ক্ষুদ্র শিল্পে ব্যাঙ্কঋণ ১৫০% বাড়াতে আর্জি অমিতের
রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ব্যাঙ্কঋণের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বলে সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর, মঙ্গলবার অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র দাবি করেন, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রাজ্য থেকে পণ্য রফতানিও বেড়েছে ৩০ শতাংশের বেশি। এর মধ্যে ক্ষুদ্রশিল্পের অবদান গুরুত্বপূর্ণ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে পণ্য রফতানি ও আমদানির জন্য ঋণ মঞ্জুর করার উদ্দেশ্যে মঙ্গলবার কলকাতায় স্টেট ব্যাঙ্কের বিশেষ শাখা চালু করা উপলক্ষে এ কথা বলেন তিনি।
ওই শাখার উদ্বোধন করতে আসেন অমিতবাবু। সেখানেই তিনি প্রসঙ্গত জানান, “গত আড়াই বছরে রাজ্য থেকে সার্বিক ভাবে পণ্য রফতানি বেড়েছে ১২ হাজার কোটি টাকারও বেশি। ২০১০-’১১ সালে যা ছিল ৪২ হাজার কোটি টাকা, ২০১৩-’১৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার কোটি টাকা।”
স্টেট ব্যাঙ্কের শাখা খোলা উপলক্ষে অমিত মিত্রের সঙ্গে এ কৃষ্ণ কুমার। —নিজস্ব চিত্র।
পাশাপাশি, এ দিন অমিতবাবু ব্যাঙ্কগুলিকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণের পরিমাণ ১৫০% বাড়ানোর লক্ষ্যমাত্রা ঠিক করার জন্য অনুরোধও করেন। দিন দু’য়েক আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকের মাধ্যমে জানিয়েছিলেন, গত আর্থিক বছরের তুলনায় ২০১৩-’১৪ সালের প্রথম ছ’মাসেই ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ব্যাঙ্কঋণের পরিমাণ বেড়েছে ১০৫%। ২০১২-’১৩ সালে যেখানে রাজ্যের ওই শিল্প ব্যাঙ্কগুলির কাছ থেকে ৪৩৩০ কোটি টাকা ঋণ পেয়েছে, সেখানে চলতি আর্থিক বছরের প্রথম ৬ মাসেই তা বেড়ে দাঁড়িয়েছে ৮৯০০ কোটি। গুজরাত, মাহারাষ্ট্র বা তামিলনাড়ুর থেকে যা অনেক বেশি। অমিতবাবু এ দিন বলেন, “এই ‘মোমেন্টাম’ যাতে বজায় থাকে, সে দিকে নজর রাখতে হবে ব্যাঙ্কগুলিকে।”
শুধুমাত্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে পণ্য রফতানি-আমদানি (একজিম) ঋণ দেওয়ার জন্য শাখাটি চালু করে তাঁরা একটি নজির সৃষ্টি করলেন বলে এ দিন দাবি করেন স্টেট ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এ কৃষ্ণ কুমার। তিনি বলেন, “দেশে এ ধরনের একটি শাখা স্টেট ব্যাঙ্কই প্রথম চালু করল। এর আগে নির্দিষ্ট কিছু শাখা থেকে একই সঙ্গে বড় ও ছোট শিল্পের আমদানি-রফতানি সংক্রান্ত ঋণের আবেদন প্রক্রিয়াকরণ হত। আমাদের আশা, এর ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে স্টেট ব্যাঙ্কের ঋণের পরিমাণ বাড়বে।” কৃষ্ণ কুমার জানান, বর্তমানে সারা দেশে স্টেট ব্যাঙ্কের একজিম ঋণের পরিমাণ ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা। তাঁর দাবি, সারা দেশে ওই খাতে সমস্ত ব্যাঙ্ক মিলে যা ঋণ দেয়, তার এক পঞ্চমাংশ একাই দেয় স্টেট ব্যাঙ্ক।
যে-বিশেষ শাখাটি চালু হয়েছে, তা থেকে ক্ষুদ্র-মাঝারি শিল্পকে শুধু ঋণ দেওয়াই নয়, আমদানি-রফতানি সংক্রান্ত অন্য বিষয়েও সহায়তা করা হবে বলে জানান স্টেট ব্যাঙ্কের বেঙ্গল সার্কেলের সিজিএম সুনীল শ্রীবাস্তব। যেমন, রফতানি বা আমদানির ক্ষেত্রে বিদেশি মুদ্রার দামের ওঠাপড়ার বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। এর উপর আমদানি-রফতানি ব্যবসায় মুনাফা অনেকাংশে নির্ভর করে। অথচ ক্ষুদ্র-মাঝারি শিল্পোদ্যোগীদের এই সংক্রান্ত তথ্য অনেক সময়েই ঠিক মতো জানা থাকে না। তা ছাড়া রফতানি বা আমদানির ক্ষেত্রে অনেক রকম ঝুঁকি থাকে। যে-দেশে পণ্য রফতানি করা হবে অথবা যে-দেশ থেকে আমদানি করা হবে, সে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইন-কানুন ইত্যাদি সঠিক জানা না-থাকলে, পরে সমস্যায় পড়তে পারেন রফতানি বা আমদানিকারী।
স্টেট ব্যাঙ্কের নতুন শাখা থেকে ক্ষুদ্র-মাঝারি উদ্যোগপতিদের ওই সব ঝুঁকির ব্যাপারে অবহিত করা ছাড়াও আমদানি-রফতানি সংক্রান্ত বিমা বা ঋণের উপর গ্যারান্টির ব্যাপারেও সহায়তা করা হবে বলে জানান শ্রীবাস্তব।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.