চুরির চেষ্টায় ধৃত ২ মহিলা
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
গয়না চুরির চেষ্টার অভিযোগে দু’জন মহিলাকে গ্রেফতার করল পুলিশ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার একটি গয়নার শো-রুমে। মঙ্গলবার ধৃত জয়শ্রী মহেন্দ্র সারকে এবং সুনন্দা কানাইয়া ওয়ানিকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক জামিন মঞ্জুর করে দেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে সিটি সেন্টারের ওই শো-রুম থেকে ফোন আসে, দু’জন পুরুষ ও দু’জন মহিলার গতিবিধি সন্দেহজনক। গয়না সরানোর চেষ্টা করছে তারা। অভিযোগ পেয়েই ওই শো-রুমে পৌঁছয় পুলিশ। যদিও পুলিশ এসে পৌঁছনোর আগেই ওই চার জন পরিস্থিতি আঁচ করতে পেরে পালিয়ে যায়। শো-রুমটির ম্যানেজার শান্তনু চট্টোপাধ্যায় পুলিশকে জানান, ওই চার জন দীর্ঘ সময় ধরে অনেকগুলি গয়না নিয়ে নাড়াচাড়া করে। এক দিকের গয়না সরিয়ে অন্য দিকে রাখে। শেষ শো-রুমের এক কোণায় গিয়ে বসে। তাদের গতিবিধি সুবিধাজনক মনে না হওয়াতেই তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ওই চার জনের চেহারা ও পোশাকের বিবরণ নেয়। এরপর সিটি সেন্টার বাসস্ট্যান্ড, দুর্গাপুর স্টেশন প্রভৃতি জায়গায় নজরদারি বাড়িয়ে দেয়। কিছুক্ষণ পরে সিটি সেন্টার বাসস্ট্যান্ড থেকে দুই মহিলাকে ধরে ফেলে পুলিশ। ধৃত দু’জন মহিলার কাছ থেকে প্রায় নগদ ২ লক্ষ টাকা উদ্ধার হয়। তবে কোনও গয়না উদ্ধার হয়নি।
|
অধরা দুই অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
পঞ্চায়েত প্রধানের স্বামীকে খুনের চেষ্টায় দুই অভিযুক্ত মঙ্গলবার রাত পর্যন্ত অধরাই। রবিবার রাতে পাণ্ডবেশ্বর ঘাট থেকে তৃণমূল কর্মী দিলীপ ভাণ্ডারীর মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন বৈদ্যনাথপুর পঞ্চায়েতের প্রধান লক্ষ্মী ঘোষের স্বামী শান্তি ঘোষ। লক্ষ্মীদেবী পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ করেন, বীরভূমের তৃণমূল নেতা অশোক ঘোষ খুনে অভিযুক্ত আলামত আনসারি-সহ তিন জন তাঁর স্বামীকে খুনের চেষ্টা করে। পুলিশ আলামতের বাবা আমিনকে গ্রেফতার করেছে। শান্তিবাবু দুর্গাপুরের রাজবাঁধের একটি নার্সিংহোমে ভর্তি।
|
কালনা
ধাত্রীগ্রাম উৎসব। ধাত্রীগ্রাম ফুটবল মাঠ। দুপুর ২টো। উদ্যোগ: উৎসব কমিটি।
পূর্বস্থলী
কৃষি মেলা। শ্রীরামপুর। বিকাল তিনটে। উদ্যোগ: জেলা কৃষি দফতর।
দুর্গাপুর
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্মৃতি ক্রিকেট। সকাল ৯ টা। উদ্যোগ: মিলন চক্র ক্লাব। |