আলু বাঁধাকপি ও ফুলকপির লোভে বুনো হাতির দল লোকালয়ে চলে আসার ঘটনায় আতঙ্কিত বক্সা ব্যঘ্র প্রকল্পের (পূর্ব) ছিপরা জঙ্গল লাগোয়া বড় চৌকিরবস ও ছোট চৌকিরবস গ্রামের বাসিন্দারা। প্রতি রাতেই দল বেঁধে ওই দুই গ্রামে হামলা চালিয়ে হাতির দল বিঘের পর বিঘে আলু, বাঁধাকপি ও ফুলকপি খেয়ে যাচ্ছে বলে বাসিন্দাদের অভিযোগ। গত সোমবার রাতে বুনো হাতির একটি দল বক্সা ব্যঘ্র প্রকল্পের (পূর্ব) ছিপরা জঙ্গল থেকে বের হয়ে দুই গ্রামে হানা দিয়ে ফসলের ব্যপক ক্ষতি করে বলে অভিযোগ। দুই বিঘা ক্ষেতের কপি নষ্ট করে বাবুল দাস নামে এক গ্রামবাসীকে আক্রমণ করে বুনো হাতি। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, গত এক মাসে হাতির হানায় দু’জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন চারজন। যদিও হাতির হানা রুখতে বনদফতর কোনও ব্যবস্থা নিচ্ছে না। ছোট চৌকিরবস গ্রামের কৃষক অজিত দেবনাথ বলেন, “রাত ১০টা নাগাদ চিৎকার শুনে বুঝতে পারি গ্রামে হাতি ঢুকেছে। চার বিঘা আলু ও দেড় বিঘা কপি ক্ষেত নষ্ট করে বাসিন্দাদেরও তাড়া করব।” বড় চৌকিরবস গ্রামে বাসব পণ্ডিত বলেন, “বুনো হাতির হানায় এক অসহায় জীবন কাটাচ্ছি। ক্ষেতের ফসল ও ঘরবাড়ি ক্ষতি জীবনহানির ঘটনা ঘটে চলেছে। সন্ধ্যা হলেই আতঙ্কে থাকি।” বক্সা ব্যাঘ্র প্রকল্পের (পূর্ব) বিভাগের সহকারী ক্ষেত্র অধিকর্তা ভাস্কর জেভি বলেন, “ওই গ্রামগুলিতে রাতে টহল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা হবে। জখম বাসিন্দাদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।’’
মাদকাসক্ত ধৃত। নেশার ওষুধ -সহ ধরা পড়ল এক যুবক। সোমবার বিকেলে জয়গাঁ থানার ছোট মেচিয়া বস্তিতে অভিযান চালিয়ে এক যুবকে ধরেছে পুলিশ। তার নাম যীশু দাস। তার থেকে প্রচুর সংখ্যায় নেশার ক্যাপসুল ও কুড়িটি কাশির সিরাপের বোতল পাওয়া গিয়েছে।
|