসাগর শিক্ষা কেন্দ্রের সপ্তম শ্রেণির ওই ছাত্রী। পর দিন সকালে গ্রামের একটি বাঁশ বাগানে তার দেহ মেলে। পুলিশ পরে স্থানীয় বাসিন্দা বিমল সর্দার নামে এক যুবককে গ্রেফতার করে। পুলিশের জেরায় সে স্বীকার করে ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করেছে সে। পরে পুলিশ আরও তিনজনকে গ্রেফতার করে। সেই সময়ে গেদে উত্তর পাড়ায় গিয়ে ওই ছাত্রীর পরিবারের কাউকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়।
অন্য দিকে, গেদের এই ঘটনার কয়েকদিন পরই কৃষ্ণগঞ্জে খুন হয়েছিল স্থানীয় অনিল স্মৃতি হাইস্কুলের দ্বাদশ শ্রেনীর ছাত্র মৃন্ময় সিংহ। ১৪ জুন রাতে তাঁকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয়। ঘটনার পর ক্ষুব্ধ এলাকার মানুষ অভিযুক্ত সুখেন ভদ্রের বাড়িতে আগুন ধড়িয়ে দেয়। সুখেন-সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ।
|