টুকরো খবর |
অনলাইনে মনোনয়ন নেই অনেক কলেজেই
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
ছাত্রভোটের মনোনয়নপত্র কলেজের ওয়েবসাইটে রাখা বাধ্যতামূলক করেনি রাজ্য শিক্ষা দফতর বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়। এই অবস্থায় পরিকাঠামো নেই এই যুক্তিতে রাজ্যের অনেক কলেজ-বিশ্ববিদ্যালয়ের মতো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কয়েক’টি কলেজ মনোনয়নপত্র অনলাইনে রাখার ব্যবস্থা করতে পারেনি বলে জানিয়েছে। ওই তালিকায় আছে ঘাটাল কলেজ, চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়, নাড়াজোল কলেজ, চাঁইপাট কলেজ-সহ আরও কিছু কলেজ। অন্যরা পারলেও চাঁইপাট কলেজ কেন পারল না? অধ্যক্ষ দেবাশিস সর্দার বলেন, “কলেজের নিজস্ব সাইটই এখনও চালু করা যায়নি। কোথা থেকে মনোনয়নপত্র অনলাইনে দেব!” কলেজগুলি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের নির্দেশ মতো তারা মনোনয়নপর্ব-সহ গোটা নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। পরিকাঠামো নেই এই অভিযোগ মানতে নারাজ অধিকাংশ ছাত্র সংগঠন। এসএফআইয়ের জেলা কমিটির সদস্য সোমনাথ পাত্রের অভিযোগ, “প্রতিদ্বন্দ্বিতা চায় না বলেই তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষ যোগসাজস করে মনোনয়নপত্র অনলাইনে দেয়নি। পরিকাঠামো না থাকার যুক্তি আসলে অজুহাত।” ছাত্র পরিষদের জেলা সভাপতি মহম্মদ সইফুলও ওই একই অভিযোগ এনেছেন কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। মৃতের নাম মানিক ডাণ্ডি (২৪)। মঙ্গলবার সকালে তমলুক থানার নিমতৌড়ি কালীমন্দিরের কাছে মেচেদা-শ্রীরামপুর সড়কে দুর্ঘটনাটি ঘটে। পেশায় মাছ ব্যবসায়ী মানিকবাবুর বাড়ি ময়না থানার বাকচা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে বাড়ি থেকে মাছ বিক্রি করতে তমলুকে আসেন মানিকবাবু। মাছ বিক্রি করে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে নিমতৌড়ি কালীমন্দিরের কাছে উল্টো দিক থেকে আসা শ্রীরামপুর-মেচেদা রুটের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় মানিকবাবুকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। পুলিশের অনুমান, কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বাসের চালক পলাতক।
|
চ্যাম্পিয়ন ভেটারেন্স
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত সিনিয়র ফুটবল লিগ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ভেটারেন্স ক্লাব। সোমবার কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে লিগের শেষ খেলায় ভেটারেন্স ক্লাব ১-০ গোলে প্রভাতকুমার কলেজকে পরাজিত করে। খেলা শেষে ভেটারেন্স ক্লাবকে নগদ ১০ হাজার টাকা ও রানার্স প্রভাতকুমার কলেজকে নগদ ৭ হাজার টাকা-সহ ট্রফি দেওয়া হয়। ক্রীড়া সংস্থার সম্পাদক বিশ্বজিত্ দত্ত জানান, সেরা খেলোয়াড় হয়েছেন ভেটারেন্সের সঞ্জয় বর, সেরা গোলরক্ষক প্রভাত কুমার কলেজের রণিত সুর, সেরা প্রতিভা শেখ সামিন ও সর্বোচ্চ গোলদাতা শেখ ইকবাল।
|
প্রয়াত নেতা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
প্রয়াত হলেন রামনগর-২ ব্লকের কালিন্দী অঞ্চলের মন্দারমণি এলাকার প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য গৌরহরি সাউ। বৃহস্পতিবার বাড়িতেই মৃত্যু হয়। তৃণমূল কংগ্রেসের দক্ষ সংগঠক গৌরহরিবাবু সৈকত পর্যটনকেন্দ্র মান্দারমণি -সহ দাদনপাত্রবাড় এলাকায় বেশ কিছু উন্নয়নমূলক কাজ কর্মের সঙ্গে যুক্ত ছিলেন।
|
কলেজ ভোটের মনোনয়ন শুরু আজ |
কলেজের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন- পর্ব শুরু হচ্ছে আজ, বুধবার থেকে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের ৪৫টি কলেজে রয়েছে। কলেজের ছাত্র সংসদ নির্বাচন আগামী ২৮ জানুয়ারি। ইতিমধ্যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আজ, বুধবার এবং কাল, বৃহস্পতিবার মনোনয়নপত্র তোলা এবং জমা দেওয়ার দিন নির্দিষ্ট রয়েছে। পরশু, শুক্রবার মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে। ১৮ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের দিন নির্দিষ্ট রয়েছে। এরপরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে। কলেজের ছাত্র সংসদ নির্বাচন ঘিরে অশান্তির ঘটনা নতুন নয়। ইতিমধ্যে দুই মেদিনীপুরের বিভিন্ন কলেজে ছাত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোথাও ছাত্র পরিষদ, এসএফআই, ডিএসও’র মতো বিরোধী সংগঠনের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। কোথাও আবার তৃণমূল ছাত্র পরিষদেরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। মনোনয়ন- পর্বে অশান্তি এড়াতে বিভিন্ন কলেজের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
|
ধৃত দুই আধিকারিক |
নন্দীগ্রাম ২ ব্লকের যুগ্ম উন্নয়ন আধিকারিক সন্দীপ ধাড়া ও ব্লক অনগ্রসর কল্যাণ আধিকারিক সুপ্রভাত মুখোপাধ্যায়কে গ্রেফতার করল রাজ্য দুর্নীতিদমন শাখা। মঙ্গলবার চার সদস্যের একটি দল নন্দীগ্রামে এসে ওই দুই আধিকারিককে গ্রেফতার করে।
|
কোথায় কী |
বুধবার
মেলা
সন্ন্যাসী মাতার গাজন ও বামন বুড়ির পুজো উপলক্ষে মেলা। শালবনি থানার কলসীভাঙা- এ।
সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন।
কৃষি মেলা
মোহনপুরে ব্লক কৃষি, প্রাণী ও মত্স্য মেলার সূচনা। বেলা সাড়ে ১০টায় মোহনপুর বিডিও
অফিস সংলগ্ন সম্প্রীতি ময়দানে। উপস্থিত থাকবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন
বিভাগের অধ্যাপত চিত্তরঞ্জন সিংহ। মেলা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।
সি ফুড ফেস্টিভ্যাল
দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের গঙ্গোত্সব উপলক্ষে দিঘা
মোহনায় এই আয়োজন। বিকাল ৪টায় উদ্বোধন করবেন মত্স্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ।
সন্ধ্যা ৬টায় আতসবাজি প্রদর্শনী সন্ধ্যা ৭টায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান।
|
|