আজ থেকে ইন্ডিগোর কলকাতা-পুণে উড়ান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতা থেকে সরাসরি পুণের উড়ান চালু করছে ইন্ডিগো। আজ বুধবার থেকে এই উড়ান চালু হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। প্রতিদিন সকালে পুণে থেকে ছেড়ে উড়ানটি দুপুরে কলকাতায় নামবে। আবার কলকাতা থেকে সন্ধ্যায় ছেড়ে রাতে পুণে পৌঁছবে। জানা গিয়েছে, এই উড়ানটি এত দিন চেন্নাই ঘুরে পুণে যাতায়াত করত। এ বার কলকাতা-চেন্নাই-পুণে রুটটি তুলে নেওয়া হল। বিমানবন্দর সূত্রের খবর, কলকাতা থেকে এত দিন পুণে যেতে হলে অন্য শহর ঘুরে যেতে হত। সরাসরি উড়ান ছিল না।
|
বাজারে নন কনভার্টিবল ডিবেঞ্চার (এনসিডি) ছাড়ছে এডেলওয়েজ ফিনান্সিয়াল সার্ভিসেসের এনবিএফসি শাখা ইসিএল ফিনান্স। ৩৬-৬০ মাস পর্যন্ত মেয়াদের প্রতিটি এনসিডি-র মূল দাম ১০০০ টাকা। মেয়াদের ভিত্তিতে সুদ পাওয়া যাবে ১১.৮৫% পর্যন্ত। সংস্থা জানিয়েছে, ইস্যু থেকে ২৫০ কোটি টাকা তোলাই তাদের লক্ষ্য। তবে বেশি আবেদনপত্র জমা পড়লে বাড়তি ২৫০ কোটি টাকাও তুলতে পারেন কর্তৃপক্ষ। সে ক্ষেত্রে মোট সংগ্রহ দাঁড়াবে ৫০০ কোটি। ইস্যু খুলছে কাল। বন্ধ হবে ২৭শে।
|
শহরে মিলন মেলা প্রাঙ্গণে সম্প্রতি অনুষ্ঠিত হল ইউবিএম ইন্ডিয়া আয়োজিত গয়না ও দামি পাথরের প্রদর্শনী। বাণিজ্যিক আদান- প্রদানের জন্য পূর্ব ভারতে এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী এই প্রথম বলে দাবি সংস্থার। যোগ দেয় দেশ-বিদেশের বহু সংস্থা। শিল্পীদের জন্য পুরস্কারও ছিল। অন্যতম আকর্ষণ ছিল বিশেষ প্রযুক্তিতে তৈরি কৃত্রিম হিরে। যা প্রদর্শন করে হংকঙের সংস্থা পিডিসি। মানের দিক থেকে ওই হিরে প্রাকৃতিক হিরের সঙ্গে তুলনীয় এবং পরিবেশ সহায়ক।
|
বিভিন্ন শিল্পের চাহিদা অনুযায়ী ইস্পাতের পাত জোগান দিতে ব্রিটেনে কেন্দ্র খুলল টাটা স্টিল। সংস্থা জানিয়েছে, এখানে প্রয়োজন মতো বিভিন্ন আকারের ইস্পাতের পাত কেটে দেওয়া হবে। ইংল্যান্ডে এটিই সব থেকে বড় এ ধরনের কেন্দ্র বলে দাবি তাদের। |