আসন্ন তেল ও গ্যাস ক্ষেত্রে দেশি বিদেশি লগ্নি টানতে বিনিয়োগকারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার সুপারিশ করল কেন্দ্রীয় তেল মন্ত্রক। তেল ও গ্যাস ক্ষেত্রের আসন্ন নিলাম উপলক্ষে মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটির কাছে জেতা সংস্থাগুলিকে রয়্যালটি এবং আয়কর ছাড় দেওয়ার প্রস্তাব রেখেছে তারা। খসড়া প্রস্তাব অনুসারে, কেন্দ্রের সঙ্গে মুনাফা বণ্টনের আগে বাণিজ্যিক ভাবে সংস্থাগুলিকে তাদের খরচ তোলার ছাড়পত্র দেওয়ার কথাও বলা হয়েছে।
মন্ত্রকের এক কর্তা জানান, মূলত সমুদ্রের মধ্যে অবস্থিত গ্যাস ও তেল উত্তোলন কেন্দ্রগুলির ক্ষেত্রেই রয়্যালটি ছাড়ের কথা বলা হয়েছে। বর্তমানে সমুদ্রের অগভীরে কূপের মাধ্যমে তেল ও গ্যাস তোলার ক্ষেত্রে সংস্থাগুলিকে ১০% রয়্যালটি দিতে হয়। আর গভীর কূপের ক্ষেত্রে তা প্রথম ৭ বছরের জন্য ৫% এবং তার পর ১০% করে। কিন্তু সমুদ্র ক্ষেত্রগুলিতে রয়্যালটি ছাড়ের কথা বলা হলেও, স্থলভূমিতে অবস্থিত কেন্দ্রগুলির ক্ষেত্রে আগের মতোই সংশ্লিষ্ট রাজ্যগুলিকে রয়্যালটি দেওয়ার কথা বলা হয়েছে প্রস্তাবে।
এরই পাশাপাশি, ২০১১-র বাজেটে তেল ও গ্যাস সংস্থাগুলিকে আয়কর ছাড়ের প্রথা তুলে দেওয়া হয়। লগ্নি টানার জন্য সেই ব্যবস্থা আবার ফিরিয়ে আনার সুপারিশ করেছে তেল মন্ত্রক। সে ক্ষেত্রে অতি গভীর কূপের জন্য ১০ বছর এবং অন্যান্য ক্ষেত্রে ৭ বছরের জন্য আয়কর ছাড়ের প্রস্তাব রয়েছে তাদের। অশোধিত তেল উৎপাদনের ক্ষেত্রে প্রতি টনে ৪,৫০০ টাকার সেস ব্যবস্থাও তুলে নেওয়ার কথা বলা হয়েছে ওই খসড়া প্রস্তাবে।
অর্থনীতি বিষয়ক কমিটি এই প্রস্তাব নিয়ে নিজেদের মতামত জানানোর পরই স্থলভূমির ১৭টি, অগভীর সমুদ্রে ১৫টি এবং গভীর সমুদ্রে ১৪টি (মোট ৪৬টি) ব্লক নিলাম করবে তেল মন্ত্রক। ইতিমধ্যেই যেগুলি চিহ্নিত করেছে তারা। |