|
|
|
|
চাষিদের বাধা সরিয়ে কাজ শুরু সিইএসসি-র |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
তিন সপ্তাহ ধরে বন্ধ থাকার পর মঙ্গলবার পুলিশের উপস্থিতিতে হলদিয়ায় সিইএসসি প্রকল্পের বিদ্যুতের তার টাঙানোর কাজ শুরু হল। কাজে বাধা দেওয়ার অভিযোগে এ দিন স্থানীয় তিন বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ।
সুতাহাটার বানেশ্বরচকে সিইএসসি-র তাপবিদ্যুত্ প্রকল্পের কাজ শুরু হয়েছে ২০১০ সালে। ২০১৪ সালের মধ্যেই কাজ শেষ করার কথা। কিন্তু জমিজটের কারণে বারবার প্রকল্পের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। এখন বানেশ্বরচক থেকে দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম পর্যন্ত বিদ্যুতের টাওয়ার বসানোর কাজ চলছে। জমির উপর দিয়ে তার যাচ্ছে বলে ক্ষতিপূরণের দাবিতে ওই কাজেই বাধা দিয়েছেন স্থানীয় চাষিরা। কুঁকড়াহাটি পঞ্চায়েতের ঢেকুয়া, হরিসভাপুর আনারনগর প্রভৃতি গ্রামের চাষিদের অভিযোগ, জমির উপর দিয়ে তার টাঙানোর আগে তাঁদের সঙ্গে কোনও কথাই বলা হয়নি। তারই প্রতিবাদে আন্দোলন। এই অবরোধ আন্দোলনের জেরে গত ২৪ ডিসেম্বর থেকে তার টাঙানোর কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা।
এ দিন সকালে ঠিকাদার সংস্থার লোকজন ঢেকুয়া গ্রামে বিদ্যুতের তার টাঙাতে এলে ফের বাধা দেন এলাকার চাষিরা। তখন পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। আন্দোলনে নেতৃত্ব দেওয়া স্থানীয় কৃষক শেখ রহিসুল ইসলামের অভিযোগ, “আমরা শান্তিপূর্ণ ভাবে দাবি জানাচ্ছিলাম। সেই সময় পুলিশ লাঠি চালায়। প্রায় ১৫ জন মহিলা জখম হয়েছেন। পুলিশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে নিয়ে গিয়েছে।” জেলা পুলিশ সুপার সুকেশ কুমার জৈন অবশ্য লাঠিচার্জের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “কাজে বাধা দেওয়া ও পুলিশের উপরে হামলা চালানোর অভিযোগে তিন জন গ্রামবাসীকে গ্রেফতার করা হয়েছে।” চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সিইএসসি-র এই প্রকল্পের জেনারেল ম্যানেজার সুদীপ্ত মুখোপাধ্যায়। এলাকার তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী বলেন, “এখানে এত বড় প্রকল্প হচ্ছে। মাঝে-মধ্যে বাধাও আসছে। তবে, এটা ছোট ঘটনা। প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। ক্ষতিপূরণের বিষয়টিও স্থানীয় প্রশাসনই দেখছে। |
|
|
|
|
|