গোপীবল্লভপুরে রাধাগোবিন্দ জিউর মন্দিরের সামনে শতাব্দী প্রাচীন বুলবুলির লড়াই হল
ধূমধাম করে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত চলে লড়াই। দু’শোরও
বেশি বুলবুলি যোগ দেয়। জেতে দক্ষিণপাড়া। ছবি: দেবরাজ ঘোষ।
|
কোচবিহারের নারারথলি বিলে সম্প্রতি পরিযায়ী গণনার সময় ‘গ্রেল্যাগ গুজ’ নজরে এসেছে বন দফতর এবং
পরিবেশপ্রেমী সংস্থা হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের সদস্যদের। সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চল
থেকে এরা আসে। নারারথলি বিলেও এর আগে কখনও দেখা যায়নি। ন্যাফ মুখপাত্র অনিমেষ বসু জানান,
ছোট জলা জায়গায় এদের সাধারণত দেখা যায় না। তিস্তার ধারে, গজলডোবা এলাকায়, ফরাক্কায়
গঙ্গার ধারে এ ধরনের গ্রেল্যাগ গুজ এ সময় দেখা যায়। —নিজস্ব চিত্র।
|
প্রকাশ্যেই গন্ধগোকুল ও বনবিড়াল শিকার চলছে আলিপুরদুয়ারে। শহর লাগোয়া তপসিখাতা, বীরপাড়া,
পাটকাপাড়া এলাকায়। বক্সা ব্যাঘ্র প্রকল্প উপক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন বলেন, “গন্ধগোকুল
ও বনবিড়াল শিকার করা বেআইনি। বন্যপ্রাণী আইনে শিকারীদের কড়া শাস্তির
ব্যবস্থা আছে। ওই এলাকায় নজরদারির ব্যবস্থা করা হবে।” ছবি: নারায়ণ দে।
|
ডানা মেলেছে সিগাল। মঙ্গলবার হামবুর্গে। ছবি: এএফপি। |