অজয় নদে জল কমলেই যন্ত্র দিয়ে বালি তোলার কাজ শুরু হয়ে যায়। এর ফলে নদের নানা জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়। এতে বিপদের আশঙ্কা থেকে যায় বলে মনে করছেন বাসিন্দারা। সেই আশঙ্কাই সত্যি হল মঙ্গলবার। এই সময় নদে জল কম থাকলেও মকর সংক্রান্তি এলেই হিংলো থেকে জল ছাড়া হয়। এ দিন নদে হাঁটু সমান জল ছিল। টিকরবেতা ঘাটে স্নান করতে গিয়ে ওই ধরনের গর্তে পড়ে তলিয়ে প্রশান্ত গড়াই নামে দুর্গাপুরের এক যুবকের। পরে তার দেহ উদ্ধার হয়। প্রশাসনের দাবি, বার বার অভিযান চালিয়েও অবৈধ ভাবে বালি তোলা আটকানো যাচ্ছে না। |
হাতির হানায় দেওয়াল ভেঙে জখম হলেন এক বৃদ্ধ। সোমবার রাতে ঘটনাটি ঘটে নিমাতি রেঞ্জের ভাতখাওয়া চা বাগান এলাকায়। সোমবার রাত দশটা নাগাদ ভাতখাওয়া চাবাগানের নার্সারি লাইনে এক দাঁতাল ঢুকে পড়ে। শ্রমিক আবাসনে ঘুমিয়ে ছিলেন আলভিস ওরাঁও। হাতিটি পাকা দেওয়ালে ধাক্কা মারতে ইট ছিটকে পড়ে জখম হন ওই বৃদ্ধ। |